Bangla News: বড়দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি এই জেলায়! টাকার অঙ্ক জানলে মাথা ঘুরে যাবে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
Bangla News: বড়দিনের উচ্ছ্বাসে সঙ্গী থাকল মদ! কার্যত সেই ভাবনাকেই উস্কে দিল ২৫ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর জেলার মদ বিক্রির পরিমাণ।
advertisement
1/11

*বড়দিনের উচ্ছ্বাসে সঙ্গী থাকল মদ! কার্যত সেই ভাবনাকেই উস্কে দিল ২৫ ডিসেম্বর ও ২৪ ডিসেম্বর জেলার মদ বিক্রির পরিমাণ। বড়দিনের আগের দিন ও বড়দিনের দিন জেলায় মোট ৮ কোটি টাকার মদ বিক্রি হয়েছে। প্রতিবেদনঃ সৈকত শী। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
2/11
*বড়দিনে মদ বিক্রির হিসেবে রাজ্যের মধ্যে প্রথম পূর্ব মেদিনীপুর। তারপরই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ। তবে পূর্ব মেদিনীপুর জেলা শুধু বড়দিন নয় উৎসব আবহে মদ বিক্রিতে প্রথম সারির দিকেই থাকে। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
3/11
*দুর্গাপুজো ও কালী পুজোতেও রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল। তারই রেশ বজায় থাকল বড়দিনে। পূর্ব মেদিনীপুর জেলায় মূলত সমুদ্র পর্যটন কেন্দ্রগুলিতে বড়দিনের ছুটিতে রেকর্ড পরিমান মদ বিক্রি হয়েছে। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
4/11
*পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে মন্দারমনি, তাজপুর-সহ বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্র রয়েছে। বড়দিনের লম্বা ছুটিতে দিঘা, মন্দারমনি-সহ বিভিন্ন সমুদ্র পর্যটন কেন্দ্রে পর্যটকের ঢল নেমেছিল। পর্যটন কেন্দ্রগুলিতে প্রতি দোকানে মদ বিক্রি হয়েছে ভাল পরিমাণ। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
5/11
*পূর্ব মেদিনীপুর জেলার অন্যত্র লাইসেন্স প্রাপ্ত দোকানগুলি থেকেও বেশি পরিমাণ মদ বিক্রি হয়েছে। সবমিলিয়ে পরিসংখ্যানটা চমকে দেওয়ার মত। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
6/11
*বড়দিনে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রির পরিমাণ ৪ কোটি ৬২ লাখ ৭৭ হাজার ৬৪৮ টাকার। ওইদিনে বিক্রির নিরিখে বিদেশি মদকে বলে বলে গোল দিয়েছে দেশি মদ। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
7/11
*২৫ ডিসেম্বর বিদেশি মদের চেয়ে প্রায় ১২ হাজার লিটার বেশি দেশি মদ বিক্রি হয়েছে। ওইদিন দেশি মদ বিক্রির পরিমাণ প্রায় ৬৭ হাজার ৬০৩.১২ ব্যারল লিটার এবং বিদেশি মদ বিক্রি হয়েছে প্রায় ৫৫ হাজার ৮১৭.৪২ ব্যারল লিটার। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
8/11
*বিয়ার বিক্রি হয়েছে ২৭ হাজার ০৩১ ব্যারল লিটার। সব মিলিয়ে মদের ফোয়ারা ছুটেছে বড়দিনের খুশির মেজাজে। তবে শুধু বড়দিন নয়, তার আগের দিন অর্থাৎ ২৪ ডিসেম্বরও মদ বিক্রির টাকার অঙ্ক ৪ কোটি টাকার ওপরে। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
9/11
*পূর্ব মেদিনীপুরে দেশী মদ বিক্রি হয় প্রায় ৭৪ হাজার ২৯১ ব্যারল লিটার এবং বিদেশি মদ বিক্রি হয় প্রায় ৪০ হাজার ৩৪২.৪৩ ব্যারল লিটার এবং বিয়ার বিক্রি হয় ২১ হাজার ০৩২.২৯ ব্যারল লিটার। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
10/11
*২৪ ডিসেম্বর জেলায় মদ বিক্রি হয় চার কোটি ৩৫ লাখ ৮৮ হাজার ৯৭ টাকার। জেলা জুড়ে ২৮১টি দোকান খোলা ছিল দু-দিন। আর সেখান থেকেই রেকর্ড পরিমাণ টাকার মদ বিক্রি হয়েছে। সংগৃহীত ছবি প্রতীকী।
advertisement
11/11
*দিঘা, মন্দারমনি, তাজপুর-সহ পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক পর্যটনকেন্দ্র রয়েছে। আর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকের ঢল নেমেছিল বড়দিনের ছুটি উপলক্ষে। তাতেই জেলার মদ বিক্রির পরিমাণ রেকর্ড সংখ্যা ছাড়িয়েছে। আবগারি দফতরের অনুমান নতুন বছরের শুরুতেও রেকর্ড পরিমাণ মদ বিক্রি হতে পারে জেলায়। সংগৃহীত ছবি প্রতীকী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bangla News: বড়দিনে রেকর্ড পরিমাণ মদ বিক্রি এই জেলায়! টাকার অঙ্ক জানলে মাথা ঘুরে যাবে