Silver Price Hike Today: সোনা এখন অতীত! রুপোর দাম চোখে জল আনছে, রেকর্ড ৬,০০০ টাকা বৃদ্ধি, ৩ লক্ষ হচ্ছে ২০২৬-এ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Silver Price Hike Today: রকেটের গতিতে বাড়ছে রুপোর দাম, মধ্যবিত্তের নাগালের বাইরে, সাধারণের প্রিয় ধাতু
advertisement
1/11

রুপোর দাম রেকর্ড বাড়ছে, পুজোর পর থেকে ভাইফোঁটা রুপোর দামে পতন দেখতে পাওয়া গিয়েছিল এমসিএক্সে দাম পড়ে হয়েছিল ১.৪০ লক্ষ টাকার নীচে গিয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
তখন কেন কেনাই হয়নি, এবার আফসোস চরমে উঠছে ৷ গত বছর ধরেই লাগাতার দাম বাড়তে চলেছে ৷ উৎসবের মরশুমে রুপোর দাম ১,৭৯,৪১৫ টাকায় পৌঁছে গিয়েছিল ৷ কিন্তু তারপরেই ফের গিয়ার চেঞ্জ করেছে রুপোর দাম, ২ লক্ষ টাকা কিলো প্রতি দাম ছাড়িয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
রুপোর দাম বিশাল বৃদ্ধি পেয়েছে, কলকাতায় ১ গ্রাম রুপোর দাম হয়েছে ২১৯ টাকা (বেড়েছে ১ টাকা), ৮ গ্রাম রুপোর দাম ১,৭৫২ টাকা (বেড়েছে ৪০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
১০ গ্রাম রুপোর দাম ২,১৯০ টাকা (বেড়েছে ৫০ টাকা), ১০০ গ্রাম রুপোর দাম ৫,০০০ টাকা (৫০০ টাকা বেড়েছে), ১ কেজির দাম ২,১৯,০০০ টাকা (৫,০০০ টাকা বাড়ছে) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
তবে সারা দেশের নিরিখে দেখলে বলা যেতে পারে রুপোর দাম কেজিতে ৬,০০০ টাকা বৃদ্ধি পেয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
বিশেষত বিশ্ব বাজারে রুপোর দাম বাড়তে শুরু করেছে ২১ ডিসেম্বরে রুপোর দাম বৃদ্ধি পেয়ে বেড়ে সব থেকে উচ্চ স্থানে পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
মনে করা হচ্ছে এবার রুপোর দাম রেকর্ড সৃষ্টি করবে পৌঁছে যাবে ৷ যদি ভারতের কথা বলা যায় সক্ষেত্রে বলা যেতে পারে ৷ এমসিএক্স বা মাল্টি কমোডিটি কনটেক্সট ২,১৯,০০০ টাকা প্রতি কিলো হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
রবিবার প্রতি কেজিতে ২,১৪,০০০ বন্ধ হয়েছে ৷ রেকর্ড দাম বাড়ছে, সোমবার রুপোর দাম টাকা হয়েছে ৷ ২,১৪,০০০ টাকা পর্যন্ত পৌঁছেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
আসলে উৎসবের মরশুমে সোনা ও রুপোর চাহিদা ক্রমশই বাড়তে চলেছে ৷ সোনার দাম ক্রমশই বাড়ছে তাই মানুষ রুপো কেনার দিকে এটিও রুপোর দাম বৃদ্ধির অন্যতম কারণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
একই সঙ্গে রুপোর দাম বৃদ্ধির অন্য কারণ হল চাহিদা আছে যোগান নেই ৷ সারা বিশ্ব জুড়ে খনন ও উত্তোলনের মধ্যে সামাঞ্জস্যের অভাব ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
ডলারের তুলনায় টাকার দামের মধ্যে ফারাক বাড়লে রুপোর দাম আরও বাড়বে, সেই দিন বিশেষ দূরে নেই যেই দিন রুপোর দাম ইতিবাস সৃষ্টি করবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Silver Price Hike Today: সোনা এখন অতীত! রুপোর দাম চোখে জল আনছে, রেকর্ড ৬,০০০ টাকা বৃদ্ধি, ৩ লক্ষ হচ্ছে ২০২৬-এ