Stock Market|Share Market Update: সোমবারে শেয়ার বাজারের লম্বা লাফ! বিনিয়োগকারীরা মালামাল সেনসেক্স ফের ৫৮ হাজার পার, নিফ্টিও দুরন্ত
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Share Market Update: সোমবারের সকালে বিনিয়োগকারীরা মালামাল হয়েছেন
advertisement
1/9

বিশ্বের শেয়ার বাজার এই মুহূর্তে ধুঁকছে কিন্তু ভারতীয় শেয়ার বাজার (Stock Market) এই মুহূর্তে একদম চনমনে আছে ৷ এই সপ্তাহের শুরুতেই ব্যাপক লাফ দিয়েছে শেয়ার বাজার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
বিশ্বের শেয়ার বাজার এই মুহূর্তে ধুঁকছে কিন্তু ভারতীয় শেয়ার বাজার (Stock Market) এই মুহূর্তে একদম চনমনে আছে ৷ এই সপ্তাহের শুরুতেই ব্যাপক লাফ দিয়েছে শেয়ার বাজার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
নিফটির সূচকও অত্যন্ত আশাজনক ৷ ৪৩ অঙ্কর বৃদ্ধির সঙ্গে সঙ্গে হয়েছে ১৭,৩৩০ একলাফে ৷ সোমবার সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই বিক্রির পরিস্থিতি হয়েছে ৷ একটু পরেই বাজার সামলে ওঠে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
সকাল ৯.২৬ মিনিটে সেনসেক্স ৯৬ অঙ্ক বেড়ে ৫৭,৯৫৯ হয়েছে ট্রেডিং ও করেছে ৷ যেখানে নিফ্টি ৩১ অঙ্ক বেড়ে ১৭,৩১৮-তে ট্রেডিং করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এই বাজারে বেশি কিছু শেয়ারের রকেট উত্থান হয়েছে ৷ দারুণ লাভের মুখ দেখেছে অটো ও আইটি সংস্থা ৷ এরমধ্যে Hindalco Industries, Maruti Suzuki, Infosys, Wipro ও Coal India-র শেয়ার জবরদস্ত লাফ দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
বেশ কিছু শেয়ার যেমন Asian Paints, Grasim Industries, M&M, IOC ও Britannia Industries-এর শেয়ার পড়েছে ৷ মারুতির শেয়ারের দাম বেড়েছে ৷ জাপানি সংস্থা সুজুকি ভারতীয় বাজারে ই-গাড়ির জন্য ১০ হাজার কোটি টাকা বেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এছাড়াও রুচি সয়া শুরুর দিকে ভাল পারফর্ম করেছে ৷ রুচি সয়া ২৪ মার্চ আইপিও বাজারে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে ৷ রাশিয়া ইউক্রেনের যুদ্ধের মধ্যে লাগাতার বিশ্বের শেয়ার বাজারে ধস নেমেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এরই মাঝে এশিয়ার শেয়ার বাজারের জন্য সোমবার সকাল অত্যন্ত ভাল ছিল ৷ ভারতীয় শেয়ার বাজার ছাড়াও সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ ০.৭৬ শতাংশ লাফ দিয়েছে শেয়ার বাজার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
যেখানে তাইওয়ান ০.৬৪ শতাংশ বৃদ্ধির দিয়ে কারবার করেছে ৷ অন্যদিকে দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজার ০.২৭ শতাংশ পড়েছে ৷ কিন্তু চিনের সংহাই কম্পোজিট ০.১৪ বৃদ্ধি দিয়ে বাজার শুরু করেছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Stock Market|Share Market Update: সোমবারে শেয়ার বাজারের লম্বা লাফ! বিনিয়োগকারীরা মালামাল সেনসেক্স ফের ৫৮ হাজার পার, নিফ্টিও দুরন্ত