Shocking Gold Price: সপ্তাহের শুরুতেই বড় চমক সোনার দামে, ১ গ্রাম কিনতে আজ কত বেশি খরচ হবে ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Shocking Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার বাজারে বড় চমক! বেড়ে গেল সোনার দাম, আজ ১ গ্রাম সোনা কিনতে কত বেশি খরচ পড়বে জানুন। আন্তর্জাতিক বাজারে দামের উর্ধ্বগতির প্রভাব পড়েছে ভারতেও।
advertisement
1/6

সপ্তাহের প্রথম দিনেই বড় চমক সোনার বাজারে। আন্তর্জাতিক বাজারে সোনার দামে উর্ধ্বগতি দেখা যাওয়ায় তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। সোমবার সকালেই দেশের বিভিন্ন শহরে সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। পুজো-দীপাবলির মরশুমে যেখানে অনেকে সোনা কেনার পরিকল্পনা করেছিলেন, সেখানে এই হঠাৎ দাম বৃদ্ধি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ ক্রেতাদের কাছে।
advertisement
2/6
বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীরা নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকেই ঝুঁকছেন। দুর্গা পুজো শেষ হলেও সামনে রয়েছে ধনতেরাস ও দীপাবলি। এই সময়ে সোনা কেনার প্রচলন থাকায় বাজারে চাহিদা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে সোনার দাম আরও কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল।
advertisement
3/6
সপ্তাহের শুরুতেই সোনার দাম যেভাবে আকাশছোঁয়া হয়েছে, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা সবাই কিছুটা চিন্তায় পড়েছেন। তবে যাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগের পরিকল্পনা আছে, তাদের কাছে এটি এখনও নিরাপদ বিকল্প হিসেবেই রয়ে গেছে।
advertisement
4/6
সোনার দাম কখনই স্থির থাকে না। বাজারের ওঠানামা এবং উৎসবের মরশুম মিলিয়ে ক্রেতাদের জন্য এই সময় একটু সতর্ক থাকার। আজ এক গ্রাম সোনার দাম দেখলে হয়তো আতঙ্কিত হবেন, তবে সঠিক পরিকল্পনা এবং সচেতনতা থাকলে লাভবান হওয়া সম্ভব।
advertisement
5/6
সোমবার ১৩ অক্টোবর কত হল সোনার দাম ৷ ২২ ক্যারেট সোনার দাম ১১৬৯০ টাকা হয়েছে ৷ ১৮ ক্যারেটের দাম ৯৬০০ টাকা হয়েছে ৷ ১ কেজি রুপোর দাম হয়েছে ১৭৮৪৭৫ টাকা হয়েছে ৷ সোনা ও রুপো কেনার সময়ে উপরে দেওয়া দামের সঙ্গে আরও ৩ শতাংশ GST যুক্ত হবে।
advertisement
6/6
গত কয়েক বছরে যে ভাবে হু হু করে বেড়ে চলেছে সোনালি ধাতুর দাম তার জেরে অনেকেই এখন অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পাশাপাশি সোনায় বিনিয়োগ করা লাভজনক মনে করেছেন ৷তথ্যসূত্র: স্বর্ণশিল্প বাঁচাও কমিটি (SSBC) ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Shocking Gold Price: সপ্তাহের শুরুতেই বড় চমক সোনার দামে, ১ গ্রাম কিনতে আজ কত বেশি খরচ হবে ?