TRENDING:

Subrata Roy Dies At 75: এক সময় প্রথম সারির প্রভাবশালী ভারতীয়দের তালিকায় ছিল নাম, কীভাবে সব শেষ হল ‘সাহারাশ্রী’ সুব্রত রায়ের

Last Updated:
Sahara Group Founder Subrata Roy Dies At 75: দীর্ঘ দিন ধরেই ক্যানসার-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
advertisement
1/6
এক সময় ছিলেন প্রথম সারির প্রভাবশালী ভারতীয়দের তালিকায়, কীভাবে সব শেষ হল সুব্রতর?
প্রয়াত সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ দিন ধরেই ক্যানসার-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। গত ১২ নভেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। রেখে গেলেন তাঁর স্ত্রী স্বপ্না রায়, দুই পুত্র সুশান্ত এবং সীমান্ত রায়কে।
advertisement
2/6
একটা সময় ছিল, যখন একদল ক্রিকেট তারকা এবং বলি-তারকাদের নিয়ে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করতেন সুব্রত রায়। এই কর্পোরেট টাইকুনকে হামেশাই বিদেশি নেতা, ভারতীয় রাজনীতিবিদ এবং অন্যান্য প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গেও দেখা গিয়েছে। যদিও তিহার জেলেই অনেকটা সময় কাটিয়ে ফেলেছিলেন তিনি।
advertisement
3/6
আর এখান থেকেই শুরু হয়েছিল সাহারা ইন্ডিয়া পরিবার-এর প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যানের পতন। সাহারা ছিল এমন একটা সংস্থা, যেখানে ছিল মিডিয়া থেকে রিয়েল এস্টেট সমস্ত রকম ইন্ডাস্ট্রি। এই সংস্থার সদর দফতর ছিল লখনউ। এমনকী, লন্ডন গ্রসভেনর হাউজ হোটেলের পাশাপাশি নিউ ইয়র্ক প্লাজা হোটেলের মালিকানাও ছিল।
advertisement
4/6
প্রায় দশ বছর মতো ভারতীয় ক্রিকেট দলকে স্পনসর করার পরে ফর্মুলা ওয়ান রেসিং টিমের উপরেও আগ্রহ ছিল ওই সংস্থার। ১৯৭৮ সালে হাতে মাত্র ২০০০ টাকা নিয়ে ব্যবসা করতে নেমেছিলেন সুব্রত রায়। নিমেষের মধ্যেই এক নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছিলেন তিনি। সাহারার ইনচার্জ হয়ে ওঠেন। দেশের অন্যতম শক্তিশালী আর্থিক সাম্রাজ্য তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সুব্রত রায়। তবে ২৪০০০ কোটি টাকার সাহারা ফান্ডের অব্যবস্থাপনার অভিযোগ প্রকাশ্যে আসতেই তাঁর সমস্ত খ্যাতি ধুলোয় মিশে যায়।
advertisement
5/6
তিহার জেলের জ্যুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয় তাঁকে। তবে ২০১৭ সালে প্যারোলে মুক্তি পান সুব্রত রায়। ২০০৮ সালে প্রথম বারের জন্য একটি নিয়ন্ত্রক বাধার সম্মুখীন হয়েছিল সাহারা গ্রুপ। ওই একই বছরে সাহারা ফিনান্সিয়াল কর্পোরেশনকে একটি নির্দেশিকা পাঠায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। তাতে বলা হয় যে, নতুন করে ডিপোজিট নেওয়া যাবে না।
advertisement
6/6
এতে সংস্থার হাতে নগদের পরিমাণ কমে। আর মুনাফাও লাভ করা সম্ভব হয়নি। একাধিক সংস্থা চালনার জন্য ওই ফার্মের অর্থের প্রয়োজন ছিল। এরই মধ্যে আর একটা ধাক্কা আসে সেবি-র তরফ থেকে। তারা জানায় যে, রিয়েল এস্টেট সংক্রান্ত দুটি ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগকারীদের বন্ড অফার করা চলবে না। আর সুব্রত রায়ের গ্রেফতারির পরে তো এই সংস্থার ভাবমূর্তিও পড়ে যায় ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Subrata Roy Dies At 75: এক সময় প্রথম সারির প্রভাবশালী ভারতীয়দের তালিকায় ছিল নাম, কীভাবে সব শেষ হল ‘সাহারাশ্রী’ সুব্রত রায়ের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল