TRENDING:

প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ স্কিম নিয়ে হাজির SBI, ICICI ও HDFC, মিলবে বাম্পার রিটার্ন

Last Updated:
স্টেট ব্যাঙ্কের পাশাপাশি HDFC ও ICICI ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য শুরু করল বিশেষ এফডি স্কিম ৷
advertisement
1/5
গ্রাহকদের জন্য স্কিম নিয়ে হাজির SBI, ICICI ও HDFC, মিলবে বাম্পার রিটার্ন
করোনা মহামারীর মধ্যে প্রবীণ নাগরিকদের সুবিধার কথা মাথায় রেখে নতুন স্কিম নিয়ে হাজির দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফি ইন্ডিয়া ৷ স্টেট ব্যাঙ্কের পাশাপাশি HDFC ও ICICI ব্যাঙ্কও প্রবীণ নাগরিকদের জন্য শুরু করল বিশেষ এফডি স্কিম ৷ নতুন স্কিম অনুযায়ী, কোনও প্রবীণ নাগরিক যদি এই ব্যাঙ্কগুলিতে এফডি করায় তাহলে তাদের অতিরিক্ত সুদ দেওয়া হবে ৷ তবে এর জন্য ব্যাঙ্কের তরফে বেশ কিছু শর্ত রাখা হয়েছে ৷ প্রবীণ নাগরিকদের জন্য এই বিশষ যোজনা ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত লাগু রয়েছে ৷
advertisement
2/5
অতিরিক্ত সুদের লাভ কেবল তারা পাবেন যারা ৫ বছর বা তার বেশি সময়ের জন্য ফিক্সড ডিপোজিট করাবেন ৷ দ্বিতীয় শর্ত হল এই লাভ নেওয়ার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে এফডি করাতে হবে ৷
advertisement
3/5
SBI >> প্রবীণ নাগরিকদের জন্য স্টেট ব্যাঙ্কের তরফে ‘SBI We-care Deposit’ নিয়ে আসা হয়েছে ৷ >> ১২ মে ২০২০ থেকে এই গ্রাহকদের জন্য এই সুবিধা শুরু করা হয়েছে ৷ >> ৫ বছর বা তার বেশি সময়ের জন্য এফডি করা তে হবে ৷ >> ‘SBI We-care Deposit’ ০.৮০ শতাংশ অতিরিক্ত সুদ মিলবে ৷ >> ম্যাচিউর হওয়ার আগে টাকা তুলে নিলে ০.৩০ শতাংশ এক্সট্রা সুবিধা মিলবে না ৷ >> বিশেষ এফডি প্ল্যানে এফডি করালে প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন ৬.২০ শতাংশ সুদ ৷ ২৭ মে থেকে এই সুদের হার লাগু করা হয়েছে ৷ >> এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকার এফডি করা যেতে পারে ৷
advertisement
4/5
HDFC Bank >> HDFC ব্যাঙ্ক এই স্কিমের নাম দিয়েছে 'HDFC Senior Citizen Care' ৷ >> ১৮ মে ২০২০ থেকে এই স্কিম লাগু করা হয়েছে ৷ >> ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য এই স্কিম করা যেতে পারে ৷ >> এই স্কিমে এফডি করালে মিলবে ৬.২৫ শতাংশ সুদ ৷ এই রেট ১২ জুন থেকে লাগু করা হয়েছে ৷ >> সাধারণ এফডি থেকে ০.৭৫ শতাংশ বেশি সুদ মিলবে ৷ >> টাকা ম্যাচিউর হওয়ার আগে তুলে নিলে ০.২৫ শতাংশের লাভ মিলবে না ৷ >> ৫ বছরের আগে টাকা তুললে ১ শতাংশ পেনাল্টি দিতে হবে ৷ অধিকতম ২ কোটি টাকার এফডি করা যেতে পারে ৷
advertisement
5/5
ICICI Bank >> ICICI ব্যাঙ্কে এই স্কিমকে 'ICICI Bank Golden Years' বলা হয় ৷ >> ২০ মে ২০২০ থেকে চালু করা হয়েছে স্কিম ৷ >> ৫ বছর ১ দিন থেকে ১০ বছরের জন্য করা যেতে পারে এফডি ৷ >> সাধারণ এফডি-র থেকে ০.৮০ শতাংশ বেশি সুদ মিলবে ৷ >> ICICI ব্যাঙ্ক প্রবীণ নাগরিকদের ৬.৫৫ শতাংশ সুদ দিয়ে থাকে ৷ >> ৫ বছরের আগে টাকা তুললে দিতে হবে ১ শতাংশ পেনাল্টি ৷ >> এই স্কিমে সর্বোচ্চ ২ কোটি টাকা রাখা যাবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
প্রবীণ নাগরিকদের জন্য বিশেষ স্কিম নিয়ে হাজির SBI, ICICI ও HDFC, মিলবে বাম্পার রিটার্ন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল