TRENDING:

Share Market Fall: শেয়ার বাজারে ধস, ১,৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর হুঁশিয়ারির পরই বাজারে হাহাকার

Last Updated:
Share Market Fall: এদিন বিএসই সেনসেক্সে ১,৪০০ পয়েন্টের বেশি পতন হয়। নেমে যায় ৭৬,১০০-এর নীচে। নিফটি ৫০ সূচক ২৩,২০০-এর নীচে নেমে আসে দুপুর ১:০৪ নাগাদ।
advertisement
1/7
শেয়ার বাজারে ধস, ১,৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স !
ফের হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। মঙ্গলবার সব বেঞ্চমার্ক সূচকই নিম্নমুখী। বিশেষ করে ব্যাঙ্কিং এবং আইটি শেয়ারে সবচেয়ে বড় পতন দেখা গিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা ট্যারিফ ঘোষণার কারণেই বাজারের এই দশা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
2/7
এদিন বিএসই সেনসেক্সে ১,৪০০ পয়েন্টের বেশি পতন হয়। নেমে যায় ৭৬,১০০-এর নীচে। নিফটি ৫০ সূচক ২৩,২০০-এর নীচে নেমে আসে দুপুর ১:০৪ নাগাদ। আইসিআইসিআই সিকিউরিটিজের মতে, “মার্কিন সরকারের শুল্ক-সংক্রান্ত নীতিগত পরিবর্তনের কারণে ত্রৈমাসিকের শেষ তিন সপ্তাহ ধরে অনিশ্চয়তা চলছে। বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে এর প্রভাব পড়তে পারে।“
advertisement
3/7
আইটি সেক্টরে সবচেয়ে বেশি পড়েছে ইনফোসিসের শেয়ার। ২.৮৬ শতাংশ কমে দাম ১,৫২৫ টাকায় নেমে এসেছে। তালিকায় এইচসিএল টেক, টিসিএস, ও টেক মাহিন্দ্রাও রয়েছে। এই সব শেয়ার ২.৪ শতাংশ পর্যন্ত কমেছে।
advertisement
4/7
ব্যাঙ্কিং সেক্টরেও বড় পতন দেখা গিয়েছে। এইচডিএফসি ও অ্যাক্সিস ব্যাঙ্কের শেয়ার ২.৩ শতাংশ পড়েছে। ব্যাঙ্কিং শেয়ারকে "নিরাপদ বিনিয়োগ" হিসাবে ধরা হচ্ছিল, কিন্তু বর্তমানে সেখানেই চূড়ান্ত টালমাটাল। কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের মতে, ঋণের গুণগত মান সংক্রান্ত উদ্বেগ তুলনামূলকভাবে কম, কারণ অনিরাপদ ঋণ বিভাগে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে।অন্যদিকে, বাজাজ ফাইন্যান্স ও বাজাজ ফিনসার্ভ ২ শতাংশ পর্যন্ত কমেছে। এছাড়া, সান ফার্মাও ১.৭৬ শতাংশ কমে ১,৭০৪ টাকায় নেমে এসে সেনসেক্সের অন্যতম দুর্বল পারফর্মিং শেয়ারে পরিণত হয়েছে।
advertisement
5/7
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ হিসেবে পালন করা হবে। ওই দিন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর রেসিপ্রোকাল ট্যারিফে আরোপ করবে। এই সিদ্ধান্ত বাজারে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে ভারতীয় ওষুধ কোম্পানিগুলোর উপর বড় খাঁড়ার কোপ নেমে আসতে পারে বলে অনুমান করছেন অনেকে।
advertisement
6/7
নোমুরার মতে, ইতিমধ্যেই ভারতীয় ফার্মা স্টকগুলোর পতন শুরু হয়েছে। বিনিয়োগকারীরা আশঙ্কা করছেন, যদি জেনেরিক ওষুধ নির্মাতা কোম্পানিগুলো নতুন শুল্কের প্রভাব সামলাতে না পারে, তাহলে তাদের আয় মারাত্মকভাবে কমতে পারে। জিওজিত ইনভেস্টমেন্টের ভিকে বিজয়কুমার বলেছেন, "বিশ্ববাজার এখন ট্রাম্পের শুল্ক ঘোষণার বিস্তারিত জানার অপেক্ষায় রয়েছে। যদি শুল্ক খুব কঠোর হয়, তাহলে বাজারে আরও বড় পতন আসতে পারে। তাই স্পষ্ট ছবি না পাওয়া পর্যন্ত বিনিয়োগকারীদের অপেক্ষা করতে হবে।“
advertisement
7/7
উল্লেখ্য, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর (এফআইআই) ২৮ মার্চ নেট সেলার ছিল, তারা ৪,৩৫২ কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করেছে। অন্য দিকে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর (ডিআইআই) দ্বিতীয় দিনও ক্রয়ের ধারা অব্যাহত রেখেছে, তারা ৭,৬৪৬ কোটি টাকা মূল্যের শেয়ার কিনেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Share Market Fall: শেয়ার বাজারে ধস, ১,৪০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফ বসানোর হুঁশিয়ারির পরই বাজারে হাহাকার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল