advertisement
1/8

চার চাকার গাড়ির মালিক আপনি ? কিন্তু ব্যবহার করেন না সেই গাড়ি ? বাড়ির গ্যারেজে পড়ে পড়ে সেই গাড়ি নষ্ট হচ্ছে ? কিন্তু এবার সেই গাড়িটিও আপনি কাজে লাগাতে পারেন ৷ নিজের গাড়ি নিয়েও ব্যবসা করতে পারেন আপনি ৷ আর তাতে ৩০ থেকে ৩৫ হাজার টাকা অবধি রোজগার করতে পারেন ৷
advertisement
2/8
ভাবছেন তো কীভাবে পেতে পারেন আপনি সেই সুযোগ ? OLA ক্যাব সংস্থাই আপনার সামনে নিয়ে এসেছে সেই অভাবনীয় সুযোগ ৷
advertisement
3/8
এবারে জেনে নিন সেই পদ্ধতি ৷ যেভাবে আপনি নিজের গাড়িটি OLA হিসেবে ব্যবহার করতে পারবেন ৷ শুধু একটি গাড়িই নয় ৷ একাধিক গাড়ি আপনি OLA-তে দিতে পারেন ৷ এর কোনও সীমাবদ্ধতা নেই ৷ আপনি যত বেশি গাড়ি OLA-তে দেবেন ৷ তত বেশি টাকা আপনার পকেটে আসবে ৷
advertisement
4/8
OLA-কে দেওয়া আপনার কোন গাড়িটি কোথায় রয়েছে এবং সেই গাড়িটি দৈনিক কত টাকা রোজগার করছে ৷ সেই সমস্ত আপডেটই আপনি পেতে পারেন একটি অ্যাপ মারফত ৷ যদি আপনি এই সম্পর্কে আরও বিস্তারিত খবর পেতে চান ৷ তাহলে OLA-র ওয়েবসাইটেই আপনি পেয়ে যাবেন সমস্ত তথ্য ৷ https://partners.olacabs.com/attach ওয়েবসাইটেই মিলবে সমস্ত তথ্য ৷
advertisement
5/8
এরজন্য আপনাকে বেশ কিছু ডকুমেন্টস জমা দিতে হবে ওলা সংস্থাকে ৷ প্যান কার্ড, ব্যাঙ্কের পাসবই, আধার কার্ড ৷ এছাড়াও গাড়ির লাইসেন্স-সহ বেশ কিছু ডকুমেন্টসও আপনাকে জমা দিতে হবে ৷
advertisement
6/8
প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনার বাড়ির কাছাকাছি কোনও OLA অফিসে গিয়ে জমা দিতে হবে ৷ এরপর সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করার পরই শুরু হবে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ৷ পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে ৮-১০ দিন অবধি সময় লাগতে পারে আপনার ৷
advertisement
7/8
প্রতিটি গাড়ি থেকেই আপনার ৩০ থেকে ৩৫ হাজার টাকা রোজগার হতে পারে ৷ ওলা সংস্থাকে নির্দিষ্ট টাকা জমা দেওয়ার পরই এই নির্দিষ্ট টাকা আয় হতে পারে আপনার ৷ OLA-র সঙ্গে যে অ্যাকাউন্টটা আপনি সংযোগ করবেন ৷ সেই অ্যাকাউন্টেই টাকা পড়ে যাবে আপনার ৷
advertisement
8/8
পিক আওয়ারে যদি আপনার গাড়ি বুকিং হয় ৷ তাহলে ২০০ টাকা অবধি বোনাস ৷ দিনে ১২টি বুকিং হলে ৮০০ থেকে ৮৫০ টাকা অবধি কোম্পানি আপনাকে দেবে ৷ ৭ টা রাইড হলে ৬০০ টাকা অবধি দেওয়া হবে আপনাকে ৷ এয়ারপোর্টে যদি কোনও প্যাসেঞ্জারকে ড্রপ করেন আপনি ৷ তাহলেও পেতে পারেন একস্ট্রা বোনাস ৷ তবে, মাঝে মধ্যেই এই নির্দিষ্ট রেটের পরিবর্তন হয় ৷ সেক্ষেত্রে কোম্পানিতে গিয়েই এর বিস্তারিত খোঁজ নিতে পারেন আপনি ৷