SBI: গুগল পে, ফোন পে-র টাকা আটকে যেতে পারে! SBI গ্রাহকদের জন্য বিরাট আপডেট
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
SBI: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে SBI-র তরফে একটি পোস্ট করা হয়েছে
advertisement
1/8

দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য বড় খবর। SBI-এর একটি গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকবে।
advertisement
2/8
স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, UPI পরিষেবাগুলি (SBI UPI) ২৬ নভেম্বর-এ কিছু সময়ের জন্য বন্ধ থাকবে। কারণ ব্যাঙ্কের সার্ভারে প্রযুক্তিগত সফটওয়্যার আপগ্রেড করা হবে।
advertisement
3/8
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে SBI-র তরফে একটি পোস্ট করা হয়েছে। তবে আগামীকাল UPI ছাড়াও ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা, Yono, Yono Lite এবং ATM সুবিধা পাওয়া যাবে।
advertisement
4/8
UPI পরিষেবায় যদি সমস্যা হয়, তাহলে গ্রাহকরা এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেভিট-ক্রেডিট কার্ড কিংবা Yono অ্যাপের মাধ্যমে লেনদেন চালাতে পারবেন।
advertisement
5/8
এর পাশাপাশি গুগল পে, ফোন পে ওয়ালেট চালু হয়ে গিয়েছে। সেখানে কোনও গ্রাহক ইন্টারনেট ছাড়াই পেমেন্ট করতে পারবেন নির্দিষ্ট পরিমাণ টাকা। ফলে চাইলে এখনই ওয়ালেটে টাকা জমিয়ে রাখতে পারেন।
advertisement
6/8
দাবি করা হচ্ছে, এসবিআই-র অন্তত ৪৪ কোটি গ্রাহক রয়েছেন। এর মধ্যে বেশিরভাগ অংশই খুচরো অর্থাৎ ছোট লেনদেনের ক্ষেত্রে ইউপিআই নির্ভর হয়ে থাকেন।
advertisement
7/8
এসবিআই গ্রাহকদের আগামীকাল এসবিআই নির্ভর অ্যাকাউন্টের ইউপিআই লেনদেন এড়িয়ে চলতে হবে। না হলে সমস্যায় পড়তে হতে পারে।
advertisement
8/8
এসবিআই মাঝে মধ্যে প্রযুক্তিগত আপডেট করে থাকে। তার জেরে সার্ভার ডাউন থাকে। তাই ইউপিআই টাকা পাঠাতে সমস্যা হতে পারে আগামীকাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI: গুগল পে, ফোন পে-র টাকা আটকে যেতে পারে! SBI গ্রাহকদের জন্য বিরাট আপডেট