TRENDING:

জরুরি সতর্কতা: UPI জালিয়াতি থেকে বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি!

Last Updated:
যে কোনও সময় নিজের মোবাইল থেকে UPI লেনদেন করতে গেলে সতর্ক থাকতেই হবে। মাথায় রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়—
advertisement
1/7
জরুরি সতর্কতা: UPI জালিয়াতি থেকে বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি!
ক্রমশ বাড়ছে অনলাইনে লেনদেনের প্রবণতা। পাল্লা দিয়ে বাড়ছে জালিয়াতি। খুব সহজেই অনলাইন লেনদেনকে হাতিয়ার করে প্রতারকরা সরিয়ে ফেলছে সাধারণ মানুষের সর্বস্ব। যে কোনও সময় নিজের মোবাইল থেকে UPI লেনদেন করতে গেলে সতর্ক থাকতেই হবে। মাথায় রাখতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়—
advertisement
2/7
স্ক্রিন লক: মোবাইলের স্ক্রিন লক যে শুধু মোবাইলকে সুরক্ষিত করে তাই নয়, বরং মোবাইল থেকে হওয়া আর্থিক লেনদেনকেও সুরক্ষিত করে। তাই খুব শক্ত স্ক্রিনলক প্যাটার্ন, পাসওয়ার্ড বা পিন দেওয়া প্রয়োজন। কখনও পাসওয়ার্ড বা পিনে নিজের নাম, জন্মতারিখ বা মোবাইল নম্বর দেওয়া উচিত নয়।
advertisement
3/7
পিন শেয়ার: কোনও ভাবেই কোনও পিন কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়। এতে বড় বিপদ হতে পারে। কখনও সন্দেহ হলে, সঙ্গে সঙ্গে পিন বদলে দেওয়া দরকার। এমনিতেও ব্যাঙ্কগুলি থেকে ছ’মাস অন্তর পিন বদলানোর পরামর্শ দেওয়া হয়।
advertisement
4/7
অ্যাপ আপডেট: যে ইউপিআই অ্যাপ ব্যবহার করা হয়, তা নিয়মিত সময় অন্তর আপডেট করা দরকার। আসলে সব সময়ই যে কোনও অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করা নিরাপদ। এতে সিকিউরিটি প্যাচ ব্যবহারের সুযোগ পাওয়া যায়।
advertisement
5/7
একাধিক পেমেন্ট অ্যাপের ব্যবহার: সব সময় নির্ভরযোগ্য পেমেন্টস অ্যাপই ব্যবহার করতে হবে এবং সেটিও ডাউনলোন করতে হবে অফিসিয়াল অ্যাপ স্টোর Play Store বা App Store থেকে। একসঙ্গে একাধিক পেমেন্ট অ্যাপ নিজের ফোনে ডাউনলোড করে ব্যবহার না করাই ভাল।
advertisement
6/7
সন্দেহজনক লিঙ্ক বা ফোনকল: ফিশিং এখন খুব জনপ্রিয় জালিয়াতি কৌশল। মেসেজ বা ই-মেলের মাধ্যমে লিঙ্ক পাঠায় জালিয়াতরা। তাতে ক্লিক করলেই বিপদ, সমস্ত তথ্য পৌঁছে যেতে পারে জালিয়াতদের কাছে। ফলে কোনও রকম সন্দেহজনক বা অচেনা উৎস থেকে আসা লিঙ্কে ক্লিক করা যাবে না।
advertisement
7/7
একই ভাবে সন্দেহজনক ফোন কল না ধরাই ভাল। বিশেষত, যে সব কল দেশের বাইরে থেকে আসা কোনও নম্বর দেখাচ্ছে। ধরলেও বুঝে কথা বলতে হবে। কোনও রকম পিন, ওটিপি কোনও ভাবেই শেয়ার করা যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
জরুরি সতর্কতা: UPI জালিয়াতি থেকে বাঁচতে মাথায় রাখুন এই বিষয়গুলি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল