Retirement Planning: এককালীন ১২ লাখ টাকা বিনিয়োগ করলেই নিশ্চিন্ত, অবসরে হাতে পাবেন ৩,৬০,০০,০০০ টাকা, জানুন কীভাবে সম্ভব
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Retirement Planning: আর্থিক বিশেষজ্ঞরা বলেন, চাকরিজীবন থেকেই অবসরের কথা ভাবা উচিত। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
advertisement
1/7

সুখী অবসর জীবন কে না চায়! এর জন্য হাতে টাকা চাই। প্রচুর টাকা। বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাকাপয়সার জন্য যেন অন্যের উপর হাত পাততে না হয়। তবেই স্বাধীনভাবে জীবন যাপন করা সম্ভব হবে। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, চাকরিজীবন থেকেই অবসরের কথা ভাবা উচিত। সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। ধারাবাহিক বিনিয়োগ করতে হবে। তবেই অবসরের সময় রিটায়ারমেন্ট কর্পাস বা মোটা অঙ্কের টাকা হাতে আসবে।
advertisement
2/7
অল্প বয়সে বিনিয়োগ শুরু করলে অনেক সুবিধা পাওয়া যায়। সময় বেশি মেলে। কম টাকা বিনিয়োগ করেও বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয়। সবচেয়ে বড় কথা, কম পাউন্ডিংয়ের সুবিধা পান বিনিয়োগকারী। চক্রবৃদ্ধি সুদে রিটার্নের উপর রিটার্ন জমতে থাকে।
advertisement
3/7
রিটায়ারমেন্ট কর্পাসের জন্য মাসিক বিনিয়োগ সুবিধাজনক। নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। মেয়াদ শেষে হাতে আসে রিটার্ন। যাঁদের কাছে বিনিয়োগ করার মতো বড় পুঁজি নেই, তাঁদের জন্য এই ব্যবস্থাই লাভজনক।
advertisement
4/7
তবে যাঁদের হাতে টাকা আছে, মোটা অঙ্ক বিনিয়োগ করতে পারবেন, তাঁরা এককালীন বিনিয়োগ বেছে নিতে পারেন। এতে রিটার্ন অপেক্ষাকৃত বেশি মেলে। তবে পুরোটাই নির্ভর করে মেয়াদের উপর। আর্থিক বিশেষজ্ঞদের মতে, ১২ লাখ টাকার এককালীন বিনিয়োগ থেকে ৩,৬০,০০,০০০ টাকা পর্যন্ত রিটার্ন পাওয়া যেতে পারে।
advertisement
5/7
মিউচুয়াল ফান্ড থেকে দীর্ঘমেয়াদে বার্ষিক ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। এখন কেউ যদি ১২ লাখ টাকার লাম্পসাম বিনিয়োগ করেন, তাহলে কত বছরে তিনি ৩,৬০,০০,০০০ টাকা হাতে পাবেন? দেখে নেওয়া যাক।
advertisement
6/7
লাম্পসাম ক্যালকুলেটর অনুযায়ী, ১০ বছর মেয়াদে বিনিয়োগ করলে সুদ থেকে ২৫,২৭,০১৮ টাকা লাভ হবে। তাহলে মোট রিটার্ন দাঁড়াবে ৩৭,২৭,০১৮ টাকা। এখন কেউ যদি ২০ বছর মেয়াদে একই পরিমাণ টাকা বিনিয়োগ করেন, তাহলে সুদ থেকে লাভ হবে ১,০৩,৭৫,৫৫২ টাকা। সুদ এবং আসল মিলিয়ে তিনি হাতে পাবেন ১,১৫,৭৫,৫৫২ টাকা।
advertisement
7/7
আর যদি ৩০ বছর মেয়াদে কেউ ১২ লাখ টাকা বিনিয়োগ করেন, তাহলে বার্ষিক ১২ শতাংশ সুদের হারে তাঁর মূলধনী লাভ হবে ৩,৪৭,৫১,৯০৭ টাকা। আর সুদ এবং আসল মিলিয়ে তাঁর মোট রিটায়ারমেন্ট কর্পাস দাঁড়াবে ৩,৫৯,৫১,৯০৭ টাকা। অর্থাৎ প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা। এটাই চক্রবৃদ্ধি সুদের ম্যাজিক।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Retirement Planning: এককালীন ১২ লাখ টাকা বিনিয়োগ করলেই নিশ্চিন্ত, অবসরে হাতে পাবেন ৩,৬০,০০,০০০ টাকা, জানুন কীভাবে সম্ভব