TRENDING:

SBI থেকে ১০ লক্ষ টাকার Car Loan নিয়েছেন ? দেখে নিন কত EMI দিতে হবে

Last Updated:
SBI Car Loan: লোন নিয়ে মাসে মাসে ইএমআই দিয়ে অনেকটাই সহজ হয়ে গিয়েছে গাড়ি কেনা ৷
advertisement
1/6
SBI থেকে ১০ লক্ষ টাকার Car Loan নিয়েছেন ? দেখে নিন কত EMI দিতে হবে
নতুন গাড়ি কেনা মানে অনেক টাকার ব্যাপার। সবদিক দেখেশুনে নিতে হয়। তবে আজকাল গাড়ি কেনা অনেক সহজ হয়ে গিয়েছে ৷ আজকাল প্রায় সকল ব্যাঙ্ক গাড়ির জন্য একাধিক আর্কর্ষণীয় লোন দিচ্ছে ৷
advertisement
2/6
অনেকের পক্ষেই এককালীন এত টাকা দেওয়া সম্ভব হয় না ৷ সে ক্ষেত্রে লোন নিয়ে মাসে মাসে ইএমআই দিয়ে অনেকটাই সহজ হয়ে গিয়েছে গাড়ি কেনা ৷
advertisement
3/6
বর্তমানে কার বা অটো লোনে স্টেট ব্যাঙ্ক ৮.৮৫ শতাংশ সুদে লোন দিচ্ছে ৷ এই সুদের হার কেবল সেই গ্রাহকরা পাবেন যাঁদের সিভিল স্কোর ৮০০-র আশপাশে রয়েছে ৷
advertisement
4/6
৮.৮৫ শতাংশ সুদে গাড়ির লোন ৫ বছরের জন্য নিয়ে থাকেন তাহলে হিসেব করা দেখা গিয়েছে ২০,৫১৭ টাকা ইএমআই দিতে হবে ৷
advertisement
5/6
এই হিসেব অনুযায়ী সুদ হিসেবে মোট ২,৩০,৯৯২ টাকা দিতে হবে ৷
advertisement
6/6
অর্থাৎ হিসেব অনুযায়ী, ১০ লক্ষ টাকা গাড়ির লোন নিলে আপনাকে সুদ-সহ মোট ১২,৩০,৯৯২ টাকা দিতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI থেকে ১০ লক্ষ টাকার Car Loan নিয়েছেন ? দেখে নিন কত EMI দিতে হবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল