TRENDING:

‘Har Ghar Lakhpati’ স্কিমে আরডি করছেন? ১ লাখ টাকা রিটার্ন পেতে প্রতি মাসে কত বিনিয়োগ করতে হবে দেখুন

Last Updated:
SBI Har Ghar Lakhpati Scheme: অ্যাকাউন্ট খোলার সময়ই বিনিয়োগের পরিমাণ এবং সুদের হার ঠিক হয়ে যায়।
advertisement
1/8
‘Har Ghar Lakhpati’ স্কিমে RD করছেন? ১ লাখ টাকা রিটার্ন পেতে কত বিনিয়োগ করতে হবে
ঘরে ঘরে লাখপতি! হ্যাঁ, গ্রাহকদের ‘লাখপতি’ হওয়ার স্বপ্ন পূরণ করতে নয়া রেকারিং ডিপোজিট স্কিম চালু করল এসবিআই। নাম ‘হর ঘর লাখপতি আরডি’ স্কিম। এই স্কিমে প্রতি মাসে সামান্য টাকা জমিয়ে ম্যাচিউরিটিতে ১ লাখ বা তার বেশি রিটার্ন পেতে পারেন গ্রাহক।
advertisement
2/8
রেকারিং ডিপোজিটে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা করতে হয়। গ্রাহক কত টাকা জমা করবেন, তা ঠিক করার স্বাধীনতা তাঁরই। অ্যাকাউন্ট খোলার সময়ই বিনিয়োগের পরিমাণ এবং সুদের হার ঠিক হয়ে যায়। মেয়াদ শেষে সুদ এবং আসল মিলিয়ে পুরো টাকা হাতে আসে। ‘হর ঘর লাখপতি আরডি’ স্কিমও তাই।
advertisement
3/8
সমস্ত ভারতীয় নাগরিক ‘হর ঘর লাখপতি’ স্কিমে সিঙ্গল বা জয়েন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন। ১০ বছরের বেশি বয়সী এবং স্বাক্ষর করতে পারেন এমন নাবালকদেরও এই স্কিমে সিঙ্গল কিংবা মা-বাবার সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্ট খোলার সুযোগ দেওয়া হয়েছে।
advertisement
4/8
‘হর ঘর লাখপতি’ স্কিমে ৩ বছর থেকে শুরু করে ১০ বছর পর্যন্ত বিনিয়োগ করা যাবে। ৩ এবং ৪ বছর মেয়াদে সুদের হার ৬.৭৫ শতাংশ। প্রবীণ নাগরিকরা এই মেয়াদে ৭.২৫ শতাংশ হারে সুদ পাবেন। অন্যান্য মেয়াদে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার ৬.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৭ শতাংশ।
advertisement
5/8
অকাল প্রত্যাহারে জরিমানা গুণতে হবে। এসবিআই-এর ওয়েবসাইট অনুযায়ী, জমার পরিমাণ ৫ লাখ টাকার কম হলে ০.৫০ শতাংশ জরিমানা এবং ৫ লাখের বেশি হলে ১ শতাংশ হারে জরিমানা দিতে হবে গ্রাহককে। ৭ দিনের মধ্যে বিনিয়োগ তুলে নিলে কোনও সুদ মিলবে না।
advertisement
6/8
নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তির টাকা জমা দিতে হবে। নাহলে জরিমানা দিতে হতে পারে। এক্ষেত্রে ১০০ টাকার জন্য ৫ বছর বা তার কম মেয়াদে ১.৫০ টাকা এবং ৫ বছরের বেশি মেয়াদে ১০০ টাকায় ২ টাকা জরিমানা দিতে হবে ব্যাঙ্ককে।
advertisement
7/8
১ লাখ টাকা পেতে প্রতি মাসে কত টাকা বিনিয়োগ করতে হবে: সাধারণ গ্রাহক যদি ৩ বছর মেয়াদে ৬.৭৫ শতাংশ সুদের হারে ২,৫০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি ১ লাখ টাকা পাবেন।
advertisement
8/8
৪ বছরের জন্য ৬.৭৫ শতাংশ সুদের হারে বিনিয়োগ করলে ১ লাখ টাকা পেতে প্রতি মাসে ১,৮১০ টাকা বিনিয়োগ করতে হবে। আর ৫ বছর মেয়াদে ৬.৫০ শতাংশ সুদের হারে যদি প্রতি মাসে ১,৪০৭ টাকা বিনিয় করেন, তাহলে মেয়াদ শেষে ১ লাখ টাকা হাতে আসবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
‘Har Ghar Lakhpati’ স্কিমে আরডি করছেন? ১ লাখ টাকা রিটার্ন পেতে প্রতি মাসে কত বিনিয়োগ করতে হবে দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল