TRENDING:

Rules Changing: ATM থেকে UPI লেনদেন, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের এই ৭ নিয়ম

Last Updated:
Rules Changing: নতুন ব্যাঙ্কিং নীতিতে, এটিএম থেকে টাকা তোলার নিয়ম, সেভিংস অ্যাকাউন্টের শর্তাবলী, ক্রেডিট কার্ডের সুবিধা সহ বেশ কিছু পরিবর্তন আসছে। গ্রাহকদের এই বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি, যাতে ব্যাঙ্কে গিয়ে সমস্যায় পড়তে না হয়।
advertisement
1/8
ATM থেকে UPI লেনদেন, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের এই ৭ নিয়ম
১ এপ্রিল থেকে সারা দেশে লাগু হচ্ছে নতুন ব্যাঙ্কিং নিয়ম। নতুন নিয়মে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে চলতে, প্রতারণা রুখতে এবং আধুনিক প্রযুক্তির সুবিধাকে কাজে লাগাতেই এই নীতিগত পরিবর্তনগুলো করা হয়েছে বলে জানা গিয়েছে। 
advertisement
2/8
নতুন ব্যাঙ্কিং নীতিতে, এটিএম থেকে টাকা তোলার নিয়ম, সেভিংস অ্যাকাউন্টের শর্তাবলী, ক্রেডিট কার্ডের সুবিধা সহ বেশ কিছু পরিবর্তন আসছে। গ্রাহকদের এই বিষয়গুলি সম্পর্কে জেনে রাখা জরুরি, যাতে ব্যাঙ্কে গিয়ে সমস্যায় পড়তে না হয়। পাশাপাশি যাতে নতুন পরিষেবাগুলোর সুবিধা নেওয়া যায়।
advertisement
3/8
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে এটিএম লেনদেনে। বিনামূল্যে টাকা তোলার সীমা ও লেনদেনপ্রতি সর্বোচ্চ চার্জ ঠিক করা থাকে। তবে এই নিয়মে এবার বদল আসতে চলেছে। বিশেষ করে, অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে টাকা তোলার সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে মাসে মাত্র তিনবার বিনামূল্যে অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করা যাবে। এর পর প্রতি লেনদেনে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত অতিরিক্ত চার্জ দিতে হবে।
advertisement
4/8
সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণ গড় ব্যালান্স বজায় রাখা বাধ্যতামূলক। যদি সেই ব্যালান্স না থাকে, তবে ব্যাঙ্ক জরিমানা করবে। অনেক ব্যাঙ্কই এখন ন্যূনতম ব্যালান্স নীতিতে পরিবর্তন আনছে, যেখানে নির্ধারিত পরিমাণের কম ব্যালান্স থাকলে অতিরিক্ত চার্জ দিতে হবে। এই ন্যূনতম ব্যালান্সের পরিমাণ ব্যাঙ্ক, অ্যাকাউন্টের ধরন ও শাখার অবস্থান (মেট্রো, শহর, আধা-শহর বা গ্রাম) অনুযায়ী আলাদা হতে পারে।
advertisement
5/8
ব্যাঙ্ক জালিয়াতি রুখতে আরবিআই পজিটিভ পে সিস্টেম চালু করেছে। বেশ কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু করে দিয়েছে। যাতে লেনদেন আরও নিরাপদ হয়। PPS-এর নিয়ম অনুযায়ী, যদি ৫০,০০০ হাজার টাকার বেশি মূল্যের চেক ইস্যু করা হয়, তাহলে গ্রাহককে সেই চেকের বিস্তারিত তথ্য অনলাইনে ব্যাঙ্কে পাঠাতে হবে। চেক পেমেন্টের আগে ব্যাঙ্ক এই তথ্য যাচাই করবে। যদি চেক ট্রাঙ্কেশন সিস্টেমে (CTS) কোনও গড়মিল ধরা পড়ে, তাহলে ব্যাঙ্ক তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।
advertisement
6/8
ব্যাঙ্কিং ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে চালু হচ্ছে AI-চালিত ব্যাঙ্কিং অ্যাসিস্ট্যান্ট। অনলাইন পরিষেবা উন্নত করতে ব্যাংকগুলি আধুনিক ফিচার ও AI-চালিত চ্যাটবট চালু করছে। ডিজিটাল লেনদেন আরও নিরাপদ করতে দুই-স্তরের অথেনটিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হচ্ছে। এতে অনলাইন প্রতারণার ঝুঁকি কমবে।
advertisement
7/8
কয়েকটি ব্যাংক সেভিংস অ্যাকাউন্ট ও ফিক্সড ডিপোজিটের সুদের হার পরিবর্তন করছে। SBI, IDBI Bank, HDFC Bank, Indian Bank, এবং Punjab & Sind Bank বিশেষ মেয়াদী FD চালু করেছে, যেখানে বেশি সুদ পাওয়া যাবে। SBI SimplyCLICK Swiggy পুরস্কার কমিয়ে ১০X-এর বদলে ৫X করছে এবং Air India Signature পয়েন্ট ৩০ থেকে ১০-এ নামিয়ে আনছে। IDFC First Bank Club Vistara মাইলস্টোন বেনিফিট বন্ধ করছে।
advertisement
8/8
যেসব মোবাইল নম্বর UPI অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কিন্তু দীর্ঘদিন ব্যবহার হয়নি, সেগুলি ব্যাঙ্কের রেকর্ড থেকে মুছে ফেলা হবে। সেই ফোন নম্বর যদি UPI-তে লিঙ্ক করা থাকে কিন্তু অনেকদিন ধরে ব্যবহার না করা হয়, তাহলে ব্যাংক সেটি নিষ্ক্রিয় করে দেবে। তখন UPI পরিষেবা বন্ধ হয়ে যাবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rules Changing: ATM থেকে UPI লেনদেন, ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ব্যাঙ্কের এই ৭ নিয়ম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল