TRENDING:

SBI-তে FD করবেন না কি পোস্ট অফিসে MIS? ২ লাখ টাকার বিনিয়োগ থেকে কোথায় বেশি রিটার্ন মিলবে দেখুন

Last Updated:
SBI FD vs Post Office MIS: এবার প্রশ্ন হল, কোনটা লাভজনক?
advertisement
1/5
SBI FD না কি পোস্ট অফিসের MIS? ২লাখ টাকার বিনিয়োগ থেকে কোথায় বেশি রিটার্ন মিলবে?
ফিক্সড ডিপোজিট কিংবা মান্থলি ইনকাম স্কিম, দুটোই নিরাপদ। গ্যারান্টিযুক্ত রিটার্নও মেলে। কিন্তু কোনটা ভাল? পুরোটাই গ্রাহকের চাহিদার উপর নির্ভর করছে। কেউ যদি সুদের টাকা একসঙ্গে হাতে চান, তাহলে ফিক্সড ডিপোজিট আদর্শ। আর যদি প্রতি মাসে চান, তাহলে পোস্ট অফিসের এমআইএস-ই ভাল।
advertisement
2/5
এবার প্রশ্ন হল, কোনটা লাভজনক? পরিসংখ্যান অনুযায়ী, এসবিআই-এর এফডি স্কিমে ৩.৫০ শতাংশ থেকে শুরু করে ৭.৫০ শতাংশ পর্যন্ত সুদ দেওয়া হয়। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে সুদের হার ৪.০০ শতাংশ থেকে শুরু করে ৭.৭৫ শতাংশ। ট্যাক্স সেভিংস স্কিমে সাধারণ গ্রাহকদের ৬.৫০ শতাংশ হারে এবং প্রবীণ নাগরিকদের ৭.৫০ শতাংশ হারে সুদ দেওয়া হয়।
advertisement
3/5
পাঁচ বছর মেয়াদি ফিক্সড ডিপোজিট স্কিমে সাধারণ গ্রাহককে ৬.৫০ শতাংশ হারে সুদ দিচ্ছে এসবিআই। তাহলে এই স্কিমে যদি কেউ ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ শেষে তিনি ৭৬,০৮৪ টাকা সুদ পাবেন। সুদ এবং আসল মিলিয়ে মোট রিটার্ন দাঁড়াবে ২,৭৬,০৮৪ টাকা। প্রবীণ নাগরিকরা সুদ বেশি পাওয়ায় রিটার্নও তুলনামূলকভাবে বেশি পান। তাঁরা যদি এই স্কিমে ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে ৭.৫০ শতাংশ সুদের হারে ২ লাখ টাকা বিনিয়োগে ২,৮৯,৯৯০ টাকা রিটার্ন পাবেন। সুদ থেকে মিলবে ৮৯,৯৯০ টাকা।
advertisement
4/5
অন্য দিকে, পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে সুদ থেকে অর্জিত আয় প্রতি মাসে গ্রাহকের অ্যাকাউন্টে জমা হয়। প্রবীণ নাগরিকদের জন্য আদর্শ। এই স্কিমে নগদ বা চেকে অ্যাকাউন্ট খুলতে হয়। সিঙ্গল বা জয়েন্ট, দু’রকম অ্যাকাউন্ট খোলা যায়। ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ১০০০ টাকা। সিঙ্গল অ্যাকাউন্টে সর্বোচ্চ ৯ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আর জয়েন্ট অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা। বিনিয়োগ ৫ বছর লক-ইন পিরিয়ডে থাকে। এর মধ্যে টাকা তুলে নিয়ে জরিমানা দিতে হয়। নিয়ম অনুযায়ী ৩ বছরের আগে অকাল প্রত্যাহারে মূলধন থেকে ২ শতাংশ এবং ৩ বছরের পরে তুললে ১ শতাংশ কেটে নিয়ে বাকিটা ফেরত দেওয়া হয়।
advertisement
5/5
পোস্ট অফিসের এমআইএস স্কিমে সুদের হার ৭.৪ শতাংশ। তাহলে এই স্কিমে যদি কেউ ২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতি মাসে তিনি ১,২৩৩ টাকা হাতে পাবেন। তাহলে সুদ থেকে পাঁচ বছরে তাঁর মোট রোজগার হবে ৭৪ হাজার টাকা। ম্যাচিউরিটি ভালু দাঁড়াচ্ছে ২,৭৪,০০০ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI-তে FD করবেন না কি পোস্ট অফিসে MIS? ২ লাখ টাকার বিনিয়োগ থেকে কোথায় বেশি রিটার্ন মিলবে দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল