TRENDING:

Currency: মধ্যরাতে Air Strike...! ভারতের ১ টাকা আজ পাকিস্তানে কত? ১ লক্ষ টাকা নিয়ে গেলে কত টাকা হবে জানেন?

Last Updated:
Ind vs Pak Currency: পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.৩৪ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.৩৪ টাকা।
advertisement
1/9
মধ্যরাতে Air Strike...! ভারতের ১ টাকা আজ পাকিস্তানে কত? ১ লক্ষ টাকা নিয়ে গেলে কত টাকা হবে?
*ভারতের টাকার দাম ফের কমল খানিক, ডলারের বিপরীতে। আজ ৭ মে সকালেই ডলারের নিরিখে ৩১ পয়সা (Rupee vs Dollar) নিচে নেমেছে টাকার দাম। মধ্যরাতে ভারতের 'অপারেশন সিঁদুর' অর্থাৎ পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে হামলার জেরে টাকার দাম কমেছে। সংগৃহীত ছবি।
advertisement
2/9
*টাকার দাম টালমাটাল। আজ সকালেই টাকার দাম (Rupee vs Dollar) ডলারের বিপরীতে ৮৪.৬২ টাকায় খোলে যেখানে আগের সেশনে এই টাকার দাম ছিল ৮৪.৪৩ টাকায়, এমনই জানা গিয়েছে ব্লুমবার্গের রিপোর্ট। সংগৃহীত ছবি।
advertisement
3/9
*মঙ্গলবার মধ্যরাতে ভারতীয় সেনা পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর এলাকায় পরপর হামলা চালায়। মোট ৯ শত্রুঘাঁটি ধ্বংস করেছে ভারত। সেনাবাহিনীর তরফে বলা হয়েছে এই হামলা ছিল অত্যন্ত সুনির্দিষ্ট, পরিমিত এবং উত্তেজনাকর নয়। সংগৃহীত ছবি।
advertisement
4/9
*যে কোনও দেশের মুদ্রার মূল্য অর্থনীতির প্রতিফলন। সাধারণত বিশ্বজুড়ে লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয়। যে কোনও দেশের মুদ্রার মূল্য US ডলার (USD) এর নিরিখে পরিমাপ করা হয়। জানেন কি প্রতিবেশী দেশ পাকিস্তানের তুলনায় ভারতের মুদ্রার মূল্য কতটা বেশি? সংগৃহীত ছবি।
advertisement
5/9
*কেউ যদি ১ লক্ষ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যান, তা হলে সেই টাকার মূল্য সেখানে কত হবে? বুধবার ৩১ পয়সা (Rupee vs Dollar) নিচে নেমেছে টাকার দাম। টাকার দাম (Rupee vs Dollar) ডলারের বিপরীতে ৮৪.৬২ টাকায় খোলে যেখানে আগের সেশনে এই টাকার দাম ছিল ৮৪.৪৩ টাকা। সংগৃহীত ছবি।
advertisement
6/9
*পাকিস্তানি রুপি (PKR), স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান ১৯৪৯ সালে চালু করে। পাকিস্তানি টাকায় মহম্মদ আলি জিন্নাহর ছবি থাকে। ৫ মে-এর আন্তর্জাতিক মুদ্রা তালিকা অনুযায়ী, পাকিস্তানে ভারতের এক টাকার মূল্য ৩.৩৪ টাকা। অর্থাৎ, যদি ভারতের এক টাকা পাকিস্তানি টাকায় রূপান্তরিত হয় তবে তা হয় ৩.৩৪ টাকা। এতে আপনি ভারত ও পাকিস্তানের টাকার মূল্যের তফাত বুঝতে পারবেন। সংগৃহীত ছবি।
advertisement
7/9
*পাকিস্তানের বর্তমান আর্থিক পরিস্থিতি খুবই খারাপ। অর্থনৈতিক সংকটে পাকিস্তানের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। সংগৃহীত ছবি।
advertisement
8/9
*পাকিস্তানের মুদ্রা চালুর সময়, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাকিস্তানের মুদ্রা মুদ্রণ করেছিল। এটি একটি উল্লেখযোগ্য বিষয়। ডলারের নিরিখে মূল্য বিচার করলে পাকিস্তানি টাকার অবস্থা খুবই খারাপ। এক মার্কিন ডলারের মূল্য ২৮১.৩৬ পাকিস্তানি টাকা। গত কয়েক বছরে ডলারের সাপেক্ষে পাকিস্তানি টাকার মূল্য ক্রমাগত পতন হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
9/9
*পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা বর্তমানে সঙ্কটে। দিন দিন আরও দাম বাড়ছে জিনিসপত্রের। গত কয়েক বছরে ক্রমশ খারাপ হয়েছে। মুদ্রাস্ফীতি বাড়ছে। (Disclaimer: ডলারের বিচারে প্রত‍্যেকদিন বদলে যায় প্রতিটি দেশের মুদ্রার মূল‍্য, এই প্রতিবেদনে উল্ল‍্যেখিত মূল‍্য প্রতিবেদন প্রকাশের তারিখের ভিত্তিতে লেখা)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Currency: মধ্যরাতে Air Strike...! ভারতের ১ টাকা আজ পাকিস্তানে কত? ১ লক্ষ টাকা নিয়ে গেলে কত টাকা হবে জানেন?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল