TRENDING:

Share Market Tips: শেয়ারে টাকা ঢালার আগে এই ৫ জিনিস মাথায় রাখতে হবে বিনিয়োগকারীদের

Last Updated:
Share Market Tips: বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করতে হয়। তাহলেই বিপুল টাকা মুনাফা হবে বিনিয়োগকারীরা।
advertisement
1/7
শেয়ারে টাকা ঢালার আগে এই ৫ জিনিস মাথায় রাখতে হবে বিনিয়োগকারীদের
মার্কিন মুলুকে জাঁকিয়ে বসছে মন্দার মেঘ। তার প্রভাব পড়ছে ভারতের শেয়ার বাজারেও। সাবধান না হলে বড়সড় লোকসান হতে পারে বিনিয়োগকারীদের।
advertisement
2/7
বিশেষজ্ঞরা বলেন, শেয়ার বাজারের পতনের সময়টাই বিনিয়োগকারীদের জন্য ব্রাহ্ম মুহূর্ত। এই সময় বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করতে হয়। তাহলেই বিপুল টাকা মুনাফা হবে বিনিয়োগকারীরা। পাঁচটা জিনিস শুধু মাথায় রাখতে হবে, ব্যস।
advertisement
3/7
প্যানিক সেলিং নয়: বাজার পড়তে শুরু করলে ভয়ের চোটে হাতে থাকা শেয়ার বিক্রি করে দেন বিনিয়োগকারীরা। এটাকেই প্যানিক সেলিং বলে। কিন্তু মাথায় রাখতে হবে, বাজারে চিরকাল মন্দা থাকবে না। এই সময় কেটে যাবে। বাজার ফের চাঙ্গা হবে। অতীতেও তাই হয়েছে। তাই যাই হয়ে যাক, শেয়ার বিক্রি করা যাবে না।
advertisement
4/7
ভারতীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষজ্ঞদের টিপস: বাজার বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বিক্রি করে দেওয়ার বদলে সময় নিয়ে হোল্ডিংয়ের মূল্যায়ন করুন। তাঁদের কথায়, “যদি হাতে বড় কোম্পানির শেয়ার থাকে, তাহলে ধরে রাখাই উচিত। এতে লাভই হবে। স্বল্পমেয়াদি ঝড় ঠিক থেমে যাবে। তখন দাম ফের উঠবে। দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন।’’
advertisement
5/7
সম্পদ বরাদ্দ পর্যালোচনা: বিনিয়োগকারী কোথায় কত বিনিয়োগ করেছেন, মন্দার সময় তা খতিয়ে দেখতে হয়। শুধু একটা সেক্টরে বিনিয়োগ করা উচিত নয়। পোর্টফোলিওতে বৈচিত্র রাখতে হবে। স্টক বন্ড এবং মিউচুয়াল ফান্ডে ছড়িয়ে দিতে হবে বিনিয়োগ। এতে ঝুঁকি কমবে।
advertisement
6/7
মিউচুয়াল ফান্ড এবং বন্ড: লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডের সঙ্গে প্রযুক্তি, উৎপাদন এবং এফএমসিজি সেক্টর জুড়ে বিনিয়োগ করা উচিত। পিপিএফ এবং ন্যাশনাল পেনশন সিস্টেমের মতো নিশ্চিত রিটার্নের স্কিমে বিনিয়োগ করতে হবে।
advertisement
7/7
স্বল্পমেয়াদে নয় দীর্ঘমেয়াদে ভাবতে হবে: কোনও কোম্পানির দীর্ঘমেয়াদি বৃদ্ধির উপর ফোকাস করতে হয়। আর্থিক অবস্থা ভাল, ঋণের পরিমাণ কম মজবুত বাজার অবস্থান রয়েছে এমন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। ভারতীয় কোম্পানিগুলি মন্দার সময় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলেও মনে করেন আর্থিক বিশেষজ্ঞরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market Tips: শেয়ারে টাকা ঢালার আগে এই ৫ জিনিস মাথায় রাখতে হবে বিনিয়োগকারীদের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল