JioAirFiber: এখনও জিওএয়ারফাইবার কানেকশন নেননি? এই সুবিধাগুলো হাতছাড়া করছেন নিজের ভুলে
- Published by:Ankita Tripathi
- trending desk
Last Updated:
ব্রডব্যান্ড ব্যবহার করলে জিওএয়ারফাইবার-ই আদর্শ। সর্বোচ্চ স্পিড তো মিলবেই, সঙ্গে পাওয়া যাবে একাধিক সুযোগ সুবিধা। ওটিটি থেকে চ্যানেল, সব থাকবে হাতের মুঠোয়। জিওএয়ারফাইবার সম্পর্কে যে জিনিসগুলো না জানলেই নয়, তা রইল এখানে।
advertisement
1/13

ব্রডব্যান্ড ব্যবহার করলে জিওএয়ারফাইবার-ই আদর্শ। সর্বোচ্চ স্পিড তো মিলবেই, সঙ্গে পাওয়া যাবে একাধিক সুযোগ সুবিধা। ওটিটি থেকে চ্যানেল, সব থাকবে হাতের মুঠোয়। জিওএয়ারফাইবার সম্পর্কে যে জিনিসগুলো না জানলেই নয়, তা রইল এই প্রতিবেদনে।
advertisement
2/13
১। জিওএয়ারফাইবার কী?জিওএয়ারফাইবার হল সেই পরিষেবা যা বাড়ি এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা এনে দেবে। টিভি বা ব্রডব্যান্ড ইউজাররা এখন থেকে বাড়িতেই একযোগে বিশ্বমানের বিনোদন, ব্রডব্যান্ড এবং ডিজিটাল অভিজ্ঞতা উপভোগের সুযোগ পাবেন জিওএয়ারফাইবারের হাত ধরে। জিও এয়ারফাইবার সাশ্রয়ী মূল্য এবং একাধিক প্ল্যানে উপলব্ধ:
advertisement
3/13
ডিজিটাল এন্টারটেনমেন্ট -ক) দেশের সেরা ৫৫০+ ডিজিটাল টিভি চ্যানেল: গ্রাহক তাঁর টিভিতে হাই ডেফিনেশনে দেখতে পাবেন।
advertisement
4/13
খ) ক্যাচ-আপ টিভি: প্রিয় শো, সে যত পুরনোই হোক না কেন, ফিরে দেখতে পারবেন গ্রাহক।
advertisement
5/13
গ) সবচেয়ে জনপ্রিয় ১৬+ ওটিটি অ্যাপ: জিওএয়ারফাইবার ইউজাররা জনপ্রিয় ওটিটি অ্যাপগুলোর অ্যাক্সেস পান একেবারে বিনামূল্যে। জিওএয়ারফাইবারের সাবস্ক্রিপশন নিলেই টিভি, ল্যাপটপ, মোবাইল বা ট্যাবে ওটিটি অ্যাপ খুলতে পারবেন।
advertisement
6/13
ব্রডব্যান্ড –ইন্ডোর ওয়াইফাই সার্ভিস: বাড়ি বা ব্যবসার জায়গায় জিও-র নির্ভরযোগ্য ওয়াইফাই পরিষেবা এবং হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহারের অভিজ্ঞতা।
advertisement
7/13
স্মার্ট হোম সার্ভিস –পড়াশোনা এবং ওয়ার্ক ফ্রম হোমের জন্য ক্লাউড পিসি। নিরাপত্তা এবং নজরদারি সমাধান। স্বাস্থ্যসেবা। শিক্ষা। স্মার্ট হোম আইওটি। গেমিং। হোম নেটওয়ার্কিং।
advertisement
8/13
কোনও অতিরিক্ত খরচ ছাড়াই হোম ডিভাইস –বাড়ির সর্বত্র কভারেজ মিলবে এমন ওয়াইফাই রাউটারের। পাশাপাশি 4k স্মার্ট সেট টপ বক্স। সঙ্গে ভয়েস অ্যাক্টিভ রিমোট।
advertisement
9/13
২। ইতিমধ্যেই জিও ফাইবার আছে। জিওএয়ারফাইবারে স্যুইচ করা যায়? জিও ফাইবার সংযোগ থাকলে গ্রাহক সর্বোত্তম পরিষেবার আভিজ্ঞতা পাবেন। তবে অতিরিক্ত উচ্চ মানের ব্যাকআপ পরিষেবা হিসেবে জিওএয়ারফাইবার বেছে নেওয়া যায়।
advertisement
10/13
৩। কীভাবে নতুন জিওএয়ারফাইবার সংযোগ পাওয়া যায়? প্রথম ধাপ – জিও-তে আসতে হবে হোয়াটসঅ্যাপে বুকিং করতে ৬০০০৮-৬০০০৮ নম্বরে একটি মিসড কল দিতে হবে বা www.jio.com ওয়েবসাইটে যেতে হবে বা কাছের Jio স্টোরে যেতে হবে। দ্বিতীয় ধাপ – জিওএয়ারফাইবার কানেকশন বুক করতে হবে কয়েকটি সহজ ধাপে জিওএয়ারফাইবার পরিষেবা বুক করা যায়। তৃতীয় ধাপ – কনফার্মেশন জিও গ্রাহকের সঙ্গে যোগাযোগ করবে এবং পরিষেবা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ি বা ব্যবসার জায়গায় কানেকশন দেবে।
advertisement
11/13
৪। নিজের শহরে জিওএয়ারফাইবার পাওয়া যাবে কি না কীভাবে দেখবেন গ্রাহক?কয়েকটি সহজ ধাপে গ্রাহক নিজের শহরে জিওএয়ারফাইবার উপলব্ধ কি না পরীক্ষা করে দেখতে পারেন। এর জন্য শুধু https://jio.com/AirFiber লিঙ্কে ক্লিক করে দেখতে হবে শহরের নাম আছে কি না।
advertisement
12/13
৫। জিওফাইবার এবং জিওএয়ারফাইবারের পার্থক্য কী?জিওএয়ারফাইবার জিওফাইবারের মতোই সেরা এবং উচ্চ মানের পরিষেবা ও প্ল্যান প্রদান করে।
advertisement
13/13
৬। জিওএয়ারফাইবার কানেকশনের জন্য কী ইনস্টলেশন করতে হয়? এর জন্য টাকা দিতে হয়?আলট্রা–ফাস্ট কানেকশনের জন্য বাড়ির ছাদ বা বারান্দায় জিওএয়ারফাইবার ইনস্টল করতে হয়। ইনস্টলেশনের চার্জ ১০০০ টাকা, তবে বার্ষিক প্ল্যান নিলে বিনামূল্যে করে দেওয়া হয়। এছাড়া গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে মাসিক ইএমআই দিয়ে বার্ষিক প্ল্যান নিতে পারেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
JioAirFiber: এখনও জিওএয়ারফাইবার কানেকশন নেননি? এই সুবিধাগুলো হাতছাড়া করছেন নিজের ভুলে