Share Market Investment: মাত্র ৩০ টাকার শেয়ার কিনে বিপুল টাকা রিটার্ন পেতে পারেন ! জেনে নিন কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Share Market Investments: সব শেয়ারই ওএফএস-এর মাধ্যমে ইস্যু করা হচ্ছে। মোট শেয়ারের সংখ্যা ৭০.২২ কোটি।
advertisement
1/5

পকেটে ৩০ টাকা আছে? তাহলেই হবে। শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন যে কেউ। মঙ্গলবার এই দামেই আইপিও নিয়ে এসেছে সেজিলিটি ইন্ডিয়া। এর জন্য ৭ নভেম্বর পর্যন্ত বিড করতে পারবেন বিনিয়োগকারীরা। সেজিলিটি ইন্ডিয়ার ইস্যু সাইজ ২১০৬.৬০ কোটি টাকা। সব শেয়ারই ওএফএস-এর মাধ্যমে ইস্যু করা হচ্ছে। মোট শেয়ারের সংখ্যা ৭০.২২ কোটি।
advertisement
2/5
একটি লটে ৫০০টি শেয়ার রয়েছে। যা কিনতে গেলে মোট ১৫ হাজার টাকা খরচ করতে হবে। একজন বিনিয়োগকারী যদি সেজিলিটি ইন্ডিয়া-এরআইপিওতে বিনিয়োগ করতে চান, তাহলে কমপক্ষে একটা লট তাঁকে কিনতেই হবে। খুচরো বিনিয়োগকারীরা সর্বাধিক ১৩টি লট কিনতে পারবেন বলে জানা গিয়েছে। শেয়ার অ্যালটমেন্ট হবে ৮ নভেম্বর। ১২ নভেম্বর লিস্টিং হতে পারে।
advertisement
3/5
সেজিলিটি ইন্ডিয়ার কর্মীদের জন্য বিশেষ ছাড় দিচ্ছে কোম্পানি। তাঁরা যদি আইপিও কিনতে চান, ২ টাকা ছাড় পাবেন। তাছাড়া শুধু কর্মীদের জন্য ১৯ লক্ষ শেয়ার রাখা হয়েছে। পাশাপাশ পাবলিক অফারের ৭৫ শতাংশ যোগ্য সংস্থা ক্রেতাদের জন্য, ১০ শতাংশ রিটেইল ইনভেস্টরদের জন্য এবং বাকি ১৫ শতাংশ নন-ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য সংরক্ষিত। সাবস্ক্রিপশনের প্রথম দিন দুপুর সাড়ে ৩টে পর্যন্ত ইস্যুর ২০ শতাংশ বুক হয়ে গিয়েছে বলে খবর। খুচরো ক্যাটেগরিতে ভাল সাড়া পেয়েছে কোম্পানি। এনআইআই ক্যাটেগরিতে ভালই বুকিং হয়েছে।
advertisement
4/5
সেজিলিটি ইন্ডিয়া মূলত স্বাস্থ্যসেবা সলিউশন সরবরাহ করে। প্রায় সব গ্রাহকই আমেরিকার। হাসপাতাল এবং মেডিক্যাল ডিভাইস কোম্পানিগুলিকে টেকনোলজি সলিউশনও দেয় তারা। জুন ২০২৪-এ শেষ হওয়া ত্রৈমাসিকে কোম্পানির লাভ কমেছে ৪৭.৫ শতাংশ। এর মূল কারণ অপারেটিং মার্জিনে ঘাটতি এবং উচ্চ ট্যাক্স। তবে কোম্পানির রাজস্ব ৯.৬ শতাংশ বেড়ে ১,২২২.৩ কোটি টাকা হয়েছে। ২০২৪ অর্থবর্ষে কোম্পানির মোট রাজস্ব ছিল ৪৭৮১.৫ কোটি টাকা এবং প্রফিট আফটার ট্যাক্স ছিল ২২৮.২৭ কোটি টাকা।
advertisement
5/5
বিশেষজ্ঞরা কী বলছেন: সেজিলিটি ইন্ডিয়ার আইপিও নিয়ে বাজার বিশেষজ্ঞরা দ্বিধাবিভক্ত। কারণ পুরো শেয়ারই ওএফএস-এর মাধ্যমে ইস্যু করা হবে। একই সঙ্গে এর ভ্যালুয়েশন লেভেলও অনেক বেশি বলে মনে করছেন অনেকেই। স্বস্তিকা ইনভেস্টমার্ট-এর পরামর্শ হল, মার্কিন মুলুকের স্বাস্থ্য খাত কেন্দ্রিক কোম্পানি হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল কোম্পানির উপর প্রভাব ফেলতে পারে। আবার মাস্টার ক্যাপিটালস সার্ভিস অনুযায়ী, কোম্পানির গভীর, দীর্ঘমেয়াদি এবং বিস্তৃত গ্রাহক রয়েছে। এই কারণেই দীর্ঘমেয়াদে বিনিয়োগ হিসাবে এই কোম্পানির আইপিওতে বিনিয়োগ করতে পারেন বিনিয়োগকারীরা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market Investment: মাত্র ৩০ টাকার শেয়ার কিনে বিপুল টাকা রিটার্ন পেতে পারেন ! জেনে নিন কী করতে হবে