advertisement
1/5

আপনার কি SBI-এ অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে আপনার জন্য রয়েছে বড়সড় খবর ৷ SBI-এর তরফ থেকে জানানো হয়েছে ৩০ নভেম্বরের পর থেকে বন্ধ হতে পারে SBI-এর ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবা ! Photo Collected
advertisement
2/5
ব্যাপারটা আসুন খোলসা করা যাক ৷ onlinesbi.com-এ SBI-এর তরফ থেকে জানানো হয়েছে, নভেম্বরের শেষে তাঁরা তাঁদের ইন্টারনেটের যাবতীয় পরিষেবা নতুনভাবে ঢেলে সাজাতে চলেছে ৷ আর এই কারণেই ৩০ নভেম্বরের পর বন্ধ হতে পারে SBI-এর নেট ব্যাঙ্কিং পরিষেবা ৷
advertisement
3/5
SBI-এর তরফ থেকে ওয়েবসাইটে জানানো হয়েছে, আপনি যদি আপনার ফোন নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত না করেন, তাহলে কোনওভাবে ইন্টারনেটে পরিষেবা পাবেন না ৷ তাই এখনও সময় রয়েছে ১ ডিসেম্বরের মধ্যেই আপনার নাম্বার অ্যাকাউন্টে যুক্ত করিয়ে নিন ৷
advertisement
4/5
শুধু তাই নয়, SBI- গ্রাহকদের বিশেষ সুবিধাও দিচ্ছে ৷ পার্সোনাল লোনের ব্যাপারে যে প্রোসেসিং ফি লাগে তা ৩০ নভেম্বরের মধ্যে নিলে তা দিতে লাগবে না বলেও জানানো হয়েছে SBI-এর তরফ থেকে ৷
advertisement
5/5
যারা SBI-এর মোবাইল ওয়ালেট ব্যবহার করেন, তাঁদের জন্য খবর হল, আগামী ৩ দিন SBI-এর মোবাইল ওয়ালেট সম্পুর্ণভাবে বন্ধ থাকবে ৷