Second Hand Bike Business Ideas: সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসায় বাজিমাত! অল্প পুঁজিতে স্বনির্ভর হওয়ার সহজ দিশা, মেনে চলুন এই জরুরি নিয়মগুলি
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Second Hand Bike Business Ideas: অল্প পুঁজিতে স্বনির্ভর হতে চান? সেকেন্ড হ্যান্ড বাইক ব্যবসা হতে পারে আয়ের সেরা মাধ্যম। জানুন কীভাবে এই ব্যবসায় দ্রুত উন্নতি করবেন
advertisement
1/7

অল্প পুঁজিতে স্বনির্ভর হতে আরও বেশি লাভজনক হতে পারে সেকেন্ড হ্যান্ড বাইক ব্যবসা! সঠিক নিয়মে এই ব্যবসায় ভাল আয়ের সুযোগ। সঠিক নিয়ম মেনে চললে, ক্রেতা-বিক্রেতা উভয়ে আসবেন দূর-দূরান্ত থেকে এমনই অবজ্ঞতা জানালেন, এক ব্যবসায়ী। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
advertisement
2/7
মাত্র ২-৪ টি বাইক নিয়ে কাজ শুরু করতে পারেন। সঠিক পথে এই ব্যবসায় অল্প দিনে আশার আলো দেখাতে পারে। জেলায় এই ব্যবসায় বহু উদ্যোগী সঠিক পথ অবলম্বন করে সফলতা পেয়েছেন।
advertisement
3/7
অনেকেই সঠিক পন্থা না জেনে এই ব্যবসা বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারেন নি। কয়েকটি জিনিস বা নিয়ম জানলেই সেকেন্ড হ্যান্ড বাইক ব্যবসা অনেক বেশি নির্ভরযোগ্য হতে পারে।
advertisement
4/7
ব্যবসায়ী মুজিবর মল্লিক জানাচ্ছেন, বাইক কেনা ও বেচার মধ্য বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে ব্যবসা করলে মিলতে পারে সফলতা। যেমন বাইক নেওয়ার পর ইঞ্জিন চেকআপ গাড়ির কন্ডিশন বোঝার অভিজ্ঞতা। গাড়ি কেনার পর বিক্রির আগে, পুরানো গাড়ি মডিফিকেশন প্রয়োজন।
advertisement
5/7
এছাড়াও সময় এবং চাহিদা অনুযায়ী গাড়ি কেনা বেচা করতে হবে। একই সঙ্গে গাড়ির সঠিক দাম নির্ধারণ প্রয়োজন। বর্তমান সময়ে সব থেকে বেশি চাহিদার গাড়ি গুলি হল ১০০, ১১০,১২৫, ১৬০ সি সি'র গাড়ি।
advertisement
6/7
বাইক সম্বন্ধে প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজন সেই সঙ্গে সেকেন্ডে হ্যান্ড বাইক কেনা বেচার ব্যবসায় সব থেকে গুরুত্ব পূর্ণ হল, ডকুমেন্ট মেনটেন। গাড়ির ১৫ বছরের মধ্যে সিএফ আপডেট গাড়ি ক্রয় করতে হবে।
advertisement
7/7
সেকেন্ডে হ্যান্ড বাইক কেনা-বেচার ক্ষেত্রে ব্লু বুক, ট্যাক্স টোকেন, সেলস্ লেটার, ফার্স্ট পার্টি পরিচয় পত্র, নো অবজেকশন সার্টিফিকেট। এছাড়াও ক্রেতার ডকুমেন্ট রিসিভের মাধ্যমে ঝুঁকি এড়ান যায়। তাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়েই সুরক্ষিত থাকতে পারে। একই সঙ্গে ব্যবসায় বিশ্বস্ততা বাড়ে বলেই জানান, জগৎবল্লভপুর মুন্সীরহাট সংলগ্ন অভিজ্ঞ ব্যবসায়ী মুজিবর মল্লিক। (ছবি ও তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Second Hand Bike Business Ideas: সেকেন্ড হ্যান্ড বাইকের ব্যবসায় বাজিমাত! অল্প পুঁজিতে স্বনির্ভর হওয়ার সহজ দিশা, মেনে চলুন এই জরুরি নিয়মগুলি