শীঘ্রই প্রভিডেন্ট ফান্ডের জন্যেও ট্যাক্স দিতে হবে কর্মীদের
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
এপ্রিল ১, ২০২১ থেকে ৭.৫ লক্ষ টাকার বেশি কন্ট্রিবিউশনের জন্য এবার থেকে ট্যাক্স দিতে হবে ৷
advertisement
1/4

শীঘ্রই EPF, NPS ও Superannuation Fund এর জন্য ইনকাম ট্যাক্স দিতে হতে পারে ৷ যাদের বেতন অনেকটাই বেশি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করা হবে বলে জানা গিয়েছে ৷
advertisement
2/4
বাজেট ২০২০ অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন যে তিনটি বিনিয়োগে ট্যাক্স বেনিফিট পাওয়া যায় সেগুলি যোগ করে upper ceiling ৭.৫ লক্ষ টাকা করা হয়েছে ৷
advertisement
3/4
এপ্রিল ১, ২০২১ থেকে ৭.৫ লক্ষ টাকার বেশি কন্ট্রিবিউশনের জন্য এবার থেকে ট্যাক্স দিতে হবে ৷ এমনকি আগের বছর যে ডিভিডেন্ড ও ইন্টারেস্ট আয় করবেন তার জন্যেও ট্যাক্স দিতে হবে ৷ পয়লা এপ্রিল ২০২১ থেকে লাগু করা হবে নতুন নিয়ম ৷ কোনও ব্যক্তির বেসিক স্যালারি ৩০ লক্ষ টাকা হলে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন পিফে ৩.৬০ লক্ষ টাকা হবে ৷ এনপিএসের ক্ষেত্রে ৩ লক্ষ টাকা ৷Superannuation Fund এর ক্ষেত্রে ৮.১০ লক্ষ টাকা ৷
advertisement
4/4
এই হিসেব অনুযায়ী ট্যাক্সেবল অ্যামাউন্ট হবে ৬০ হাজার টাকা ৷এতদিন পর্যন্ত পিএফ ও এনপিএস এর ক্ষেত্রে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনে কর দিতে হত না ৷ নতুন নিয়ম অবশ্য যাদের বেতন অনেকটাই বেশি তাদের ক্ষেত্রে লাগু করা হবে ৷