TRENDING:

কৌশিকী অমাবস্যায় তড়তড়িয়ে বাড়ল আয়! রেকর্ড মদ বিক্রি ৩ দিনে! তারাপীঠে কী হল দেখুন

Last Updated:
কৌশিকী অমাবস্যায় এবার মা তারার দর্শনে এসে অন্য নেশায় মেতেছিলেন ভক্তদের একটা বড় অংশ। কারণের নেশায় মত্ত ছিলেন ভক্তদের একাংশ। তাতেই কার্যত লক্ষীলাভ মদের দোকান গুলিতে।
advertisement
1/6
কৌশিকী অমাবস্যায় কত টাকার মদ বিক্রি হল তারাপীঠে? জানলে বুক ধড়ফড় করবে!
মহা ধুমধামের সঙ্গে পালিত হল ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। শুক্রবার শুরু হয় কৌশিকী অমাবস্যা। যা শেষ হয় শনিবার দুপুরে। রেকর্ড ভিড় হয় এই বছর কৌশিকী অমাবস্যা উপলক্ষে তারাপীঠ মন্দিরে। কৌশিকী অমাবস্যায় ভক্তদের ভিড়ে সঙ্গে পাল্লা দিয়েই তারাপীঠে বাড়ে মদ বিক্রির পরিমাণ। ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
2/6
সেই কারণেই চলতি বছরে রেকর্ড পরিমাণ মদ মজুত করা হয়েছিল তারাপীঠের মদের দোকানগুলিতে। আর কত টাকার মদ বিক্রি হল শুনলে কার্যত চমকে উঠবেন। চোখ কপালে উঠতে বাধ্য আপনার। তথ্য: সৌভিক রায়
advertisement
3/6
আবগারি দফতরের আধিকারিকরা জানিয়ে ছিলেন, গত বছর, কৌশিকী অমাবস্যার সময়, দু'দিনে, শুধুমাত্র তারাপীঠ এলাকাতেই ৩ কোটি ৫০ লক্ষ টাকার বেশি মদ বিক্রি হয়েছিল। তা ছিল কয়েকবছরের রেকর্ড। চলতি বছরে মদ বিক্রি আগের রেকর্ডকে ভেঙে দেবে বলেও মনে করেছিলেন তাঁরা। আর সেই রেকর্ড ভেঙে এই বছর কত টাকার মদ বিক্রি হলও শুনলে অবাক হবেন।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
4/6
এই বছর কৌশিকী অমাবস্যায় প্রায় তিন লক্ষের কাছাকাছি ভক্তের সমাগম হয়েছিল যদিও চূড়ান্ত রিপোর্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। সেই ভক্তরা মায়ের পুজো দিয়েছিলেন মন ভরে। পুজো দেবার পাশাপাশি ছিলেন অন্য নেশায় মত্ত। আর এই কয়েকদিনেই তারাপীঠে দেদার বিক্রি হয়েছে মদ।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
5/6
তবে কত টাকার মদ বিক্রি হয়েছে এই বছর! এক্সাইস ওসি মাড়গ্রাম সার্কল সুব্রত সাধুখাঁ জানিয়েছেন তারাপীঠ এর সব থেকে বড় মেগা উৎসব কৌশিকী অমাবস্যায় তারাপীঠের মোট ২৫টি দোকান থেকে ৩দিন অর্থাৎ ২১,২২,২৩ তারিখে মোট ৪কোটি ৪৪লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে।ছবি ও তথ্য: সৌভিক রায়
advertisement
6/6
কৌশিকী অমাবস্যায় এবার মা তারার দর্শনে এসে অন্য নেশায় মেতেছিলেন ভক্তদের একটা বড় অংশ। কারণের নেশায় মত্ত ছিলেন ভক্তদের একাংশ। আর তাতেই কার্যত লক্ষীলাভ মদের দোকান গুলিতে। গত বছরের তুলনায় এই বছর মদ বিক্রিতে লাভের পরিমাণ বেড়েছে প্রায় ৬০ লক্ষ টাকার কাছাকাছি।ছবি ও তথ্য: সৌভিক রায়
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কৌশিকী অমাবস্যায় তড়তড়িয়ে বাড়ল আয়! রেকর্ড মদ বিক্রি ৩ দিনে! তারাপীঠে কী হল দেখুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল