TRENDING:

Senior Citizen FD Rates: প্রবীণ নাগরিকদের ম্যাজিক FD! সুরক্ষিত টাকার সঙ্গে তাগড়া রিটার্ন, উৎসবের পরশুমে পরপর ধামাকা

Last Updated:
Senior Citizen FD Rates: প্রবীণ নাগরিকদের জন্য দুরন্ত ফিক্সড ডিপোজিট, নিশ্চিত টাকা দারুণ রিটার্ন
advertisement
1/14
প্রবীণ নাগরিকদের ম্যাজিক FD! সুরক্ষিত টাকার সঙ্গে তাগড়া রিটার্ন,উৎসবের পরশুমে পরপর ধামাকা
সিনিয়র সিটিজেন বা প্রবীণ নাগরিকদের জন্য রিটার্নে গ্যারান্টি একই সঙ্গে ভাল অঙ্কের সুদ এই প্রাপ্তির জন্য বেশিরভাগ প্রবীণ নাগরিকেরা এফডির দিকে ঝোঁকেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/14
এর মধ্যে বেশিরভাগ মানুষেরা ব্যাঙ্কে এফডি করে থাকে ৷ তাঁরা ভাল অঙ্কের টাকার এফডি করেন কিন্তু উপযুক্ত হারে সুদ পান না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/14
এই অবস্থায় দেশের কয়েকটি স্মল ব্যাঙ্কের এফডিতে আকর্ষণীয় হারে সুদ আছে ৷ দেখানে অত্যন্ত ভাল বা হাই রিটার্ন পাওয়া যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/14
বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন রকমের সুদ রয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য ৷ সুদের হার ৮.২ শতাংশ হারে ৷ তবে এই এফডি ৩ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেই বিশেষ সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/14
এবার দেখে নিন দেশের সেরা ৮ স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সুদের হার রিটার্ন সহ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/14
AU স্মল ব্যাঙ্কের এফডি প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার ৭.৬ শতাংশ ৷ এই রেট ২ বছর ১ দিনের জন্য ৩ বছরের বিনিয়োগে পাওয়া যাবে ৷ ৩ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে এই রেট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/14
উৎকর্ষ (Utkarsh Small Finance Bank FD Rates), ব্যাঙ্কের পক্ষ থেকে ২ থেকে ৩ বছরের অবধিতে সুদের হার ৮.১৫ শতাংশ ৷ যা গত ২৫ জুলাই ২০২৫ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/14
ইএএসএএফ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (ESAF Small Finance Bank FD Rates) ৪৪৪ দিনের এফডিতে সাধারণ নাগরিকদের জন্য সুদ ৭.৬ শতাংশ ৷ প্রবীণ নাগরিকদের জন্য ৫০ বেসিস পয়েন্ট বেড়ে ৮.১ শতাংশ হারে সুদ ৷ যা বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত লোভনীয় একটি অপশন এই সুদের হার ১৮ জুন থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/14
জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank FD Rates), ২-৩ ও ৫ বছরের এফডিতে সুদের হার ৮ শতাংশ ৷ নতুন এই হার ১৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/14
শিবালিক স্মল সেভিংস ফাইন্যান্স (Shivalik Small Finance Bank FD Rates) ১৮ মাস থেকে ২৪ মাসের অবধিতে সুদের হার ৭.৮ শতাংশ, ১৮ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে সুদের নতুন হার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/14
স্লাইস স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Slice Small Finance Bank FD Rates) ১৮ মাস ১ দিন থেকে ১৮ মাস ২ দিনের অবধিতে সুদের হার ৭.৭ শতাংশ ৷ নতুন দর ১৭ সেপ্টেম্বর ২০২৫ থেকে কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/14
সূর্যদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক (Suryoday Small Finance Bank FD Rates) এফডিতে সুদের হার সব থেকে বেশি ৮.৪ শতাংশ, নতুন সুদের হার ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/14
উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে (Ujjivan Small Finance Bank FD Rates) ২ বছরের অবধিতে ২ বছরের অবধিতে সুদের হার ৭.৪৫ শতাংশ , প্রবীণ নাগরিকদের জন্য অতিরিক্ত ০.৫ শতাংশ হারে সুদ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/14
সুদের হার ৭.৯৫ হারে সুদ, গত ৫ অগাস্ট ২০২৫ থেকে নতুন সুদের কার্যকর হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Senior Citizen FD Rates: প্রবীণ নাগরিকদের ম্যাজিক FD! সুরক্ষিত টাকার সঙ্গে তাগড়া রিটার্ন, উৎসবের পরশুমে পরপর ধামাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল