সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য সুখবর, আগামী মাস থেকে বাড়তে চলেছে বেতন
Last Updated:
PSU ব্যাঙ্কের কর্মচারীদের জন্য সুখবর ৷ সরকার কর্মচারীদের DA ৩.৬ শতাংশ বাড়াতে চলেছে ৷
advertisement
1/4

PSU ব্যাঙ্কের কর্মচারীদের জন্য সুখবর ৷ সরকার কর্মচারীদের DA ৩.৬ শতাংশ বাড়াতে চলেছে ৷ এই বৃদ্ধি অগাস্ট-অক্টোবর কোয়াটারের জন্য ৷ ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এই বিষয়ে নির্দেশ জারি করা হয়েছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, AICPI এর সংখ্যা অনুযায়ী, এবছর জুন থেকে Consumer Price Index 7212.98, এপ্রিলে 7121.68 ও মে মাসে বেড়ে 7167.33 ছিল ৷ এই সংখ্যা উপর নজর রেথে ডিএ ৩.৬ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
2/4
এই নির্দেশের পর এবার কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বাড়তে চলেছে ৷ প্রত্যেক ছ’মাসে সরকার বাজারের মূল্যবৃদ্ধি যাচাই করে ডিএ নিয়ে সমীক্ষা করে থাকে ৷ ২০১৬ সালে যখন নতুন বেতন আয়োগের আবেদন লাগু হয়েছিল, তখন ডিএ তুলে দেওয়া হয়েছিল ৷ কিন্তু কর্মচারীরা তার বিরোধীতায় করায় এরপর তা ফের লাগু করা হয় ৷
advertisement
3/4
সেপ্টেম্বর মাস থেকে লাগু করা হতে চলেছে নতুন নিয়ম ৷ অর্থ মন্ত্রালয়ের ব্যাঙ্কিং ডিভিজন সিদ্ধান্ত নিয়েছে RRB সকাল ৯টার সময় খুলে যায় ৷ IBA 24 জুন গ্রাহকদের সুবিধার জন্য ব্যাঙ্ক খোলার জন্য তিনটি বিকল্প রয়েছে ৷ প্রথমে সকাল ৯ টা থেকে দুপুর ৩টে, দ্বিতীয় সকাল ১০ টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ও তৃতীয় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৷
advertisement
4/4
ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে ৩১ অগাস্ট পর্যন্ত জেলা স্থরে গ্রাহক সমিতির বৈঠক করে সময় ঠিক করা এবং তার সূচনা স্থানীয় সংবাদমাধ্যমে দিতে হবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সরকারি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য সুখবর, আগামী মাস থেকে বাড়তে চলেছে বেতন