SCSS vs FD, সিনিয়র সিটিজেনদের জন্য কোনটি ভাল? দেখে নিন সুদের হার
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সিনিয়র সিটিজেনদের জন্য SCSS ও FD দু’টিই জনপ্রিয় বিনিয়োগ বিকল্প। কিন্তু সুদের হার, নিয়মিত আয় ও ট্যাক্স সুবিধার দিক থেকে কোনটি বেশি লাভজনক? তুলনা করে দেখে নিন।
advertisement
1/9

সিনিয়র সিটিজেনদের জন্য নিরাপদ ও নিশ্চিত আয়ের বিনিয়োগ খুঁজতে গেলে দু’টি নাম সবার আগে আসে—Senior Citizens Savings Scheme (SCSS) এবং Fixed Deposit (FD)। কিন্তু এই দু’টির মধ্যে কোনটি বেশি লাভজনক? সুদের হার, মেয়াদ, ট্যাক্স সুবিধা ও নমনীয়তার দিক থেকে কোনটা এগিয়ে? চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক।
advertisement
2/9
SCSS বনাম FD: সিনিয়র সিটিজেনদের জন্য তুলনামূলক বিশ্লেষণয১. সুদের হার (Interest Rate)SCSS: সাধারণত ব্যাঙ্ক FD-র তুলনায় বেশি সুদ দেয়। সরকার নির্ধারিত হওয়ায় সুদের হার তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে এবং ত্রৈমাসিক ভিত্তিতে সুদ পাওয়া যায়।
advertisement
3/9
FD: ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভর করে সুদের হার ভিন্ন হয়। সিনিয়র সিটিজেনদের জন্য সাধারণ FD-র চেয়ে কিছুটা বেশি সুদ দেওয়া হলেও, বেশিরভাগ ক্ষেত্রে SCSS-এর থেকে কমই থাকে।
advertisement
4/9
২. বিনিয়োগের মেয়াদ (Tenure)SCSS: মেয়াদ ৫ বছর। চাইলে আরও ৩ বছর বাড়ানো যায়।FD: ৭ দিন থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের FD করা যায়।
advertisement
5/9
৩. বিনিয়োগের সীমাSCSS: সর্বনিম্ন ১,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ নির্দিষ্ট সীমা পর্যন্ত বিনিয়োগ করা যায় (সরকার নির্ধারিত সীমা)।FD: বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা নেই (ব্যাঙ্কভেদে আলাদা হতে পারে)।
advertisement
6/9
৪. নিয়মিত আয়ের সুবিধাSCSS: ত্রৈমাসিক সুদ পাওয়া যায়, যা অবসরপ্রাপ্তদের নিয়মিত খরচ চালাতে খুবই সহায়ক।FD: মাসিক, ত্রৈমাসিক বা মেয়াদ শেষে সুদ নেওয়ার অপশন থাকে, তবে সব ব্যাঙ্কে সব অপশন নাও থাকতে পারে।
advertisement
7/9
৫. ট্যাক্স সুবিধাSCSS: আয়কর আইনের 80C ধারায় করছাড়ের সুবিধা পাওয়া যায় (নির্দিষ্ট সীমার মধ্যে)। তবে সুদের উপর ট্যাক্স প্রযোজ্য।FD: শুধুমাত্র Tax Saving FD হলে 80C সুবিধা মেলে, সাধারণ FD-তে নয়। সুদের উপর ট্যাক্স প্রযোজ্য।
advertisement
8/9
৬. নিরাপত্তাSCSS: সম্পূর্ণ সরকারি স্কিম, ঝুঁকি একেবারেই নেই।FD: ব্যাঙ্ক নিরাপদ হলেও সরকারি স্কিমের তুলনায় সামান্য ঝুঁকি থেকেই যায়।
advertisement
9/9
তাহলে কোনটি বেশি ভাল?আপনি যদি নিয়মিত আয়, বেশি সুদ ও সরকারি নিরাপত্তা চান - SCSS আপনার জন্য সেরা৷আপনি যদি মেয়াদের নমনীয়তা, বড় অঙ্কের বিনিয়োগ ও সহজ লিকুইডিটি চান ৷