TRENDING:

Formula of FMCG companies: মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তির খবর! সস্তার হচ্ছে বেশ কিছু পণ্য, বিশেষ ব্যবস্থা বিভিন্ন সংস্থার

Last Updated:
ডাবর ইন্ডিয়ার চিফ ফিন্যানশিয়াল অফিসার অঙ্কুশ জৈন জানাচ্ছেন যে মূল্যবৃদ্ধির বাজারে ছোট প্যাকেটের মাল বেশি সাশ্রয়ী৷ মাসকাবারির বাজেট নিয়ন্ত্রণের রাখতে সেই দিকে ঝুঁকছেন সাধারণ ক্রেতারা৷
advertisement
1/5
মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তির খবর! সস্তা হচ্ছে বেশ কিছু পণ্য, জানুন
•দেশ জুড়ে বেড়ে চলেছে জিনিসের দাম৷ লাগামহীন মূল্যবৃদ্ধিতে নাজেহাল সাধারণ মানুষের৷ ক্রেতারা যেমন বিরক্ত দাম বেড়ে যাওয়ার জন্য, তেমনই খাদ্যপণ্য বিক্রেতাদের মাথায় হাত৷ দাম বাড়ার ফলে তাদের বিক্রি কম হবে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে৷ বিক্রিতে কোপ পড়লে মুনাফাও তলানিতে এসে ঠেকবে৷
advertisement
2/5
•কীভাবে সমতা আনা যায়, তার জন্য চলছিল বিভিন্ন সমীক্ষা৷ এবার এক উপায় বার করেছে এই সব সংস্থা৷ মূল্যবৃদ্ধির সময়ও তাদের বিক্রিতে যেন কোনও সমস্যা না হয়, সেই পথে হাঁটছে তারা৷ বাজারে আসতে চলেছে Low Unit Price (LUP) প্যাক৷ ঠিক যেভাবে ছোট ছোট প্যাক বা স্যাশে বিক্রি হত বিভিন্ন সামগ্রীর, তেমনই আনা হচ্ছে লো ইউনিট প্রাইস৷ এতে প্যাকেটের ওজন কিছুটা কমিয়ে বিক্রি করা হচ্ছে৷ দাম বাড়ানো হচ্ছে না৷ এতে খুশি ক্রেতারা৷ এমন মত উঠে আসছে৷
advertisement
3/5
•ইন্দোনেশিয়া থেকে পাম তেল আসা বন্ধ হয়েছে৷ রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের ফলে বিশ্ব বাজারে দাম বেড়েছে জ্বালানি থেকে শুরু করে বিভিন্ন পণ্যের৷ এর সঙ্গে লড়তে হচ্ছে FMCG সংস্থাগুলিকে৷ কীভাবে কিছুটা সস্তায় ক্রেতাদের সামনে মালপত্র আনা যায়, তার চেষ্টা চলছে৷ সস্তার প্যাকেজিং, পুনর্ব্যবহৃত পণ্য ব্যবহার, বিজ্ঞাপনের কম পয়সা খরচ...এভাবে নিজেদের ব্যবসা সামাল দেওয়ার চেষ্টা করছে সংস্থগুলি৷ এরফলে মূল্যবৃদ্ধির বাজারে কিছুটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা চালানো হচ্ছে৷
advertisement
4/5
•মানি কন্ট্রোল জানাচ্ছে যে পার্লে প্রোডাক্টসের সিনিয়র ক্যাটেগোরি হেড কৃষ্ণরাও বুড্ডার মতে ছোট ছোট প্যাকেটের বিস্কুট বা স্ন্যাকস বেশি বিক্রি হচ্ছে৷ তাই লো ইউনিট প্রাইস প্রোডাক্টের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে৷ পার্লে জি, হাইড অ্যান্ড সিকের ১০-৫ টাকার প্যাকেট বিক্রি হচ্ছে বেশি৷ একই সঙ্গে ৩০ টাকার চানাচুরও বেশি কিনছেন সাধারণ মানুষ৷ জানিয়েছেন কৃষ্ণরাও বুড্ডা৷
advertisement
5/5
•অন্যদিকে ডাবর ইন্ডিয়ার চিফ ফিন্যানশিয়াল অফিসার অঙ্কুশ জৈন জানাচ্ছেন যে মূল্যবৃদ্ধির বাজারে ছোট প্যাকেটের মাল বেশি সাশ্রয়ী৷ মাসকাবারির বাজেট নিয়ন্ত্রণের রাখতে সেই দিকে ঝুঁকছেন সাধারণ ক্রেতারা৷ ডাবর ইন্ডিয়ার CEO মোহিত মলহোত্রী জানিয়েছেন যে তাদের সংস্থার যে সব পণ্য ১ টাকা, ৫ টাকা, ১০টাকা এবং ২০ টাকায় বিক্রি হচ্ছে, তার চাহিদা সব থেকে বেশি৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Formula of FMCG companies: মূল্যবৃদ্ধির বাজারে স্বস্তির খবর! সস্তার হচ্ছে বেশ কিছু পণ্য, বিশেষ ব্যবস্থা বিভিন্ন সংস্থার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল