UPI Transaction Rules: UPI লেনদেনে একাধিক নিয়ম বদল ! জেনে নিন না হলে পড়বেন বিপদে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন কী কী নতুন বদল করা হয়েছে UPI Transaction নিয়মে ৷
advertisement
1/8

র্তমানে ক্যাশ লেনদেনের বদলে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসের (UPI) মাধ্যমে পেমেন্টের প্রবণতা অনেকটাই বেড়ে গিয়েছে ৷ লক্ষ লক্ষ টাকা হোক বা ১০-২০ টাকা বেশিরভাগ মানুষই আজকাল ইউপিআই ব্যবহার করতে বেশি স্বাচ্ছন্দ্য ৷
advertisement
2/8
নতুন বছরে ইউপিআই পেমেন্ট পরিষেবা আরও উন্নত করার জন্য একাধিক বদল করা হয়েছে নিয়মে ৷ শুধু তাই নয়, এর পাশাপাশি লাগু করা হয়েছে বেশ কিছু নতুন নিয়মও ৷
advertisement
3/8
দেখে নিন কী কী নতুন বদল করা হয়েছে ৷
advertisement
4/8
বন্ধ করে দেওয়া হয়েছে ইনঅ্যাক্টিভ UPI ID: UPI ID এবং লিঙ্কড মোবাইল নম্বর যেগুলির মাধ্যমে গত ১ বছরে কোনও লেনদেন হয়নি সেগুলি বাতিল বা ডিঅ্যাক্টিভ করা হয়েছে ৷ এই সিদ্ধান্ত UPI আইডি জালিয়াতির ঝুঁকি কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে।
advertisement
5/8
বাড়ানো হয়েছে লেনদেনের লিমিট: UPI -এর মাধ্যমে NPCI প্রতিদিনের লেনদেনের লিমিট বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে ৷
advertisement
6/8
Interchange Fee: প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট যেমন অনলাইন ওয়ালেটের মাধ্যমে ২০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে ১.১ শতাংশ ইন্টারচেঞ্জ ফি নেওয়া হবে ৷
advertisement
7/8
Four Hour Time Limit: রিপোর্ট অনুযায়ী, অনলাইন ফ্রডের ঘটনা রুখতে প্রথম পেমেন্ট ২০০০ টাকার বেশি হলে ৪ ঘণ্টার টাইম লিমিট দেওয়া হবে ৷
advertisement
8/8
UPI ATM: রিজার্ভ ব্যাঙ্ক খুব শীঘ্রই দেশজুড়ে UPI ATM চালু করতে চলেছে ৷ আপনি QR Code Scan করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ক্যাশ তুলকে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPI Transaction Rules: UPI লেনদেনে একাধিক নিয়ম বদল ! জেনে নিন না হলে পড়বেন বিপদে