Share Market: চলতি বছরের শেষেই বাজার পড়বে? বড় ভবিষ্যদ্বাণী করলেন Mark Spitznagel, আগেও মিলিয়েছেন দু’বার
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
বিনিয়োগকারীরা বেজায় খুশি। মুনাফা পাচ্ছেন দু’হাতে। কিন্তু এই গতি কী ভবিষ্যতেও অব্যাহত থাকবে? না কি মুখ থুবড়ে পড়বে বাজার?
advertisement
1/6

চড়চড় করে উঠছে শেয়ার বাজার। শুধু ভারত নয়, গোটা বিশ্বেই এই ছবি। বিনিয়োগকারীরা বেজায় খুশি। মুনাফা পাচ্ছেন দু’হাতে। কিন্তু এই গতি কী ভবিষ্যতেও অব্যাহত থাকবে? না কি মুখ থুবড়ে পড়বে বাজার? শেয়ার বাজার কখন উঠবে, কখন পড়বে কেউ জানে না। এই নিয়ে সবসময়ই দোলাচলে থাকেন বিনিয়োগকারীরা। তবে একজন আছেন। Representative Image
advertisement
2/6
তিনি বাজার নিয়ে এর আগে দুবার ভবিষ্যদ্বাণী করেছিলেন। দু’বারই মিলে গিয়েছিল। এবার ফের মুখ খুলেছেন তিনি। ইউনিভার্সা ইনভেস্টমেন্টের সহ প্রতিষ্ঠাতা মার্ক স্পিটজনাগেল শেয়ার বাজারকে চেনেন হাতের তালুর মতো। তিনি বলছেন, বর্তমানে বাজার চলছে ‘গোল্ডিলক্স ফেজ’-এ। এর মানে হল, খুব বেশি লাভ বা খুব বেশি লোকসান হচ্ছে না। Representative Image
advertisement
3/6
আমেরিকার কেন্দ্রীয় ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভের সুদের হার কমানো এবং চিন ত্রাণ প্যাকেজ ইস্যু করায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাজার এই মুহূর্তে নতুন উচ্চতায় থাকলেও এই অবস্থা বেশিদিন চলবে না। এর আগে ২০০০ এবং ২০০৮ সালের মন্দা নিয়েও একেবারে সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। Representative Image
advertisement
4/6
স্পিটনাগেল স্পষ্ট বলেছেন, “বর্তমানে বাজার উঠছে বটে, কিন্তু তা অস্থায়ী। যে কোনও সময় মন্দা আঘাত করতে পারে। এবার বাজার যে ভাবে পড়বে তা হবে ঐতিহাসিক। ভবিষ্যতে মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হতে চলেছে। এটাকে এড়ানোর জন্য ফেড যে পদক্ষেপ করছে তা যথেষ্ট নয়।’’ Representative Image
advertisement
5/6
বাজারের বিপুল ক্ষতি এড়াতে বিনিয়োগকারীদের হেজ করার পরামর্শ দিয়েছেন তিনি। “তাঁরা চাইলে ‘বিমা’-এর মাধ্যমে এই পতন থেকে নিজেদের রক্ষা করতে পারেন।’’ কবে নাগাদ বাজার পড়বে? Representative Image
advertisement
6/6
স্পিটনাগেলের অনুমান, চলতি বছরের শেষ দিকে ‘গোল্ডিলক্স ফেজ’ থেকে বেরিয়ে ‘ব্ল্যাক সোয়ান টেরিটরি’-তে প্রবেশ করবে বাজার। এমন কিছু হতে চলেছে যা ভাবাও যায় না। কোভিড-১৯ মহামারীর সময়েও এমনটা ঘটেছিল। খুব পরিষ্কারভাবেই তিনি বাজারের বড় পতনের দিকে ইঙ্গিত করেছেন। যদিও আমেরিকান বাজার নিয়েই তাঁর এই ভবিষ্যদ্বাণী। কিন্তু ভারতের বাজারেও যে তার প্রভাব পড়বে বলাই বাহুল্য। Representative Image
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market: চলতি বছরের শেষেই বাজার পড়বে? বড় ভবিষ্যদ্বাণী করলেন Mark Spitznagel, আগেও মিলিয়েছেন দু’বার