TRENDING:

দক্ষিণ কোরিয়ায় '১ লক্ষ' ভারতীয় টাকার 'দাম' কত হবে জানেন...? শুনলেই চমকাবেন 'উত্তর', শিওর!

Last Updated:
South Korean Won Vs Indian Rupee: আজ এই প্রতিবেদনে একটি এমন একটি দেশের মুদ্রা প্রসঙ্গে জেনে নেওয়া যাক যে দেশে আজকাল ভারত থেকে বহু মানুষ যাচ্ছেন পড়াশোনা করতে। এশিয়া মহাদেশের এই দেশটি হল দক্ষিণ কোরিয়া।
advertisement
1/9
দক্ষিণ কোরিয়ায় '১ লক্ষ' ভারতীয় টাকার 'দাম' কত হবে জানেন...? শুনলেই চমকাবেন 'উত্তর'!
শীতকাল মানেই বেড়ানোর মরশুম। আর এই মরশুমে বেড়ানোর ডেস্টিনেশন হিসেবে আজকাল দেশের পর্যটন স্থলগুলির সঙ্গে পাল্লা দিয়ে আকর্ষণ বাড়ছে বিদেশ ভ্রমণের। পাশাপাশি পড়াশোনা, পেশাগত কারণেও বিদেশে যাওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে।
advertisement
2/9
যখনই কেউ ভ্রমণ, পড়াশোনা বা কাজের জন্য অন্য দেশে যাত্রা করেন, তখন মুদ্রা নিয়ে অনিবার্যভাবেই প্রশ্ন ওঠে। কারণ প্রতিটি দেশের মুদ্রার মূল্য ভিন্ন। আর মুদ্রার দাম এমনই একটি বিষয় যা এক একটি দেশের অর্থনৈতিক-সামাজিক গুরুত্ব বুঝতেও সাহায্য করে।
advertisement
3/9
আজ এই প্রতিবেদনে একটি এমন একটি দেশের মুদ্রা প্রসঙ্গে জেনে নেওয়া যাক যে দেশে আজকাল ভারত থেকে বহু মানুষ যাচ্ছেন পড়াশোনা করতে। এশিয়া মহাদেশের এই দেশটি হল দক্ষিণ কোরিয়া।
advertisement
4/9
আমরা অনেকেই জানি না দক্ষিণ কোরিয়ার তুলনায় ভারতের মুদ্রা অনেক বেশি মূল্যবান। এশিয়ার এই দুই দেশই শক্তিশালী অর্থনীতির দেশ। তবে উভয় দেশের মুদ্রার মূল্য প্রতিনিয়ত উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়।
advertisement
5/9
ভাইস ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, দক্ষিণ কোরিয়ায় এক ভারতীয় 'টাকার' মূল্য ১৬ দক্ষিণ কোরিয়ান 'ওনের' সমান। অতএব, যদি কারও ভারতে এক লক্ষ টাকা থাকে, তাহলে দক্ষিণ কোরিয়ায় এর মূল্য প্রায় ১.৬ মিলিয়ন ওনের সমান।
advertisement
6/9
দক্ষিণ কোরিয়ান ওন কী এবং কে এটি জারি করে?দক্ষিণ কোরিয়ার সরকারী মুদ্রা হল দক্ষিণ কোরিয়ান ওন। এটি আন্তর্জাতিকভাবে KRW নামে স্বীকৃত। এই মুদ্রাটি জারি করা হয় দেশটির কেন্দ্রীয় ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ কোরিয়া (যার সদর দফতরটি সিউলে অবস্থিত) থেকে।
advertisement
7/9
দক্ষিণ কোরিয়া ১, ৫, ১০, ৫০, ১০০ এবং ৫০০ ওন মূল্যের মুদ্রা এবং ১,০০০, ৫,০০০, ১০,০০০ এবং ৫০,০০০ ওন মূল্যের নোট জারি করে।
advertisement
8/9
বর্তমানে দক্ষিণ কোরিয়ায় ব্যবহৃত ওন আনুষ্ঠানিকভাবে ১৯৬২ সালে চালু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, যখন কোরিয়া জাপানি শাসন থেকে মুক্ত হয়, তখন ওন প্রথম গৃহীত হয়।
advertisement
9/9
দক্ষিণ কোরিয়ায় কোন কোন নোট এবং মুদ্রা প্রচলিত আছে?দক্ষিণ কোরিয়ায়, নগদ লেনদেনের জন্য বিভিন্ন মূল্যের নোট এবং মুদ্রা ব্যবহার করা হয়। মুদ্রা ছোট খরচের জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে বড় লেনদেন সাধারণত ব্যাঙ্ক নোট দিয়ে করা হয়। ডিজিটাল পেমেন্টও ক্রমবর্ধমান জনপ্রিয় হয়ে উঠেছে এই দেশে। তবে দক্ষিণ কোরিয়ায় সব ধরণের লেনদেনের জন্য মূল মুদ্রা হিসেবে রয়ে গিয়েছে 'ওন'।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দক্ষিণ কোরিয়ায় '১ লক্ষ' ভারতীয় টাকার 'দাম' কত হবে জানেন...? শুনলেই চমকাবেন 'উত্তর', শিওর!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল