TRENDING:

Rule Changes From January 2024: জানুয়ারিতে হতে চলেছে বড় বদল, বিরাট প্রভাব পড়বে আপনার পকেটে

Last Updated:
Rule Changes From January 2024: দেখে নিন কী কী বদল হয়েছে ৷
advertisement
1/7
জানুয়ারিতে হতে চলেছে বড় বদল, বিরাট প্রভাব পড়বে আপনার পকেটে
আজ থেকে নতুন বছরের শুরু ৷ সাধারণত প্রত্যেক মাসের পয়লা তারিখে বেশ কিছু বদল করা হয়, যা সরাসরি আপনার পকেটে পড়তে চলেছে ৷ ফলে প্রথম থেকেই এই বদল সম্পর্কে জেনে রাখুন না হলে সমস্যায় পড়তে হতে পারে ৷ দেখে নিন কী কী বদল হয়েছে ৷
advertisement
2/7
নয়া সিম কার্ড নিয়ম - ১ জানুয়ারি ২০২৪ থেকে সিম কার্ড কেনার নিয়মে বড় বদল হয়েছে ৷ এখন সিম কার্ড কেনার সময় কেবল ডিজিটাল কেওয়াইসি হবে ৷ এর আগে ডকুমেন্টসের ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে ৷
advertisement
3/7
ইনঅ্যাক্টিভ ইউপিআই আইডি ব্যবহার করতে পারবেন না-নতুন বছরে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই নতুন পলিসি লাগু করতে চলেছে ৷ নিয়ম অনুযায়ী, এক বছর বা তার থেকে বেশি সময় ধরে ইনঅ্যাক্টিভ থাকা ইউপিআই আইডি বল্ক করে দেওয়া হয়েছে ৷
advertisement
4/7
১ জানুয়ারি এলপিজি-র দাম থাকবে আপডেট-প্রত্যেক মাসের পয়লা তারিখে গ্যাসের দাম জারি করা হয় ৷ ফলে আজ থেকে এলপিজি সিলিন্ডারের নয়া দাম জারি করা হয়েছে ৷
advertisement
5/7
মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্ট হোল্ডারদের বড় বদল-মার্কেট রেগুলেটর সেবি মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশনের সময়সীমা বাড়ানো হয়েছে ৷ এর আগে নমিনির নাম যোগ করার শেষ তারিখ ৩১ ডিসেম্বর দেওয়া হয়েছিল ৷ এখন সেই সময়সীমা আরও ৬ মাসের জন্য বাড়ানো হয়েছে ৷ নমিনেশনের সময়সীমা বাড়িয়ে ৩০ জুন ২০২৪ করা হয়েছে ৷
advertisement
6/7
বন্ধ হয়ে যেতে পারে Gmail অ্যাকাউন্ট-আপনার Gmail অ্যাকাউন্ট গত ১ বা ২ বছরে ব্যবহার করেননি ? তাহলে গুগল আপনার Gmail অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে ৷ গুগলের এই নিয়ম কেবল পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে লাগু করা হবে ৷
advertisement
7/7
জানুয়ারি থেকে ১৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক -জানুয়ারি ২০২৪-এ ব্যাঙ্ক প্রায় ১৬ দিন বন্ধ থাকবে ৷ বিভিন্ন রাজ্যের গুরুত্বপূর্ণ দিন ও বিশেষ উৎসব অুনযায়ী বিভিন্ন রাজ্যে ব্যাঙ্কের ছুটি থাকে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rule Changes From January 2024: জানুয়ারিতে হতে চলেছে বড় বদল, বিরাট প্রভাব পড়বে আপনার পকেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল