Retirement Planning: মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন না কি লাম্পসাম? অবসরের জন্য কোনটা আদর্শ বিনিয়োগ কৌশল দেখুন
- Published by:Salmali Das
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
আর্থিক বিশেষজ্ঞরা বলেন, অবসরের জন্য মোটা কর্পাস তৈরি করতে চাইলে মিউচুয়াল ফান্ড আদর্শ। এখানে মোটামুটি দু’ভাবে বিনিয়োগ করা যায়। এসআইপি এবং লাম্পসাম। কিন্তু প্রশ্ন হল, অবসরের জন্য লাভজনক কোনটা?
advertisement
1/10

নিশ্চিন্তে অবসর জীবন কাটাতে চাইলে মোটা টাকা চাই। সেটা এতটাই যে নিত্য খরচখরচা মেটানোর পরেও যেন হাতে পর্যাপ্ত অর্থ থাকে। জরুরি প্রয়োজন কিংবা চিকিৎসার জন্য অন্যের কাছে হাত পাততে না হয়।
advertisement
2/10
আর্থিক বিশেষজ্ঞরা বলেন, অবসরের জন্য মোটা কর্পাস তৈরি করতে চাইলে মিউচুয়াল ফান্ড আদর্শ। এখানে মোটামুটি দু’ভাবে বিনিয়োগ করা যায়। এসআইপি এবং লাম্পসাম। কিন্তু প্রশ্ন হল, অবসরের জন্য লাভজনক কোনটা?
advertisement
3/10
এসআইপি-এর সুবিধা: এসআইপিতে নির্দিষ্ট পরিমাণ টাকা নিয়মিত বিনিয়োগ করতে হয়। বাজার পড়লে কম দামে বেশি ইউনিট পাওয়া যায়। আবার বাজার উঠলে বেশি দামে কম ইউনিট মেলে। তবে দিন শেষে রুপি কস্ট অ্যাভারজিংয়ের সুবিধা পান বিনিয়োগকারী।
advertisement
4/10
মাত্র ৫০০ বা ১০০০ টাকা দিয়ে এসআইপিতে বিনিয়োগ শুরু করা যায়। আয় বাড়লে বিনিয়োগের পরিমাণ বাড়াতেও কোনও অসুবিধা নেই। যে কোনও সময় এসআইপি বন্ধ করে দিতেও পারেন বিনিয়োগকারী। সবচেয়ে বড় কথা হল এসআইপিতে কমপাউন্ডিংয়ের সুবিধা মেলে। ফলে রিটার্নও বেশি মেলে।
advertisement
5/10
এসআইপি-এর অসুবিধা: সাধারণত হাতে পুঁজি কম থাকলেই বিনিয়োগকারী এসআইপি করেন। তাই মার্কেট পড়লে কম দাম দিয়ে বেশি ইউনিট কিনে নেওয়ার সুযোগ তাঁর কাছে নেই।
advertisement
6/10
কাদের জন্য সেরা: যাঁরা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য এসআইপি আদর্শ।
advertisement
7/10
লাম্পসাম বিনিয়োগের সুবিধা: লাম্পসাম বিনিয়োগ থেকে রিটার্ন অপেক্ষাকৃত বেশি পাওয়া যায়। বাজার পরিস্থিতির ফায়দা তুলতে পারেন বিনিয়োগকারী। পাশাপাশি একবার বিনিয়োগ করলেই ঝামেলা শেষ। নিয়মিত বিনিয়োগের টেনশন থাকে না।
advertisement
8/10
লাম্পসাম বিনিয়োগের অসুবিধা: একসঙ্গে পুরো টাকা বিনিয়োগ করার মধ্যে ঝুঁকি রয়েছে। বাজার পড়লে বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সোজা কথায়, বাজার বুঝতে হবে। অনেক সময় অভিজ্ঞ বিনিয়োগকারীরাও কিন্তু ধোঁকা খান।
advertisement
9/10
কাদের জন্য সেরা: যাঁরা স্বল্পমেয়াদি ঝুঁকি নিতে পারেন তাঁদেরই লাম্পসাম বিনিয়োগ করা উচিত। দীর্ঘমেয়াদে তাঁরাই লাভ পেতে পারেন।
advertisement
10/10
কোনটা লাভজনক: দীর্ঘমেয়াদে এসআইপি নিরাপদ। খুচরো বিনিয়োগকারী, যাঁদের হাতে বড় পুঁজি নেই, তাঁদের জন্য এটা আদর্শ। আর যাঁরা মোটা টাকা বিনিয়োগ করতে পারবেন, তাঁদের লাম্পসাম বিনিয়োগেই যাওয়া উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Retirement Planning: মিউচুয়াল ফান্ডে এসআইপি করবেন না কি লাম্পসাম? অবসরের জন্য কোনটা আদর্শ বিনিয়োগ কৌশল দেখুন