TRENDING:

Hawker Loan 2025: ব্যবসা বাড়ানোর দারুণ সুযোগ, হকারদের জন্য বিশেষ ঋণের বন্দোবস্ত শিলিগুড়িতে! রয়েছে ক্যাশব্যাকের সুবিধাও

Last Updated:
শহরের ফুটপাথের অস্থায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিতে শুরু হয়েছে ‘Hawker Loan 2025’ প্রকল্প। শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে শহরের ক্ষুদ্র উদ্যোক্তারা নতুনভাবে ব্যবসা শুরু করার সুযোগ পাবেন।
advertisement
1/5
ব্যবসা বাড়ানোর দারুণ সুযোগ, হকারদের জন্য বিশেষ ঋণের বন্দোবস্ত শিলিগুড়িতে!রয়েছে ক্যাশব্যাকও
শহরের ফুটপাথের অস্থায়ী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দিতে শুরু হয়েছে ‘Hawker Loan 2025’ প্রকল্প। শিলিগুড়ি পৌর নিগমের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে শহরের ক্ষুদ্র উদ্যোক্তারা নতুনভাবে ব্যবসা শুরু করার সুযোগ পাবেন। পৌর নিগম সূত্রে জানা গেছে, এই প্রকল্পের লক্ষ্য হল আর্থিকভাবে দুর্বল ব্যবসায়ীদের আত্মনির্ভর করে তোলা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
প্রকল্পের আওতায় ফুটপাথের ক্ষুদ্র ও অস্থায়ী ব্যবসায়ীরা সহজ শর্তে ঋণ পাবেন। প্রথম ধাপে ১৫,০০০ টাকা এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ধাপে ২৫,০০০ টাকা দেড় বছরের মধ্যে এবং তৃতীয় ধাপে সর্বোচ্চ ৫০০০০ টাকা তিন বছরের মধ্যে ফেরত দেওয়ার সুযোগ থাকবে। এই আর্থিক সহায়তা ব্যবসা সম্প্রসারণ ও নতুন উদ্যোগ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।
advertisement
3/5
এই প্রকল্পের আরেকটি বিশেষ দিক হল ডিজিটাল লেনদেনের সুবিধা। যারা UPI মাধ্যমে লেনদেন করবেন, তারা প্রতিমাসে ১০০ টাকা করে বার্ষিক সর্বোচ্চ ১,২০০ টাকা ক্যাশব্যাক পাবেন। এছাড়াও, মার্চেন্টদের জন্য ২০০০ টাকার বেশি মূল্যের পাইকারি ক্রয়ের ক্ষেত্রে ত্রৈমাসিক ভিত্তিতে সর্বাধিক ৪০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ক্যাশব্যাকের সুবিধা থাকবে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসাকে আরও আধুনিক ও স্বচ্ছ করে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
advertisement
4/5
এই প্রকল্পের সুবিধা নিতে হলে আবেদনকারীদের ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতা এবং আধার লিঙ্ক করা সক্রিয় মোবাইল নম্বরের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বা বাজার কমিটির সেক্রেটারির কাছ থেকে ভেন্ডার হওয়ার শংসাপত্রে সই ও স্ট্যাম্প থাকা বাধ্যতামূলক।
advertisement
5/5
আবেদনকারীদের শিলিগুড়ি পৌর নিগমের সিটি মিশন ম্যানেজমেন্ট ইউনিটে অথবা নিকটবর্তী বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। পৌর কর্তৃপক্ষের দাবি, এই প্রকল্প শিলিগুড়ির ফুটপাথ-ভিত্তিক ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে নতুন দিশা দেবে এবং শহরের ক্ষুদ্র উদ্যোগগুলির বিকাশে বড় ভূমিকা রাখবে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Hawker Loan 2025: ব্যবসা বাড়ানোর দারুণ সুযোগ, হকারদের জন্য বিশেষ ঋণের বন্দোবস্ত শিলিগুড়িতে! রয়েছে ক্যাশব্যাকের সুবিধাও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল