১০,৪০০ কোটি টাকা স্যালারি, সঙ্গে বোনাস! তাও চাকরিটা নিলেন না যুবক! কারণ শুনলে চমকে যাবেন আপনিও
- Published by:Tias Banerjee
Last Updated:
১০,৪০০ কোটি টাকার বেতনের চাকরি কেউ ফিরিয়ে দেয়? শুনতে অবিশ্বাস্য লাগলেও, ঘটনাটি একেবারেই সত্যি! এমন মোটা অঙ্কের প্রস্তাব ফিরিয়ে দিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন এক AI বিশেষজ্ঞ।
advertisement
1/12

চাকরি যেন এখন স্বপ্নের মতো—হাতছোঁয়া দূরত্বে থাকে, কিন্তু মুঠোয় ধরা যায় না। লক্ষ লক্ষ তরুণ-তরুণী প্রতিদিন ইন্টারভিউয়ে যাচ্ছে, সিভি পাঠাচ্ছে, রেফারেন্স খুঁজছে—তবু একটা ভাল চাকরির জন্য তাদের যুঝতে হচ্ছে ভয়াবহ প্রতিযোগিতা আর অনিশ্চয়তার সঙ্গে। কখনও বয়স পার করে যাচ্ছে, কখনও স্কিল মেলে না, আবার কোথাও চাকরি মিললেও স্যালারি টেনে টানাটানি।
advertisement
2/12
এমন সময়, যদি কেউ বলে—'আমি ১০,৪০০ কোটি টাকার চাকরি ফিরিয়ে দিলাম!' তাহলে সেটা বিশ্বাস করা যায়? চাকরির জন্য যেখানে সবাই হন্যে হয়ে ঘুরছে, সেখানে কেউ এমন বিপুল অর্থের অফার ফিরিয়ে দিতে পারে?
advertisement
3/12
এটা কোনও সিনেমার স্ক্রিপ্ট নয়। বাস্তবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন একজন AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) বিশেষজ্ঞ। এমন এক অফারকে না বললেন, যা শুনে ধাক্কা খাচ্ছে নেটদুনিয়া। চাকরির বাজারের এমন সংকটে দাঁড়িয়ে এই ঘটনা যেন এক অদ্ভুত আলোড়ন তুলে দিল! শুরু হল নতুন চর্চা।
advertisement
4/12
এর পেছনে শুধু টাকা নয়, ছিল এক বিশাল কারণ। কী সেই কারণ? কেনই বা তাঁকে এত বড় অফার দিয়েছিল বিশ্বের অন্যতম বৃহৎ সংস্থা মেটা? আর কেনই বা তিনি সেই মোহজাল ছিঁড়ে সামনে এগোলেন নিজের পথে? তারই বিস্তারিত তুলে ধরা হল এই প্রতিবেদনে।
advertisement
5/12
কী ঘটেছে আসলে? Meta (ফেসবুকের মূল কোম্পানি) ড্যানিয়েল ফ্রান্সিসকে চার বছরের জন্য ১০,৪০০ কোটি টাকার বেতনের একটি চাকরির প্রস্তাব দেয়। তাতেও তিনি রাজি হননি। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়াতেই তিনি প্রকাশ্যে জানিয়ে দেন, এই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি।
advertisement
6/12
এক টুইটে ড্যানিয়েল লেখেন— "বন্ধুরা! আমাকে চার বছরের জন্য ১০,৪০০ কোটি টাকার প্রস্তাব দেওয়া হয়েছে। আমিও জীবনে প্রথমবার এমন পরিমাণ দেখলাম। কী চলছে এটা?" এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন "আমি সেই চাকরির প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।"
advertisement
7/12
কে এই ড্যানিয়েল ফ্রান্সিস? ড্যানিয়েল ফ্রান্সিস একজন স্বনামধন্য AI বিশেষজ্ঞ এবং আমেরিকার বিখ্যাত AI কোম্পানি Abel-এর প্রতিষ্ঠাতা। তাঁর তৈরি AI অ্যালগরিদম এতটাই উন্নত যে, সেটা বডি ক্যাম ফুটেজ থেকে স্বয়ংক্রিয়ভাবে পুলিশ রিপোর্ট তৈরি করে দিতে পারে, এমনকি কল ডেটাও পাঠাতে পারে।
advertisement
8/12
Meta চেয়েছিল এই প্রযুক্তি যেন অন্য কোনও কোম্পানির হাতে না পড়ে। সেই কারণেই এমন বিশাল অঙ্কের প্যাকেজ অফার করা হয়েছিল ড্যানিয়েলকে।
advertisement
9/12
ড্যানিয়েলের নাম প্রথম আলোচনায় আসে ২০২৩ সালে, যখন তিনি এলন মাস্কের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছিলেন। তবু পরবর্তীতে মাস্ক নিজেই তাঁকে নিজের এক কোম্পানিতে চাকরি দেন।
advertisement
10/12
তাহলে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়ার কারণ? মূলত নিজের প্রযুক্তির স্বাধীনতা ও নিয়ন্ত্রণ হারাতে চাননি ড্যানিয়েল। Meta-র উদ্দেশ্য ছিল তাঁর AI অ্যালগরিদমের পূর্ণ অধিকার পাওয়া, এবং সেটি অন্য কোনও প্রতিদ্বন্দ্বী কোম্পানির হাতে যাতে না যায় তা নিশ্চিত করা। কিন্তু ড্যানিয়েল তাঁর প্রযুক্তি নিজের হাতে রাখতেই আগ্রহী ছিলেন।
advertisement
11/12
মাত্র গত মাসেই OpenAI-এর CEO স্যাম অল্টম্যান বলেছিলেন, Meta তাদের নতুন ‘Superintelligence Lab’-এর জন্য শীর্ষ AI ট্যালেন্ট হায়ার করতে ১০০ মিলিয়ন ডলার খরচ করতে প্রস্তুত। তবু এখনও পর্যন্ত তারা কাউকেই নিয়োগ করতে পারেনি!
advertisement
12/12
Meta বর্তমানে বিশ্বজুড়ে AI প্রতিভাদের লক্ষ্যমাত্রা করে তাদের উদ্ভাবন ও মেধা কিনে নিতে চাইছে। আর এই ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে— কেবল টাকার লোভ দেখিয়ে কি সব প্রতিভাকে কিনে নেওয়া যায়?
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
১০,৪০০ কোটি টাকা স্যালারি, সঙ্গে বোনাস! তাও চাকরিটা নিলেন না যুবক! কারণ শুনলে চমকে যাবেন আপনিও