TRENDING:

পুজোর গয়নার অনবদ্য কালেকশন ‘অপরাজিতা’, সেরা ডিজাইনের সঙ্গে থাকছে দুর্দান্ত অফারও

Last Updated:
তনিশ্ক্-এর পুজো কালেকশন ‘অপরাজিতা’ - ঐতিহ্য, কারুশিল্প এবং ডিজাইনের প্রকৃত সঙ্গমে তৈরি।
advertisement
1/7
পুজোর গয়নার অনবদ্য কালেকশন ‘অপরাজিতা’,সেরা ডিজাইনের সঙ্গে থাকছে দুর্দান্ত অফারও
অপরাজিতার রূপে ধরা দিলেন মিমি চক্রবর্তী। লাল পাড় সাদা শাড়িতে দশভুজার ভিন্ন অবতার। ২০২০ বছরটা যেন মহিষাসুরের মতোই ৷ খনিকের মধ্যেই ক্রমাগত পাল্টে চলেছে নিজের রূপ ৷ এই মহিষাসুরের মত পরিস্থিতিকে বধ করতে যুদ্ধের ময়দানে মিমি ৷
advertisement
2/7
একটি গয়নার বিজ্ঞাপনে এই পণ নিয়ে হাজির হয়েছেন সাংসদ অভিনেত্রী ৷ সোশ্যাল মিডিয়ায় এই বিজ্ঞাপনের প্রশংসাও হয়েছে যথেষ্ট ৷
advertisement
3/7
তনিশ্ক্-এর পুজো কালেকশন অপরাজিতা - ঐতিহ্য, কারুশিল্প এবং ডিজাইনের প্রকৃত সঙ্গমে তৈরি। এই সংগ্রহের প্রতিটি অংশ মানুষের হার না মানা উৎসাহের উদযাপন এবং উন্নত শিল্পকর্মের সত্যিকারের সাক্ষ্য। ‘একতাই সুন্দর, একতাই শক্তি’ এই হল থিম ৷
advertisement
4/7
দুর্গা পুজোর উদ্দীপনায় ধীরে ধীরে মেতে ওঠার সাথে দেশের অন্যতম সেরা গয়নার ব্র্যান্ড তনিশ্ক্ এই দুর্গা পুজোর শুভ উৎসবের আনন্দ আরও বাড়াতে নিয়ে এল এক এক্সক্লুসিভ পুজো কালেকশন - ‘অপরাজিতা’। এই সম্ভারটি মূলত হলুদ সোনায় তৈরি এবং বাংলার ঐতিহ্যবাহী নকশার এক অনন্য স্পর্শ এর মধ্যে রয়েছে। মা-কে ঘরে ফিরিয়ে আনতে এবং কারিগরদের পরম ভালবাসা ও নিষ্ঠা সহকারে বানানো এই স্পেশাল গয়নার কালেকশন ‘অপরাজিতা’ আগের চেয়ে আরও সুন্দর করে তুলবে এই উৎসব উদযাপন।
advertisement
5/7
পুজোর মজার সাথে সংস্থার দারুণ অফার ৷ সোনার গয়নার মজুরির উপর এবং হীরের গয়নার মূল্যর উপর ২৫% পর্যন্ত ডিসাউন্ট দিচ্ছে তনিশ্ক *। অফারটি ১০ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে ।
advertisement
6/7
‘অপরাজিতা’ কালেকশন
advertisement
7/7
‘অপরাজিতা’ কালেকশন
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পুজোর গয়নার অনবদ্য কালেকশন ‘অপরাজিতা’, সেরা ডিজাইনের সঙ্গে থাকছে দুর্দান্ত অফারও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল