New Rules: ডোমেস্টিক মানি ট্রান্সফার থেকে ক্রেডিট কার্ড, বদলে গেল এই ৬ বড় নিয়ম, দেখে নিন
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Rules Change: দেখে নেওয়া যাক চলতি মাসে কোন কোন ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হচ্ছে।
advertisement
1/7

বদলে গেল ডোমেস্টিক মানি ট্রান্সফারের নিয়ম। নতুন নিয়ম কার্যকর হয়েছে ১ নভেম্বর থেকে। এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে আরবিআই। এছাড়াও আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বদল হয়েছে। এর মধ্যে এসবিআই এবং আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক চলতি মাসে কোন কোন ক্ষেত্রে নতুন নিয়ম লাগু হচ্ছে।
advertisement
2/7
ডোমেস্টিক মানি ট্রান্সফার রুল: ডোমেস্টিক মানি ট্রান্সফারের নতুন কাঠামো ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন কাঠামো বর্তমান আর্থিক আইন মেনে চলবে এবং অর্থ স্থানান্তরে আরও বেশি নিরাপত্তা দেবে। ২৪ জুলাই জারি করা সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, “ব্যাঙ্কিং আউটলেটের সংখ্যা বেড়েছে। টাকা পাঠানোর জন্য পেমেন্ট সিস্টেমের উন্নতি, কে ওয়াইসি শর্ত পূরণ আরও সহজ করা হয়েছে। গ্রাহক এখন একাধিক ডিজিটাক বিকল্প পাচ্ছেন। বর্তমান কাঠামোয় বিভিন্ন পরিষেবার পর্যালোচনাও করা হয়েছে।”
advertisement
3/7
এসবিআই-এর ক্রেডিট কার্ডে নিয়মে বদল: ১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করেছে এসবিআই। ইউটিলিটি বিল পেমেন্ট এবং ফাইন্যান্স চার্জে এর সরাসরি প্রভাব পড়বে। অরক্ষিত ক্রেডিট কার্ডের ফাইন্যান্স চার্জ মাসে ৩.৭৫ শতাংশ বৃদ্ধি পেল। এছাড়াও একটি বিলিং পিরিয়ডে ইউটিলিটি পেমেন্টের মোট পরিমাণ ৫০ হাজার টাকার বেশি হলে ১ শতাংশ চার্জ দিতে হবে। এই নিয়ম লাগু হবে ১ ডিসেম্বর থেকে।
advertisement
4/7
আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের নিয়মে বদল: ফি কাঠামো এবং ক্রেডিট কার্ড রিওয়ার্ড প্রোগ্রামে বদল আনল আইসিআইসিআই ব্যাঙ্ক। বিমা, মুদিখানার কেনাকাটা, বিমানবন্দরের লাউঞ্জে প্রবেশ, ফুয়েল সারচার্জ, দেরিতে পেমেন্টের উপর এর সরাসরি প্রভাব পড়বে। নতুন নিয়মে স্পা-এর সুবিধা মিলবে না, ১ লাখের বেশি খরচে ফুয়েল সারচার্জ মকুব হবে না। সরকারি লেনদেনে রিওয়ার্ড পয়েন্টও আর পাবেন না গ্রাহক।
advertisement
5/7
অগ্রিম ট্রেন টিকিট বুকিং: অগ্রিম ট্রেন টিকিট বুকিংয়ের সময়সীমা কমিয়েছে আইআরসিটিসি। আর ১২০ দিন আগে ট্রেনের টিকিটের বুক করতে হবে না। এখন থেকে ৬০ দিন আগেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটতে পারবেন যাত্রীরা। ১ নভেম্বর থেকে লাগু হয়েছে নতুন নিয়ম।
advertisement
6/7
ইন্ডিয়ান ব্যাঙ্কে স্পেশাল এফডি-এর সময়সীমা: ইন্ডিয়ান ব্যাঙ্কের স্পেশাল এফডি-তে বিনিয়োগের শেষ তারিখ ৩০ নভেম্বর, ২০২৪। ‘ইন্ড সুপার ৩০০ ডেজ’-এর এই স্কিমে সাধারণ গ্রাহকদের ৭.০৫ শতাংশ, প্রবীণ নাগরিকদের ৭.৫৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনদের ৭.৮০ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। আর ৪০০ দিনের এফডি-তে সাধারন গ্রাহকরা ৭.২৫ শতাংশ, প্রবীণ নাগরিকরা ৭.৭৫ শতাংশ এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৮.০০ শতাংশ হারে সুদ পাচ্ছেন।
advertisement
7/7
এলপিজি সিলিন্ডার: ১ নভেম্বর থেকে বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে। প্রতি মাসেই নতুন দাম ঘোষণা করা হয়। এই মাসে বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৬২ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Rules: ডোমেস্টিক মানি ট্রান্সফার থেকে ক্রেডিট কার্ড, বদলে গেল এই ৬ বড় নিয়ম, দেখে নিন