SBI Home Loan: SBI থেকে ৫০ লাখ টাকার Home Loan নিতে বেতন কত হওয়া উচিত? লোন নেওয়ার আগে চেক করে নিন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
SBI Home Loan: হোম লোনের মাসিক ইএমআই বেতনের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়।
advertisement
1/5

মনের মতো বাড়ি বাঙালির স্বপ্ন। কোভিড পরবর্তী সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নিজের একটা বাড়ি বর্তমান জীবনযাত্রায় কতটা অপরিহার্য। বিষয়টা শুধুই আর শৌখিনতার পর্যায়ে আটকে নেই। এবার দরকার হলেই যে সবার হাতে টাকা থাকবে, তার কোনও মানে নেই। তাই বাড়ি কিনতে গেলে বা তৈরি করতে হলে তখন হোম লোন নিতে হয়। মাসিক ইএমআই-এর মাধ্যমে শুধতে হয় সেই টাকা।
advertisement
2/5
হোম লোনের মাসিক ইএমআই বেতনের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। আজ আমরা জানাতে যাচ্ছি যে, কেউ যদি SBI থেকে ৫০ লাখ টাকার হোম লোন নেয়, তাহলে মাসিক বেতন কত হওয়া উচিত।
advertisement
3/5
আমরা প্রায় সকলেই একটি নিজের বাড়ির স্বপ্ন দেখে থাকি। কিন্তু, এখন সম্পত্তির দাম আকাশচুম্বী। এমতাবস্থায় সাধারণ মানুষের পক্ষে নিজের বাড়ি ক্রয় করা খুবই কঠিন। একটি বাড়ি কিনতে একজন ব্যক্তির সারা জীবনের উপার্জন লেগে যেতে পারে। কেউ যদি নিজের বাড়িতে থাকতে চায় এবং টাকার অভাবে বাড়ি কিনতে না পারে, তাহলে হোম লোনের সাহায্য নিতে পারে। অনেকেই আছে যারা বাড়ি কিনতে হোম লোনের সাহায্য নেয়। বিভিন্ন ব্যাঙ্ক বিভিন্ন সুদের হারে হোম লোন অফার করে থাকে।
advertisement
4/5
অনেকে হোম লোন নেয় কিন্তু, পরে তারা হোম লোনের ইএমআই দিতে সক্ষম হয় না। এটি ঘটে কারণ তারা হোম লোন নেওয়ার সময় তাদের বেতনের দিকে তাকায় না। নিজেদের বেতনের কথা মাথায় রেখে সর্বদা একটি হোম লোন নেওয়া উচিত। হোম লোনের মাসিক ইএমআই বেতনের ৩০ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এক নজরে দেখে নেওয়া যাক SBI থেকে ৫০ লাখ টাকার হোম লোন নিতে হলে বেতন কত হওয়া উচিত। লোন নেওয়ার আগে চেক করে নেওয়া যাক সমস্ত খুঁটিনাটি।
advertisement
5/5
এসবিআই হোম লোন -যদি আমরা ভারতের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক অর্থাৎ SBI-এর হোম লোনের সুদের হার সম্পর্কে কথা বলি, তাহলে রেপো রেট কমানোর পরে এটি ৮.২৫ শতাংশ থেকে শুরু হয়। কেউ যদি SBI থেকে ৫০ লাখ টাকার হোম লোন নিতে চায়, তাহলে মাসিক EMI হবে ৩৮,০০০ টাকা। এটি ৩০ বছরের জন্য দিতে হবে। এই পরিস্থিতিতে, মাসিক বেতন প্রায় ৭৬,০০০ টাকা হতে হবে। যদি বেতন এর থেকে কম হয়, তাহলে লোনের EMI পরিশোধ করা যে কারও পক্ষে খুবই কঠিন হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI Home Loan: SBI থেকে ৫০ লাখ টাকার Home Loan নিতে বেতন কত হওয়া উচিত? লোন নেওয়ার আগে চেক করে নিন