TRENDING:

Rs 2000 Note: ২ হাজার টাকার নোট জমার শেষ তারিখ কবে? অচল হবে এই নোট! সঠিক সময়ে জমা না করতে পারলে কী হবে? জানুন

Last Updated:
Rs 2000 Note: বাজারে আর চলবে না ২ হাজার টাকার নোট! টাকা ব্যাঙ্কে জমা দেওয়ার শেষ তারিখ কবে? মনে আছে তো? সঠিক সময়ের মধ্যে যদি জমা না করতে পারেন তাহলে কী হবে? জানুন
advertisement
1/7
হাতে মাত্র কয়েকদিন! অচল হতে চলেছে ২০০০-এর নোট! জমা না করতে পারলে কী হবে? জানুন
মনে আছে তো গত মে মাসে ২০০০ টাকার নোট বন্দির কথা জানিয়েছিল আরবিআই! ২ হাজার টাকার নোট কিন্তু এই সময়ের পর আর চলবে না! লাস্ট ডেট মনে আছে তো? যদি লাস্ট ডেট পার হয়ে যায় তবে কী করতে হবে জানেন কী? photo source collected
advertisement
2/7
২০২৩-এর ৩০ সেপ্টেম্বরের পর থেকে আর বাজারে চলবে না ২ হাজার টাকার নোট! আইনি বৈধতা শেষ হবে! অচল হয়ে যাবে ২ হাজারের নোট! তাই ৩০ তারিখের আগেই বদলে ফেলতে হবে আপনার কাছে থাকা ২ হাজারের নোট! ব্যাঙ্কে গিয়ে জমা দিতে হবে! photo source collected
advertisement
3/7
তবে এই ২হাজারের নোট নিয়ে আরবিআই জানায় ২১ অগাস্ট পর্যন্ত ০.২৪ কোটি টাকার ২হাজারের নোট ব্যাঙ্কে জমা পড়েছে! দেশের চলতি বাজারের ৯৩ শতাংশ ২ হাজারের নোট ইতিমধ্যেই জমা পড়েছে! এই টাকা জমা পড়ার উপরেই নির্ভর করছে ২ হাজার টাকার নোটের পরবর্তী ভবিষ্যৎ! photo source collected
advertisement
4/7
তবে যে সমস্ত নোট এখনও জমা পড়েনি বা ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা পড়বে না তা নিয়ে এখনও কিছুই জানায়নি আরবিআই! সূত্রের খবর আগামী ১ অক্টোবরের পরেই ২ হাজার টাকার নোট নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে! photo source collected
advertisement
5/7
তবে ঝুকি না নিয়ে যদি বাড়িতে থেকে থাকে এই নোট তবে এই সপ্তাহের মধ্যেই জমা করে দিন ব্যাঙ্কে! কারণ লাস্ট ডেট পার হয়ে গেলে কী সিদ্ধান্ত নেবে ব্যাঙ্ক তা জানা যায়নি! photo source collected
advertisement
6/7
কীভাবে এই নোট জমা করবেন ব্যাঙ্কে? রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যে কোনও ব্যক্তি যত খুশি ২ হাজার টাকার নোট ব্যাঙ্কে জমা করতে পারেন। কোনও নির্দিষ্ট সীমা নেই। এমনকী কোনও আইডি প্রুফ ছাড়াই জমা করা যাবে! photo source collected
advertisement
7/7
তবে ২০ হাজারের বেশি হলে একটা রিকুইজিশন স্লিপ জমা করতে হবে। যা ব্যাঙ্কেই আপনি পেয়ে যাবেন! ব্যাঙ্ক ছাড়াও আরবিআইয়ের ১৯ টি আঞ্চলিক দফতরে এই নোট জমা করা যাবে! তাই আর সময় নষ্ট না করে এখুনি জমা করুন ২ হাজারের নোট! photo source collected
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Rs 2000 Note: ২ হাজার টাকার নোট জমার শেষ তারিখ কবে? অচল হবে এই নোট! সঠিক সময়ে জমা না করতে পারলে কী হবে? জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল