Dolly Khanna Stock|Multibagger Stock: ডলি খান্না পোর্টফোলিও-এর এই শেয়ারের কাঁপানো রিটার্ন! ৪,১০০% বৃদ্ধিতে মালামাল হওয়া সময়ের অপেক্ষা
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Dolly Khanna Stock|Multibagger Stock|Share Market News|Latest Share Market News|Stock Market News|National Stock Exchange|Bombay Stock Exchange|Nitin Spinner's Share: ডলি খান্নার এই শেয়ার বিগত ৬ মাসে শেয়ার হোল্ডারদের মালামাল করেছে
advertisement
1/9

ভারতীয শেয়ার বাজার (Latest Share Market News) বর্তমানে রেকর্ড উচ্চতায় চলছে ৷ এই সময়েই বিশেষজ্ঞরা বলছেন অত্যন্ত সতর্ক হয়ে বিনিয়োগ করতে হবে ৷ চেন্নাইয়ের বিনিয়োগকারীরা কম দামে বিনিয়োগের দিকে বেশি পরিমাণে ঝুঁকে থাকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
দীর্ঘ মেয়াদি বিনিয়োগেই ভাল রিটার্ন পায়া সম্ভব ৷ নীতিন স্পিনার্স শেয়ার ডলি খান্নার পোর্টফোলিও (Dolly Khanna Portfolio)-তে ২০২১ সালের মাল্টি ব্যাগার শেয়ারের (Latest Stock Market News) মধ্যে অন্যতম ৷ শেয়ার হোল্ডারদের দারুণ রিটার্নের ইতিহাস রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
ডলি খান্নাকে এই স্টকে (Bombay Stock Exchange) বিগত ৬ মাসে শেয়ার হোল্ডারদের পয়সা ডবল হয়েছে ৷ এক বছর বা দেড় বছরে টাকা পয়সা দ্বিগুণ বা তিনগুণ হয়েছে ৷ যেখানে বিগত ১০ বছরে শেয়ার দাম হু হু করে বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
২০১১ সালে NSE (National Stock Exchange) যে শেয়ারের দাম ছিল সেটি বেড়ে ২৫৯.৪০ টাকা শেয়ার প্রতি হয়েছে ৷ NSE-তে ১৮ নভেম্বর ২০২১ বন্ধ শেয়ার ৪১০০ শতাংশ রিটার্ন পেয়েছেন বিনিয়োগকারীরা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
এই মাল্টিব্যাগার শেয়ারের (Multibagger share) দামের ইতিহাসে একমাসে শেয়ারের দাম ২২৭ টাকা থেকে বেড়ে ২৫৯.৪০ টাকা হয়েছে ৷ এই সময়ে ১৪ শতাংশ বেড়েছে শেয়ারের দাম ৷ ৬ মাসে ডলি খান্নার (Dolly Khanna share) শেয়ারের দাম বেড়ে ১২০ টাকা থেকে বেড়ে ২৫৯.৪০ টাকা হয়েছে ৷ শেয়ার হোল্ডারেরা ১১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
৭২ টাকা থেকে শেয়ারের দাম বেড়ে ২৫৯.৪০ টাকা হয়েছে ৷ এই মাল্টি ব্যাগার স্টক ২৬০ টাকার রিটার্ন ২০২১-এ ২৬০ শতাংশ রিটার্ন করা হয়েছে ৷ বিগত এক বছরে নীতিন স্পিনার্স শেয়ারের (Nitin Spinner's Share) দাম ৪৯.৫৫ টাকা বেড়েছে ২৫৯.৪০ টাকা শেয়ার প্রতি হয়েছে ৷ এই সময়ে প্রায় ৪২৫ শতাংশ বেড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
এই রকমের বিগত পাঁচ বছরে খান্না শেয়ার ৭০ টাকা থেকে বেড়ে ২৫৯.৪০ টাকা হয় ৷ যাতে প্রায় ২৮০ শতাংশ শেয়ারে রিটার্ন পাওয়া গিয়েছে ৷ বিগত ১০ বছরে শেয়ারের দাম ৬.২০ টাকা থেকে বেড়ে ২৫৯.৪০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
এই সময়ে এই শেয়ারের দাম বেড়েছে ৪১ গুণ ৷ জুলাই থেকে সেপ্টেম্বর ২০২১ এই ত্রৈমাসিকে নীতিন স্পিনার্সের শেয়ার হোল্ডিং-এর প্যাটার্ন অনুযায়ী স্টক ১.২৪ শতাংশ থেকে বেড়ে ১.৬৪ শতাংশ হয়েছে ৷ ডলি খান্না নিজের স্টককে ১.২৪ শতাংশ থেকে বৃদ্ধি করে ১.৬৪ শতাংশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
Q2 FY22 সংস্থার প্যাটার্ন অনুযায়ী ডলি খান্নার কাছে সংস্থার শেয়ার ৯,২৩,৩৭৩ কম্পানির ১.৬৪ শতাংশ সংস্থার শেয়ার ৷ যেখানে এপ্রিল থেকে জুন ২০২১ সংস্থার হোল্ডিং ক্যাপিট্যাল ৬,৯৫,০৯৫ শেয়ার সংস্থা, কম্পানির মোট পেডআপ ক্যাপিট্যাল ১.২৪ শতাংশ ছিল ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Dolly Khanna Stock|Multibagger Stock: ডলি খান্না পোর্টফোলিও-এর এই শেয়ারের কাঁপানো রিটার্ন! ৪,১০০% বৃদ্ধিতে মালামাল হওয়া সময়ের অপেক্ষা