TRENDING:

ফিক্সড ডিপোজিট রাখলে এখনও অনেক ব্যাঙ্ক বার্ষিক ৯ শতাংশ হারে অবধি সুদ দেয়, আপনি জানেন

Last Updated:
সুদের এই হার দেয় রিজার্ভ ব্যাঙ্কের রেজিস্ট্রার হওয়া ব্যাঙ্ক
advertisement
1/6
ফিক্সড ডিপোজিট রাখলে এখনও অনেক ব্যাঙ্ক বার্ষিক ৯ শতাংশ হারে অবধি সুদ দেয়!
সাধারণ মধ্যবিত্ত পরিবার সবসময়েই চায় তাদের আয়ের একটা অংশ সঞ্চয় করতে ৷ আর এর জন্য বিভিন্ন বিনিয়োগ স্কিমে টাকা জমানোর পাশাপাশি ফিক্সড ডিপোজিটও তাদের অত্যন্ত পছন্দের একটি অপশন ৷ তবে ইদানিং বিভিন্ন ব্যাঙ্ক যেভাবে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট বা সুদের হার কমাচ্ছে , তাতে মাথায় হাত মানুষের ৷ Photo- File
advertisement
2/6
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই মুহূর্তে ফিক্সড ডিপোজিটে ৬.১০ থেকে ৬.৬০ অবধি সুদের হার দিচ্ছে সবচেয়ে কম সময়ের জন্য ৷ এক বছর থেকে এক বছর ৩৬৪ দিন অবধি ৬.১০ থেকে ৬.৬০ সুদ দেয় ৷ ৬.৬০ হারে সুদ পান সিনিয়র সিটিজেনরা ৷ Photo- File
advertisement
3/6
ইউবিআই -র সুদের হার একটু বেশি ৷ ১৮০ দিনে সুদের হার ৬.৫০ সিনিয়র সিটিজেনদের সুদের হার ৭.০০৷ ১০ মাস থেকে ১ বছর ২ মাসে সুদের হার এই ব্যাঙ্ক সবচেয়ে বেশি ৷ ৬.৭৫, আর সিনিয়র সিটিজেনদের কাছে ৭.২৫ শতাংশ ৷ Photo- File
advertisement
4/6
এইচডিএফসি ব্যাঙ্কে -র ২ বছর ১ দিন থেকে ৩ বছর অবধি ৬.৮৫ শতাংশ সুদ দেয় ৷ ৭ শতাংশ হারে সুদ পান সিনিয়র সিটিজেনরা ৷ তবে ৩ বছর ১ দিন থেকে সুদের হার ৬.৭৫ শতাংশ ৷ Photo- File
advertisement
5/6
তবে বড় নামী ব্যাঙ্কগুলিকে সুদের হারে টেক্কা দিচ্ছে বেশ কয়েকটি স্মল ব্যাঙ্ক ৷ এই তালিকায় সবার ওপরে নাম রয়েছে উৎকর্ষ স্মল ফাইনান্স্য ব্যাঙ্কের ৷ ১ বছর থেকে ৪৫৫ দিন অবধি সুদ ৮.২০ থেকে ৮.৭০ ৷ ৪৫৬ দিন থেকে ২ বছরের কম অবধি সুদের হার এদের সবচেয়ে বেশি ৮.৫০ শতাংশ সুদ পান সাধারণ গ্রাহকরা , আর সিনিয়র সিটিজেনরা পান ৯ শতাংশ ৷ ২ বছর থেকে ৫ বছরের কম অবধি সুদের হার ৮ থেক ৮.৫০ শতাংশ ৷ Photo- File
advertisement
6/6
সূর্যোদয় ব্যাঙ্কের সুদের হারও বেশ ভালো ৷ এরা ৪৬ দিন থেকে ৯০ দিন অবধি সাধারণ গ্রাহকদের জন্য ৫ শতাংশ, ও সিনিয়র সিটিজেনদের জন্য ৫.৫০ শতাংশ সুদ পায় ৷ ৯১ দিন থেকে ৬ মাস অবধি ৫.৫০ থেকে ৬ শতাংশ সুদ ৷ ৬ মাস থেকে ৯ মাস অবধি সুদের হার ৭.৫০ থেকে ৮ শতাংশ, ৯ মাস থেকে ১ বছর অবধি সুদের হার সবচেয়ে বেশি ৭.৭৫ থেকে ৮.২৫ শতাংশ ৷ Photo- File
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ফিক্সড ডিপোজিট রাখলে এখনও অনেক ব্যাঙ্ক বার্ষিক ৯ শতাংশ হারে অবধি সুদ দেয়, আপনি জানেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল