Savings Tips: জলের মতো খরচ হচ্ছে? জাপানের ‘কাকিবো’ পদ্ধতি মেনে চলুন, মাস গেলে মোটা টাকা সঞ্চয় হবে
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Savings Tips: হানি মোতোকা-এর নাম অনেকেই শোনেননি। জাপানের বিখ্যাত মহিলা সাংবাদিক। জাপানের প্রথম মহিলা সাংবাদিকও বটে। এই হানি মোতোকাই ‘কাকিবো’ পদ্ধতির স্রষ্টা।
advertisement
1/5

জাপান মানেই টেকনোলজি। নিত্য নতুন উদ্ভাবনের দেশ। হাসি মুখে হাড় ভাঙা পরিশ্রম করতে পারে জাপানিরা। পাশাপাশি সঞ্চয়েও দড়। একটি বিশেষ কৌশলে টাকাপয়সা জমায় জাপানিরা। তার নাম ‘কাকিবো’। হানি মোতোকা-এর নাম অনেকেই শোনেননি। জাপানের বিখ্যাত মহিলা সাংবাদিক। জাপানের প্রথম মহিলা সাংবাদিকও বটে। এই হানি মোতোকাই ‘কাকিবো’ পদ্ধতির স্রষ্টা। ১৯০৪ সালে সঞ্চয়ের জন্য কাকিবো পদ্ধতির উদ্ভাবন করেন তিনি।
advertisement
2/5
একটা সময় ঘরে ঘরে থাকত মাসকাবারি খাতা। সংসারের যাবতীয় হিসেবনিকেশ থাকত তাতে। ধোপা, নাপিত থেকে শুরু করে মুদিখানা, কাঁচা বাজার – কোথায় কত খরচ হল, মাসকাবারি খাতায় লিখে রাখতেন বাড়ির কর্তা বা গিন্নি। কাকিবো অনেকটা এই মাসকাবারি খাতার মতো। তবে শুধু কেজো আয়-ব্যয়ের হিসেব নয়, এর একটা দর্শন রয়েছে। সেখানেই কাকিবো আলাদা। কাকিবো বলে, নিজেকে ৪টি প্রশ্ন করুন। খাতায় তার উত্তর লিখুন। তাহলেই সঞ্চয় করতে পারবেন। কী প্রশ্ন?
advertisement
3/5
হাতে কত টাকা আছে? সোজা কথায় রোজগার কত? প্রথমে সেটা লিখতে হবে।কত টাকা সঞ্চয় করব? মাস গেলে কত টাকা সঞ্চয় করতে চান, সেটা লিখতে হবে। হ্যাঁ, খরচের আগে সঞ্চয়।খরচ কত হয়? এবার দেখতে হবে, সংসার খরচ কত হয়? কোথায় কত টাকা ব্যয় হচ্ছে তার তালিকা করলেই খরচের হিসেব পাওয়া যাবে।বাড়তি সঞ্চয় কীভাবে? কোথায় কত টাকা খরচ কমানো যায় দেখতে হবে। তাহলেই সঞ্চয় হবে।
advertisement
4/5
কাকিবো বলে, এই প্রশ্ন এবং উত্তরগুলো হাতে লেখা উচিত। কথায় আছে, খাতা, কলম, মন লেখে তিনজন। হাতে লিখলে মনে সেগুলো গেঁথে যাবে। সেই অনুযায়ী কাজ করতে সুবিধা হবে। মাসিক খরচকে চার ভাগে ভাগ করা হয়েছে কাকিবো-তে।জরুরি: বেঁচে থাকার জন্য যে খরচগুলো করতেই হয়, সেগুলোই জরুরি খরচ। যেমন চাল, ডাল, মুদিখানা, কাঁচা আনাজ, জল, বিদ্যুৎ, সন্তানের লেখাপড়া, বাড়ি ভাড়া ইত্যাদি।আত্মতৃপ্তি: উইকএন্ডে বেড়াতে যাওয়া, রেস্তরাঁয় খাওয়াদাওয়া, সিনেমা দেখার মতো যে সব খরচ করতে মন চায়, কিন্তু না করলেও চলে। খুব সহজেই রাশ টানা যায়।
advertisement
5/5
বৌদ্ধিক: মনের খিদে মেটাতে কেউ গান শোনেন, কেউ বই পড়েন, কেউ চর্চা করেন শিল্প-সংস্কৃতির। আত্মোন্নতির জন্য এগুলো দরকার।আচমকা প্রয়োজনে: বিপদ কখনও বলে আসে না। আচমকাই আসে। তখন পরিস্থিতি সামলানোর জন্য টাকার প্রয়োজন হয়।কাকিবো সবসময় আবেগে রাশ টানার পরামর্শ দেয়। হঠাত দেখামাত্র কিছু পছন্দ হয়ে গেল। সঙ্গে সঙ্গে খরচ। এমনটা চলবে না। সংযম জরুরি। এগুলোই কাকিবো-এর মূলমন্ত্র। জাপানিরা আজও এগুলো মেনে চলে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Savings Tips: জলের মতো খরচ হচ্ছে? জাপানের ‘কাকিবো’ পদ্ধতি মেনে চলুন, মাস গেলে মোটা টাকা সঞ্চয় হবে