TRENDING:

দুই সমবায় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করল RBI, আপনার অ্যাকাউন্ট রয়েছে? কী সমস্যা হতে পারে দেখে নিন

Last Updated:
বিধিনিষেধ থাকবে ৬ মাস পর্যন্ত। সমবায় ব্যাঙ্ক দুটি হল – অজন্তা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং পূর্বাঞ্চল কো-অপারেটিভ ব্যাঙ্ক।
advertisement
1/7
দুই সমবায় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করল RBI, আপনার অ্যাকাউন্ট রয়েছে?
দেশের দুটি সমবায় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ আরোপ করল আরবিআই। ২৯ অগাস্ট এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক। বিধিনিষেধ থাকবে ৬ মাস পর্যন্ত। সমবায় ব্যাঙ্ক দুটি হল – অজন্তা আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং পূর্বাঞ্চল কো-অপারেটিভ ব্যাঙ্ক।
advertisement
2/7
নির্দেশিকায় আরবিআই স্পষ্ট করে দিয়েছে, আগামী ৬ মাস ব্যাঙ্কগুলি কাউকে ঋণ দিতে পারবে না, কোথাও বিনিয়োগ করতেও পারবে না। পাশাপাশি নতুন আমানত সংগ্রহেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সঙ্গে এও বলা হয়েছে, রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ ছাড়া তারা কোনও জিনিস বিক্রি বা হস্তান্তরও করতে পারবে না।
advertisement
3/7
কেন্দ্রীয় ব্যাঙ্কের লিখিত অনুমতি ছাড়া অজন্তা আরবান এবং পূর্বাঞ্চল কো-অপারেটিভ ব্যাঙ্ক কোনও কার্যক্রম পরিচালনা করতে পারবে না বলে সাফ জানিয়ে দিয়েছে আরবিআই। জনসাধারণের জ্ঞাতার্থে দুটি ব্যাঙ্ককেই তাদের ওয়েবসাইট এবং অফিসে রিজার্ভ ব্যাঙ্কের এই নির্দেশিকা টাঙিয়ে রাখতে হবে।
advertisement
4/7
তবে ব্যাঙ্কের বর্তমান লিকুইডিটির অবস্থান বিবেচনা করে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সাধারণ গ্রাহক সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন। যদিও আমানতের বিপরীতে ঋণ নিতে চাইলে রিজার্ভ ব্যাঙ্কের লিখিত অনুমোদন লাগবে।
advertisement
5/7
ব্যাঙ্কের সাধারণ গ্রাহক আমানত বিমা এবং ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন থেকে একই ক্ষমতা এবং একই অধিকারে তাঁদের আমানতের ৫ লক্ষ টাকা পর্যন্ত আমানত বিমা পাওয়ার যোগ্য। এই নির্দেশিকা উভয় ব্যাঙ্কের জন্য প্রযোজ্য।
advertisement
6/7
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত ব্যাঙ্কগুলি বিধিনিষেধের সঙ্গে ব্যবসা চালিয়ে যাবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, ‘রিজার্ভ ব্যাঙ্ক পরিস্থিতির উপর নির্ভর করে এই নির্দেশিকা পরিবর্তন করতে পারে।
advertisement
7/7
এবারই প্রথম নয়। এর আগেও একাধিক সমবায় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ আরোপ করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে রয়েছে কর্নাটকের শ্রী মল্লিকার্জুন পাটানা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, মহারাষ্ট্রের নাসিক জেলা গিরনা কো-অপারেটিভ ব্যাঙ্ক, ন্যাশনাল আরবান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, দ্য সিউড়ি ইউনিয়ন কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, সাইবাবা জনতা সহকারি ব্যাঙ্ক, ইউনাইটেড ইন্ডিয়া কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড (বিজনোর) ইত্যাদি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দুই সমবায় ব্যাঙ্কের উপর বিধিনিষেধ জারি করল RBI, আপনার অ্যাকাউন্ট রয়েছে? কী সমস্যা হতে পারে দেখে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল