Recycling of Banknotes: বাতিল হওয়া নোট কী কী কাজে ব্যবহার করা হয়? জানলে অবাক হয়ে যাবেন
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Recycling of Banknotes: বাতিল সব নোট আরবিআই অফিসে নিয়ে যাওয়া হয়
advertisement
1/8

সম্প্রতি বাতিল হয়েছে ২০০০ টাকার নোট। অক্টোবর মাসের মধ্যে এই নোট ব্যাঙ্কে গিয়ে জমা করে দেওয়ার কথা বলা হয়েছে। এর আগে ২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল।
advertisement
2/8
তবে বাতিল বিপুল পরিমাণে নোট দিয়ে কী করা হয়? বাতিল সব নোট আরবিআই অফিসে নিয়ে যাওয়া হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/8
সেখানেই নোটগুলি নষ্ট করতে প্রথমে ছোট ছোট টুকরো করা হয়। সারা দেশে ১৯ টি অফিসে রিজার্ভ ব্যাঙ্কের ২৭ টি নোট ক্লিপিং মেশিন রয়েছে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/8
নোট নষ্ট করতে এই মেশিনগুলি কেবল নোটটিকে ছোট ছোট টুকরো করে কাটে। এর পরে এই টুকরো গুলিকে সংকুচিত করে শক্ত কার্ডবোর্ডে রূপান্তরিত করে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/8
কার্ডবোডের টুকরোগুলিকে বিভিন্ন উপায়ে ব্যবহার করা হয়। বিভিন্ন ফাইল, ক্যালেন্ডার এবং কাগজে এই শক্ত কার্ডবোর্ড ব্যবহার করা হয়।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/8
এ ছাড়াও পেনের বাক্স, চায়ের কোস্টার, কাপ ও ছোট ট্রে তৈরি করা হয়। আমেরিকায় নোট নষ্ট করার কাজটি করে থাকে সিক্রেট সার্ভিস। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/8
শুধু তাই নয়, এই শক্ত কার্ডবোর্ডটি শিল্পের চুল্লিগুলিতে জ্বালানী হিসাবেও ব্যবহার করা হয়। সিমেন্ট শিল্পে অতিরিক্ত জ্বালানি হিসাবে শক্ত কার্ডবোর্ড ব্যবহার করা হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
8/8
নষ্ট হয়ে যাওয়া নোটগুলো সার তৈরি করেও ব্যবহার করা হয়। ব্যাঙ্ক অফ ইংল্যান্ড ২০০০ এর দশকের শুরু থেকে এই পদ্ধতি ব্যবহার করে আসছে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Recycling of Banknotes: বাতিল হওয়া নোট কী কী কাজে ব্যবহার করা হয়? জানলে অবাক হয়ে যাবেন