TRENDING:

New Rule Change: LPG থেকে Aadhaar Card, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে পকেটে

Last Updated:
Rules Changing: সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ৬ নিয়ম। এর মধ্যে এলপিজি সিলিন্ডারের নয়া দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড, সবই রয়েছে। যা সরাসরি প্রভাব ফেলবে মধ্যবিত্তের পকেটে।
advertisement
1/8
LPG থেকে Aadhaar Card, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম
সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ৬ নিয়ম। এর মধ্যে এলপিজি সিলিন্ডারের নয়া দাম থেকে শুরু করে ক্রেডিট কার্ড, সবই রয়েছে। যা সরাসরি প্রভাব ফেলবে মধ্যবিত্তের পকেটে। এছাড়া সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বিশেষ ঘোষণাও হতে পারে এই মাসেই।
advertisement
2/8
এলপিজি সিলিন্ডারের দাম: প্রতি মাসের পয়লা তারিখে এলপিজি গ্যাস সিলিন্ডারের নয়া দাম ঘোষণা করা হয়। সে বাণিজ্যিক সিলিন্ডার হোক বা ঘরোয়া এলপিজি। সেপ্টেম্বরেও নতুন দাম লাগু করা হবে। গত মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৮.৫০ টাকা বেড়েছে। তার আগে জুলাই মাসে দাম কমেছিল ৩০ টাকা।
advertisement
3/8
এটিএফ এবং সিএনজি-পিএনজি রেট: এলপিজি সিলিন্ডারের দামের পাশপাশি তেল সংস্থাগুলি প্রতি মাসে এয়ার টারবাইন ফুয়েল এবং সিএনজি-পিএনজির দামও সংশোধন করে। এই কারণে ১ সেপ্টেম্বর থেকে এগুলির নয়া দামও লাগু হতে পারে।
advertisement
4/8
ভুয়ো কল রুখতে নয়া নিয়ম: ১ সেপ্টেম্বর থেকে ফেক কল ও মেসেজ নিষিদ্ধ হতে পারে। টেলিকম সংস্থাগুলিকে এই নিয়ে কড়া নির্দেশ দিয়েছে ট্রাই। জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল-এর মতো সংস্থাগুলিকে ১৪০ মোবাইল নম্বর সিরিজ থেকে ব্লকচেইন ভিত্তিক ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তি প্ল্যাটফর্মে ৩০ সেপ্টেম্বরের মধ্যে টেলিমার্কেটিং কল এবং বাণিজ্যিক মেসেজ স্থানান্তর করতে বলা হয়েছে।
advertisement
5/8
ক্রেডিট কার্ড সংক্রান্ত নিয়ম: ১ সেপ্টেম্বর থেকে ইউটিলিটি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টের সীমা বেঁধে দিচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক। ফলে গ্রাহকরা এই লেনদেনে প্রতি মাসে ২ হাজার পয়েন্ট পর্যন্ত পেতে পারেন। থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে অর্থপ্রদানে কোনও রিওয়ার্ড মিলবে না।
advertisement
6/8
১ সেপ্টেম্বর থেকে ক্রেডিট কার্ডে প্রদেয় ন্যূনতম পরিমাণ কমিয়ে দিচ্ছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। বিল পরিশোধের জন্য ১৮ দিনের বদলে ১৫ দিন সময় পাওয়া যাবে। এছাড়া ১ সেপ্টেম্বর থেকে ইউপিআই এবং অন্যান্য প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থপ্রদানের জন্য রুপে ক্রেডিট কার্ড ইউজাররা অন্যান্য ক্রেডিট কার্ড ইউজারদের মতো একই রিওয়ার্ড পয়েন্ট পাবেন।
advertisement
7/8
মহার্ঘ ভাতা: সেপ্টেম্বরে সরকারি কর্মীদের ৩ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার। বর্তমানে ৫০ শতাংশ হারে ডিএ দেওয়া হয়। ৩ শতাংশ বাড়লে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মীরা।
advertisement
8/8
বিনামূল্যে আধার কার্ড আপডেট: বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময়সীমা শেষ হচ্ছে ১৪ সেপ্টেম্বর। এরপর আধার আপডেট করতে গেলে ফি দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Rule Change: LPG থেকে Aadhaar Card, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে এই ৬ নিয়ম, সরাসরি প্রভাব পড়বে পকেটে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল