advertisement
1/5

এবছরের শেষেই বন্ধ হচ্ছে এসবিআই ম্যাগস্ট্রিপ ডেবিট কার্ডের ব্যবহার ৷ ঘোষণা এসবিআইয়ের ৷ ম্যাগস্ট্রিপ কার্ড থেকে গ্রাহকদের ইএমভি চিপ কার্ডে অভ্যস্থ করাতে চাইছেন এসবিআই কর্তারা ৷ (Photo Collected)
advertisement
2/5
নিজেদের ওয়েবসাইটেও এই ঘোষণা করেছে ভারতের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ৷ আরবিআই-এর নির্দেশ মেনে এবার থেকে ব্যবহার করতে হবে ইএমভি চিপ যুক্ত ডেবিট কার্ড, জানিয়েছে এসবিআই ৷ ব্যবহারের জন্য এই কার্ড নিরাপদ এবং সুরক্ষিত, দাবি এসবিআই-এর ৷ (Photo Collected)
advertisement
3/5
৩১শে ডিসেম্বরের আগেই পাল্টে ফেলতে হবে পুরনো ম্যাগস্ট্রিপ কার্ডগুলো ৷ কারণ তারপর থেকে আর কার্যকারী হবে না এই কার্ড ৷ ব্যবহার করা যাবে শুধুমাত্র ইএমভি চিপ যুক্ত ডেবিট কার্ড ৷ (Photo Collected)
advertisement
4/5
কার্ডগুলো না বদলালে ৩১ শে ডিসেম্বররে পর তা অকেজো হয়ে পড়বে ৷ তাই চটজলদি বদলে ফেলুন পুরনো কার্ড ৷ (Photo Collected)
advertisement
5/5
তবে এই বদলের জন্য কোন টাকা দিতে হবে না ৷ বিনামূল্যে গ্রাহকদের এই কার্ড দেওয়া হবে ৷ (Photo Collected)