SIP Calculations: মাত্র ৫০০০ টাকার SIP করে পেয়ে যাবেন ২০ লাখ টাকা ? হিসেব আর ফান্ডের তালিকা দুই দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SIP Calculations: মাসে মাত্র ₹৫,০০০ SIP করলেই সময়ের সঙ্গে জমে যেতে পারে ₹২০ লক্ষ টাকা। কত বছরে এই লক্ষ্য পূরণ হবে, কত রিটার্ন মিলতে পারে এবং কোন কোন ফান্ডে বিনিয়োগ করবেন—জেনে নিন সব বিস্তারিত।
advertisement
1/7

মিউচুয়াল ফান্ড এই সময়ে দাঁড়িয়ে বিনিয়োগকারীদের কাছে একটি প্রিয় বিনিয়োগের বিকল্প হয়ে উঠেছে। বেশিরভাগ মানুষ বিনিয়োগের জন্য SIP বেছে নেন। SIP আসলে কিস্তিতে বিনিয়োগ করার সুযোগ দেয়, যা বিনিয়োগের পরিমাণ কমিয়ে দেয় এবং ছোট পরিমাণে বিনিয়োগ করা হলেও তা একটি উল্লেখযোগ্য তহবিল তৈরি করতে সাহায্য করতে পারে।তবে, SIP-এর মাধ্যমে বিনিয়োগের জন্য ধৈর্যের প্রয়োজন। এখানে আমরা SIP ক্যালকুলেটর ব্যবহার করে বুঝে নেব যে ৫,০০০ টাকার মাসিক SIP বিনিয়োগ থেকে ২০ লক্ষ টাকার কর্পাস জমা হতে কত সময় লাগবে।
advertisement
2/7
গণনাবিনিয়োগের পরিমাণ- প্রতি মাসে ৫০০০ টাকাবিনিয়োগের রিটার্ন- ধরে নেওয়া হল ১২% যদি কোনও ব্যক্তি প্রতি মাসে ৫,০০০ টাকা বিনিয়োগ করেন এবং ২০ লক্ষ টাকার তহবিল তৈরি করতে চান, তাহলে তাঁকে ১২% রিটার্ন অনুসারে ১৪ বছর ধরে বিনিয়োগ করতে হবে। এই ১৪ বছরে মূলধন ৮৪০,০০০ টাকায় বৃদ্ধি পাবে। অন্য দিকে, তিনি কেবল রিটার্ন থেকে ১৩৪২,০০০ টাকা আয় করতে পারবেন। ১৪ বছর পরে ১২% রিটার্নে সব মিলিয়ে মোট ২১৮২,০০০ টাকা আয় করতে পারবেন।
advertisement
3/7
কোন ফান্ড সর্বোচ্চ রিটার্ন দিয়েছে?নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইক্যুইটি ফান্ড এই বছর দেশের সর্বোচ্চ রিটার্নিং ফান্ড হিসেবে আবির্ভূত হয়েছে, যা এক বছরের রিটার্ন ৪১% প্রদান করেছে। এর ব্যয় অনুপাত ১.০৪% এবং এর AUM ₹৪২১.৫০৮৫ কোটি। শুধু তাই, আদিত্য বিড়লা এসএল ইন্টারন্যাশনাল ইক্যুইটি ফান্ড এক বছরে ২৮.৭০% রিটার্ন দিয়েছে। তবে, এর ব্যয় অনুপাত ২.০৮%, যা নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইক্যুইটি ফান্ডের ব্যয় অনুপাতের দ্বিগুণ।
advertisement
4/7
কোন ফান্ড সর্বোচ্চ রিটার্ন দিয়েছে?নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইক্যুইটি ফান্ড এই বছর দেশের সর্বোচ্চ রিটার্নিং ফান্ড হিসেবে আবির্ভূত হয়েছে, যা এক বছরের রিটার্ন ৪১% প্রদান করেছে। এর ব্যয় অনুপাত ১.০৪% এবং এর AUM ₹৪২১.৫০৮৫ কোটি। শুধু তাই, আদিত্য বিড়লা এসএল ইন্টারন্যাশনাল ইক্যুইটি ফান্ড এক বছরে ২৮.৭০% রিটার্ন দিয়েছে। তবে, এর ব্যয় অনুপাত ২.০৮%, যা নিপ্পন ইন্ডিয়া তাইওয়ান ইক্যুইটি ফান্ডের ব্যয় অনুপাতের দ্বিগুণ।
advertisement
5/7
৩.নাম- আইসিআইসিআই প্রু এনএএসডিএকিউ ১০০ ইনডেক্স ফান্ডAUM- ২৬৬৪.৭৫৯ব্যয়ের অনুপাত- ০.৬১এক বছরের রিটার্ন- ২৭.৫৭১২৫১৫৫৪.নাম- মতিলাল ওসওয়াল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স ফান্ডAUM- ৩৮৯২.০৭৪ব্যয়ের অনুপাত- ০.৪৪এক বছরের রিটার্ন- ২৬.৭২০৫৬৫৩৪
advertisement
6/7
৫.নাম- আদিত্য বিড়লা এসএল নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইনডেক্স ফান্ডAUM- ৭৬৬.৩৭২১ব্যয়ের অনুপাত- ০.৩১এক বছরের রিটার্ন- ২৫.৯৯৭৬৬৪৭৫
advertisement
7/7
তবে এটাও বলা হয় যে, কেবল রিটার্ন দেখেই বিনিয়োগ করা উচিত নয়, বরং ঝুঁকির বিষয়গুলোও মাথায় রেখেই বিনিয়োগ করা উচিত। এই বিষয়ে একজন আর্থিক উপদেষ্টা পরামর্শ দিতে পারবেন, বিনিয়োগের পূর্বে তাঁর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SIP Calculations: মাত্র ৫০০০ টাকার SIP করে পেয়ে যাবেন ২০ লাখ টাকা ? হিসেব আর ফান্ডের তালিকা দুই দেখে নিন