৪০৫ কোটি টাকার আইপিও নিয়ে এল SENCO, আপনি কিনেছেন? হাতে মাত্র ২ দিন সময়!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
৪০৫ কোটি টাকার আইপিও নিয়ে এল সেনকো গোল্ড। ৬ জুলাই পর্যন্ত সাবস্ক্রিপশন করা যাবে।
advertisement
1/10

৪০৫ কোটি টাকার আইপিও নিয়ে এল সেনকো গোল্ড। ৬ জুলাই পর্যন্ত সাবস্ক্রিপশন করা যাবে। শেয়ার প্রতি প্রাইস ব্র্যান্ড ৩০১-৩১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। জানা গিয়েছে, আইপিও-র একটি লটে ৪৭টি শেয়ার পাওয়া যাবে। সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১৪,৮৯৯ টাকা।
advertisement
2/10
প্রসঙ্গত, সেনকো গোল্ডের শেয়ারের গ্রে মার্কেট প্রিমিয়াম ৩৮.৪৯ শতাংশ বেড়েছে।
advertisement
3/10
৪০৫ কোটি টাকার মধ্যে ২৭০ কোটি টাকা নতুন ইস্যু এবং ১৩৫ কোটি টাকা ওএফএস বা অফার ফর সেল-এর মাধ্যমে। জানা গিয়েছে, ১১ জুলাই শেয়ার বরাদ্দ করা হবে। শেয়ারের ক্রেডিট হবে ১৩ জুলাই।
advertisement
4/10
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মণ্ডসের শেয়ার শুক্রবার অর্থাৎ ১৪ জুলাই এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে বলে আশা করা হচ্ছে। মোট ৯,৯০,১০২টি শেয়ারের বিড সহ ইস্যুটি এখন পর্যন্ত ০.১১ বার বুক করা হয়েছে। খুচরা বিনিয়োগকারীরা ০.১৯ বার সাবস্ক্রাইব করেছেন। NII অংশটি ০.০৪ বার সাবস্ক্রাইব করা হয়েছে।
advertisement
5/10
বিশ্লেষক নির্মল ব্যাঙ দীর্ঘমেয়াদে সেনকোতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘পিই বিনিয়োগকারীদের প্রেক্ষাপট শক্তিশালী। বৃদ্ধির প্রবণতাও ভাল। কোম্পানির আর্থিক ট্র্যাক রেকর্ডও নজরকাড়া।
advertisement
6/10
সবমিলিয়ে সেনকোর শেয়ারে বিনিয়োগ করাই যায়’। তবে কিছু নেতিবাচক দিকের কথাও তুলে ধরেছেন তিনি।
advertisement
7/10
নির্মলের কথায়, ‘সোনা এবং হিরের ব্যবসায় প্রতিযোগিতা বেশি। উত্তর-পূর্ব ভারতে এই মুহূর্তে ভারি নির্মাণ কাজ চলছে। এর সঙ্গে, কোম্পানির ঋণ গত ২ বছরে ৫৩০ কোটি টাকা থেকে বেড়ে ১১৭৭ কোটি টাকা হয়েছে। এগুলোও মাথায় রাখতে হবে’।
advertisement
8/10
দেশ জুড়ে জুয়ালারির খুচরো ব্যবসায় সেনকো প্রতিষ্ঠিত নাম। ৫০ বছরেরও বেশি সময় ধরে কোম্পানি ব্যবসা করছে। পূর্ব ভারতের বৃহত্তম সংগঠিত জুয়েলারি খুচরো বিক্রেতা তারাই।
advertisement
9/10
সেনকো সোনা এবং হিরের গয়নার পাশাপাশি রুপো, প্ল্যাটিনাম, মূল্যবান পাথর এবং অন্যান্য ধাতুর গয়না বিক্রি করে। দেশের ১৩টি রাজ্য এবং ৯৬টি শহরে সেনকোর শোরুম রয়েছে।
advertisement
10/10
ডিএইচআরপি ফাইলিং অনুসারে, কোম্পানির ৬৩ শতাংশ শোরুম পশ্চিমবঙ্গে। ২০২৩ সালের মার্চ পর্যন্ত তাদের মোট শোরুমের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৬টি, এর মধ্যে ৬১টি ফ্র্যাঞ্চাইড শোরুম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৪০৫ কোটি টাকার আইপিও নিয়ে এল SENCO, আপনি কিনেছেন? হাতে মাত্র ২ দিন সময়!