কত টাকা থাকলে অবসর নেওয়া যায় ভাবছেন? আপনার জন্য কেমন হিসেব সঠিক, জেনে নিন এখনই
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Retirement Planning: অবসর গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নিয়ম হল ৩০X রুল।
advertisement
1/6

ঠিক কত টাকা থাকলে নিশ্চিন্তে কাটানো যায়? অবসর পরিকল্পনায় এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে আসে। ৩০ লাখ, ৫০ লাখ না কি ১ কোটি! কতটা সঞ্চয় প্রয়োজন? এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও রয়েছে। সেখানে একেক জন একেক রকমের দাবি করে। সবমিলিয়ে বিভ্রান্তকর পরিস্থিতি। অবসর গ্রহণের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নিয়ম হল ৩০X রুল।
advertisement
2/6
৩০X রুল কী: ৩০X রুল হল, অবসর গ্রহণের জন্য একজন ব্যক্তির কত টাকা প্রয়োজন, তা অনুমান করার একটা পদ্ধতি। বার্ষিক ব্যয়কে ৩০ দিয়ে গুণ করা হয়। অন্য ভাবে বললে, অবসরের জন্য আজকের বার্ষিক ব্যয়ের কমপক্ষে ৩০ গুণ টাকা হাতে রাখা উচিত। ধরা যাক, কারও বয়স ৫০ বছর। তাঁর মাসিক খরচ ৭৫ হাজার টাকা অর্থাৎ বার্ষিক ৯ লাখ। তাহলে ৩০X রুল অনুযায়ী, নিশ্চিন্তে অবসর নেওয়ার জন্য তাঁর ২.৭০ কোটি টাকা প্রয়োজন।
advertisement
3/6
গোটা বিশ্বে ২৫X ফর্মুলা অত্যন্ত জনপ্রিয়। ৩০X রুল তারই বর্ধিত রূপ। ৪ শতাংশ উইথড্রয়াল রুলের উপর ভিত্তি করে এটা বানানো হয়েছে। অর্থাৎ যদি কারও অবসরের মূলধন বার্ষিক ব্যয়ের ২৫ গুণ হয়, তাহলে তিনি প্রতি বছর মূলধন থেকে ৪ শতাংশ টাকা তুলতে পারেন।
advertisement
4/6
৩০X মূলধন কি যথেষ্ট: আসল কথা হল, কোনও কিছুই যথেষ্ট নয়। সবটাই ব্যক্তি এবং তাঁর চাহিদার উপর নির্ভর করছে। তাছাড়া অবসর পরিকল্পনার জন্য সঞ্চয় অনুমান সাপেক্ষে। নিয়তই পরিবর্তনশীল। তাই একে ‘সবচেয়ে খারাপ এবং কঠিন আর্থিক সমস্যা’ হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
5/6
অবসরের জন্য টাকার হিসেব করতে বসলে কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়। এর মধ্যে অবসর-পরবর্তী প্রত্যাশিত রিটার্ন, অবসর গ্রহণের সময় মুদ্রাস্ফীতি এবং বয়স অন্যতম। এগুলো মাথায় রেখেই টাকার অঙ্ক ধরতে হবে।
advertisement
6/6
এখন এই অনুমান সঠিক হতে পারে। আবার নাও হতে পারে। বাস্তবতা হল, আজ থেকে অবসর গ্রহণের কয়েক দশকের মধ্যে অনেক কিছুরই পরিবর্তন হবে। সে সব মাথায় রেখে হিসেব কষতে বসাই বাঞ্ছনীয়!
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কত টাকা থাকলে অবসর নেওয়া যায় ভাবছেন? আপনার জন্য কেমন হিসেব সঠিক, জেনে নিন এখনই