TRENDING:

Tips to Become Crore Pati: কয়েকটি প্ল্যানেই হবেন কোটিপতি! আলাদা করে টাকা রোজগার নয়, ঘরে বসে বসেই টাকা জমানোর দারুণ tips

Last Updated:
জিনিসপত্রের যেভাবে দাম বাড়ছে এ সময় আমরা অনেকে ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশল নিয়ে চিন্তা করে স্ট্রেস নিয়ে নেই। তাই চিন্তা না করে আজই সুন্দর করে একটি প্ল্যান করে ফেলুন
advertisement
1/6
কয়েকটি প্ল্যানেই হবেন কোটিপতি!আলাদা করে রোজগার নয়,ঘরে বসে বসেই সেভিং-এর দারুণ tips
কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কী মন খারাপ হয়েছে কখনও আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেকে কোনোভাবেই অযথা খরচ করবো না কিন্তু তারপরও ঘুরে ফিরে সেই একই অবস্থা একই সাথে আবার মনে হচ্ছে সেভিংস করাটাও জরুরি। কিন্তু কীভাবে।
advertisement
2/6
প্রাত্যহিক জীবনে খরচের কোনো শেষ নেই। এখনকার সময়ে বেসিক দরকারি জিনিসপত্র কিনতে গেলেই হাতের টাকায় টান পড়ে। তার উপর নিজের শখ আহ্লাদ এর কিছু ব্যাপার তো থাকেই। মাসিক আয় যতই হোক না কেন ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশল মেনে আপনি সহজেই একটি ভালো পরিমাণের অর্থ সেইভ করতে পারবেন। চলুন এখন জেনে নেই ঘরে বসেই টাকা জমাতে কী কী করবেন তা নিয়ে।
advertisement
3/6
আয় যতই হোক না কেন, টাকা হাতে আসার আগেই একটি খাতায় বা নোট প্যাডে সুন্দর করে প্রথমেই মাসের বড় বড় খরচগুলো আলাদা করে নিন। যেমন- মাসিক খাবার খরচ, যাতায়াত খরচ, বাড়ি ভাড়া এবং বিভিন্ন বিলের খরচ। খুব প্রয়োজন না হলে জামাকাপড়, জুতা এই আইটেমগুলো বড় খরচের খাত থেকে বাদ দিন। এতে খরচ অনেক সেভ হবে।
advertisement
4/6
খরচ যত ছোটই হোক না কেন সেটি অবশ্যই খরচের খাতে তালিকাভুক্ত করতে হবে। যেমন মেডিসিনের খরচ অথবা পার্সোনাল হাইজিনের খরচ। এই খরচগুলো কিন্তু প্রতি মাসেই হচ্ছে। আবার অনেক সময় আমাদের অনেকের কাছের মানুষের স্পেশাল কোনো অকেশন যেমন জন্মদিন বা বিয়ের প্রোগ্রাম থাকে। এমন ছোট ছোট খরচগুলো কোথায় হচ্ছে এবং এই ছোট খরচগুলো তালিকাভুক্ত করতে ভুলবেন না।
advertisement
5/6
কত টাকা আপনার মাসিক আয় হচ্ছে এবং কত টাকা খরচের খাতে পড়লো তা সহজেই এখন আলাদা করতে পারবেন। এই সময় সবার প্রথমে মাথায় রাখতে হবে আপনি কী পরিমাণ সেভিংস করতে চাচ্ছেন। ধরুন, আপনার মাসিক আয় ৫০,০০০ টাকা। সব খরচ বাদ দিয়ে আপনার হাতে আছে ৩,০০০ টাকা। কিন্তু আপনি চাচ্ছেন মাসিক ৫,০০০ টাকা সেভ করতে।এভাবে আপনার নির্ধারিত ৫,০০০ টাকা আলাদা করে বাকি টাকাগুলো খরচের জন্য সুনির্দিষ্ট করে সরিয়ে রাখুন
advertisement
6/6
জীবনে শখ আহ্লাদ, চাওয়া পাওয়া থাকবেই। একেক সময় আমরা একেক জিনিসের প্রয়োজন অনুভব করি। তবে যে কোনো কিছু দেখলেই সেটা যে আমারও লাগবে বা আমাকেও কিনতে হবে এমনটা কিন্তু নয়। আমাদের শুরুতেই বুঝতে হবে কোনটা আমাদের চাওয়া এবং কোনটা আমাদের প্রয়োজন। অপ্রয়োজনীয় চাওয়া পাওয়া ত্যাগ করে প্রয়োজন বুঝে খরচ করা শিখতে হবে। আর তাহলেই খুব সহজে ঘরে বসেই টাকা জমানোর সহজ কিছু কৌশলগুলো কাজে লাগানো সম্ভব।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tips to Become Crore Pati: কয়েকটি প্ল্যানেই হবেন কোটিপতি! আলাদা করে টাকা রোজগার নয়, ঘরে বসে বসেই টাকা জমানোর দারুণ tips
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল