TRENDING:

প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কগুলিতে FD করালে সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি পেয়ে যাবেন বেশি লাভ

Last Updated:
Fixed Deposit: প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই নিয়ে এসেছে ‘উইকেয়ার ডিপোজিট’ স্পেশ্যাল এফডি স্কিম ৷
advertisement
1/5
এই ব্যাঙ্কগুলিতে FD করালে সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি পেয়ে যাবেন বেশি লাভ
আপনিও কী সুরক্ষিত বিনিয়োগের জন্য ফিক্সড ডিপোজিটকে সেরা অপশন মনে করেন ? তাহলে এই খবরটি আপনার কাজে আসবে ৷ SBI, HDFC, ICICI ও ব্যাঙ্ক অফ বরোদা সিনিয়র সিটিজেনদের জন্য মে ২০২০ থেকে একটি বিশেষ পরিষেবা নিয়ে এসেছে যার মাধ্যমে মার্চ ২০২২ পর্যন্ত বেশি সুদের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে ৷
advertisement
2/5
প্রবীণ নাগরিকদের জন্য এসবিআই ‘উইকেয়ার ডিপোজিট’ স্পেশ্যাল এফডি স্কিম নিয়ে এসেছে ৷ এর জেরে মার্চ ২০২২ পর্যন্ত বেশি সুদের সুবিধা পাবেন গ্রাহকরা ৷ আম জনতার জন্য লাগু রেট থেকে এখানে ৮০ বেসিস পয়েন্ট বেশি মিলবে ৷ সিনিয়র সিটিজেনরা এই স্পেশ্যাল স্কিমে এফডি করালে পেয়ে যাবেন ৬.২০ শতাংশ সুদ ৷
advertisement
3/5
SBI ‘Wecare Deposit’ এ প্রবীণ নাগরিকরা ৫ বছর বা তার বেশি সময়ের জন্য জমা টাকায় ৩০ বেসিস পয়েন্টের অতিরিক্ত প্রিমিয়াম ইন্টারেস্ট পেয়ে থাকেন ৷ ৫ বছরের কম ডিপোজিটে আম জনতার তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ পাওয়া যায় ৷ ৫ বছরের বেশি ডিপোজিটের ক্ষেত্রে আম জনতার থেকে ০.৮০ শতাংশ (০.৫০ +০.৩০)বেশি সুদ পাওয়া যায় ৷
advertisement
4/5
এইচডিএফসি ব্যাঙ্ক সিনিয়র সিটিজেন কেয়ার (HDFC Senior Citizen Care) নিয়ে এসেছে ৷ ব্যাঙ্ক এই ডিপোজিটে ০.৭৫ শতাংশ বেশি সুদ দিচ্ছে ৷ কোনও প্রবীণ নাগরিক HDFC ব্যাঙ্কের সিনিয়র সিটিজেন কেয়ার এফডি-তে ফিক্সড ডিপোজটি করালে পেয়ে যাবেন ৬.২৫ শতাংশ সুদ ৷
advertisement
5/5
ICICI ব্যাঙ্ক সিনিয়র সিটিজেনদের জন্য নিয়ে এসেছে ICICI Bank Golden Years স্কিম ৷ ব্যাঙ্ক এই স্কিমে ০.৮০ শতাংশ বেশি সুদ দিচ্ছে ৷ এখানে প্রবীণ নাগরিকরা ৬.৩০ শতাংশ সুদ পেয়ে যাবেন ৷ এই স্কিমের সুবিধা ৮ এপ্রিল ২০২২ পর্যন্ত নেওয়া যাবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রবীণ নাগরিকরা এই ব্যাঙ্কগুলিতে FD করালে সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি পেয়ে যাবেন বেশি লাভ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল